দাদরা  তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা
		দেখুন : তাল 
    দাদরা
	- 
  
 অকারণে অকালে মোর পড়ল যখন ডাক [পূজা] 
 	[তথ্য]
- অচেনাকে ভয় কী আমার ওরে [পূজা-৫৯০] 
	[তথ্য]
- অজানা খনির নূতন মণির গেঁথেছি হার [প্রেম
	[তথ্য]
- অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে [প্রেম-২৩০] 
	[তথ্য]
- অনেক কথা বলেছিলেম [প্রেম-৭৩]
	[তথ্য
- অনেক কথা যাও যে ব'লে [প্রেম-১৪৭]
  	[তথ্য]
- অনেক দিনের আমার যে গান  [প্রেম-২১] 
	[তথ্য] 
- অনেক দিনের মনের মানুষ [প্রকৃতি-২৫৬] 
	[তথ্য]
- অন্ধকারের উৎস হতে [পূজা-৩৫৪  	
	[তথ্য]
- অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না   [পূজা-৩৬৫  
	[তথ্য]
- অরূপ, তো মার বাণী  [পূজা-৯ ]
	[তথ্য]
- অলি বার বার ফিরে যায় [প্রেম-৩১৭] 
	[তথ্য]
- অ শান্তি আজ হানল এ কী [প্রেম-২৭০] 
	[তথ্য]
- অসুন্দরের পরম বেদনায় 
	[তথ্য  ]
- আঃ  কাজ কী গোলমালে [বাল্মীকি প্রতিভা]
- আকাশ আমায় ভরল আলোয়[প্রকৃতি  	২০৫] 
	[তথ্য]
- আকাশতলে দলে দলে [প্রকৃতি-৪০] 
	[তথ্য]
- আকাশভরা সূর্য-তারা [প্রকৃতি-৮] 
	[তথ্য  ]
- আকাশ হতে আকাশ-পথে [বিচিত্র-৩৬] 
	[তথ্য]
- আকাশ হতে খসল তারা [প্রকৃতি-১৫৬ ] 
	[তথ্য]
- আকাশে আজ কোন চরণে [প্রেম-১১] 
	[তথ্য]
- আকাশে তোর তেমনি আছে ছুটি [বিচিত্র-১০৪ 
	[তথ্য]
- আকাশে দুই হাতে প্রেম বিলায় [পূজা-৩৫৮  
	  [তথ্য]
- আগুনে হল আগুনময়   [পূজা-৬১০]   
	[তথ]
- আগুনেরপরশমণি  ছোঁয়াও  প্রাণ [পূজা-২১২  
	[তথ্য]
- আগে চল্, আগে চল্ ভাই [স্বদেশ-১৮]    
  [তথ্য
- আছআকাশ-পানে তুলে মাথা [প্রেম-১০২ 
	[তথ্য  ]
- আজ আকাশের মনের কথা [প্রকৃতি-৬৬]   
	[তথ্য]
- আজ আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২]
	[তথ্য]
- 
	আজ তারায় তারায় দীপ্ত শিখার [বিচিত্র-৭৭] 
	[তথ্য]
- আজ তোমারে দেখতে এলেম [প্রেম-৩৬৫] 
	[তথ্য]
- আজ দখিন-বাতাসে [প্রকৃতি-২২৬] 
	[তথ্য]
- আজ নবীন মেঘের সুর লেগেছে 	[প্রকৃতি-৬৫  ]
    [তথ্য]
- আজ শ্রাবণের আমন্ত্রণে [প্রকৃতি-৫৬ ]
[তথ্য]
- আজ শ্রাবণের পূর্ণিমাতে [প্রকৃতি ৮১] 
	[তথ্য ] 
- আজ সবার রঙে রঙ মিশাতে হবে [প্রেম-১৩২ ]
	[তথ্য   
- আজি এ নিরালা কুঞ্জে   [প্রেম-৪১] 
	[তথ্য]
- আজি ওই আকাশ-পরে [প্রকৃতি-৫০] 
	[তথ্য]
- আজি হৃদয় আমার যায় যে ভেসে [প্রকৃতি-৭৪] 
	[তথ্য]
- আঁধার এলে ব'লে  [পূজা-৬০০]   
	[তথ্য]
- আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায় [বিচিত্র-৯৩]  
	[তথ্য
- আন্ গো তোরা [প্রকৃতি-২৪০] 
	[তথ্য]
- আনন্দগান উঠুক তবে বাজি [পূজা-৩০৯]  
	 [তথ্য
- আন্মনা, আন্মনা [প্রেম-৮০] 
	[তথ্য  ]
- আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া [পূজা-৩৫৬  
	 [তথ্য]
- আপনাকে এই জানা আমার ফুরাবে  না [পূজা-৭৫]  
	 [তথ্য
- আপনারে দিয়ে রচিলি রে কি এ [পূজা-১৮৪  
	 [[তথ্য]
- আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে [স্বদেশ-৮]    
	  [তথ্য
- আবার এসেছে আষাঢ় [প্রকৃতি-৯৮] 
	[তথ্য]
- আমরা খুঁজি খেলার সাথি [বিচিত্র-১২৬] 
	[তথ্য]
- আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০] 
	[তথ্য]
- আমরা তারেই জানি তারেই জানি   [পূজা-৮২  
	[তথ্য]
- আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে [প্রেম-৪৯] 
	[তথ্য]
- আমরা দূর আকাশের নেশায় মাতাল  [নাট্যগীতি-১২৭]
	[তথ্য]
- আমরা নূতন প্রাণের চর, হা হা   [প্রকৃতি-১৮১] 
	[তথ্য]
- আমরা বসব তোমার সনে [নাট্যগীতি-৮৫] 
	[তথ্য]
- আমরা মিলেছি আজ মায়ের ডা  কে [স্বদেশ-৯]
	[তথ্য
- আমরা 	লক্ষ্মীছাড়ার দল [বিচিত্র-১১২] 
	[তথ্য]
- আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে  [স্বদেশ-১০] 
	[তথ্য]
- আমাকে যে 	বাঁধবে ধরে [বিচিত্র-৬৪, প্রেম ও প্রকৃতি-৬০] 
	[তথ্য]
- আমাদের খেপিয়ে বেড়ায় যে  [পূজা-৫৭৫]   
	[তথ্য
- আমাদের পাকবে না চুল গো   [বিচিত্র-১১৬ 
	[তথ্য]
- আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫] 
	[তথ্য]
- আমাদের শান্তিনিকেতন [বিচিত্র-৪১] 
	[তথ্য]
- 	আমাদের সখীরে কে নিয়ে যাবে [নাট্যগীতি-৪০] 
	[তথ্য]
- আমায় ক্ষমো হে ক্ষমো [বিচিত্র-১]   
	[তথ্য
- আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২ ]
     [তথ্য]
- আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে [বিচিত্র-১৭]
     [তথ্য] 
- আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা [পূজা-৬০]  
	[তথ্য]
- আমার আঁধার ভালো, আলোর কাছে [পূজা-১৯৪]  
	 [তথ্য] 
- আমার আর হবে না দেরি   [পূজা-৫৬৩]
     [তথ্য
- আমার এ পথ তোমার পথের থেকে [প্রেম-২৮৩]
	[তথ্য]
- আমার এই পথ-চাওয়াতেই আনন্দ [পূজা-৫৫৯]    
    [তথ্য
- আমার একটি কথা বাঁশি জানে [প্রেম-২৯৪]   
	[তথ্য]
- আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে [প্রেম-১৩] 
	[তথ্য]
- আমার কী বেদনা সে কি জানো [প্রেম ও প্রকৃতি ৮৮] 
	[তথ্য]
- আমার খেলা যখন ছিল তোমার সনে [পূজা-৬৪]
	[তথ্য]
- আমার গোধূলিলগন এল বুঝি কাছে [পূজা-১৪১]  
	[তথ্য
- আমার দিন ফুরাল [প্রকৃতি-৩৬] 
	[তথ্য]
- আমার দোসর যে জন [প্রেম-১৩৪] 
	[তথ্য]
- আমার নয়ন তব নয়নের   [প্রেম-৪৮] 
	[তথ্য]
- আমার নয়ন তোমার নয়নতলে [প্রেম-৯২ 
	[তথ্য]
- আমার নয়ন-ভুলানো এলে [প্রকৃতি-১৪৬] 
	[তথ্য]
- আমার নাইবা হলো পারে যাওয়া [বিচিত্র-১২] 
	[তথ্য]
- আমারনা-বলা বাণীর ঘন যামিনীর মাঝে  [পূজা-৫৬]  
	[তথ্য]
- আমার নিশীথরাতের বাদলধারা   [প্রেম-৬৮] 
	[তথ্য]
- আমার  পথে পথে পাথর ছড়ানো   [পূজা-৫৭০]   
	[তথ্য]
- আমার  প্রাণের মাঝে সুধা আছে [প্রেম-১১০ 
	[তথ্য ]
- আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা-৫৪৯]   
	[তথ্য]
- আমারপ্রিয়ার ছায়া [প্রকৃতি-১২৪] 
	[তথ্য]
- আমার বেলা যে যায় [পূজা-১২]
    [তথ্য
- আমার ভাঙা পথের রাঙা ধুলায় [পূজা-৫৭৩]   
	[তথ্য 
- আমার মন কেমন করে  [প্রেম-২১৪]
	[তথ্য]
- আমার মন বলে, চাই, চাই গো। [প্রেম-৩৪৩, তাসের দেশ ]  
	[তথ্য]
- আমার মন, যখন জাগলি না রে  [পূজা-৫৫০]     
	[তথ্য
- আমারমনের কোণের বাইরে [প্রেম-১৫৮] 
	[তথ্য  ]
- আমার মনের মাঝে যে গান বাজে [প্রেম-২] 
	[তথ্য]
- আমার মল্লিকা বনে [প্রকৃতি ২৪৯]   
	[তথ্য  ]
- আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি [পূজা-৭১
	[তথ্য]
- আমার যাবার বেলাতে   [পূজা-৫৯৯]  
	[তথ্য]
- আমার যে গান তোমার পরশ পাবে  যে গান [পূজা-২৯] 
	[তথ্য]
- আমার যেতে সরে না মন [প্রেম-৩৯৫] 
	[তথ্য]
- আমার রাত পোহালো শারদ প্রাতে   [প্রকৃতি-১৬৫]
	[তথ্য]
- আমার লতার প্রথম মুকুল [প্রেম-১৩৫ 
	[তথ্য ]
- আমার শেষ পারানির কড়ি   কণ্ঠে নিলেম গান [পূজা-৩১]     
	[তথ্য]
- আমার শেষ 	রাগিণীর প্রথম ধুয়ো [প্রেম-২৬] 
	[তথ্য]
- আমার সকল নিয়ে বসে [প্রেম-৮৯ 
	[তথ্য]
- আমার সুরে লাগে তোমার হাসি [পূজা-১১
    [তথ্য
- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি  [স্বদেশ-১]    
	তথ্য]
- আমার হৃদয় তোমার আপন হাতের দোলে [পূজা-৫৭]   
	[তথ্য]
- আমারে করো তোমার বীণা [প্রেম-৩৩]
	[তথ্য]
- আমারে কে নিবি ভাই [পূজা-৫৫৮]  
  [তথ্য
- আমারে ডাক দিল কে [বিচিত্র-১৯] 
	[তথ্য]
- আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় [পূজা-৫৫৫]     
	[তথ্য
- আমারে বাঁধবি তোরা সেই বাঁধন [বিচিত্র-৬০] 
	[তথ্য]
- আমি একলা চলেছি এ ভবে [বিচিত্র-২১] 
	[তথ্য]
- আমি কান পেতে রই [পূজা-৫৪৬]  
	[তথ্য]
- আমি কী গান গাব যে [প্রকৃতি-১২০] 
	[তথ্য]
- আমি চঞ্চল হে [বিচিত্র ৬৫] 
	[তথ্য]
- আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা [প্রেম-৫৩] 
	[তথ্য]
- আমি জেনে শুনে তবু ভুলে বসে আছি।[পূজা-৪০৪ [পূজা ও প্রার্থনা-৬৩]  
     [তথ্য]
- আমি জ্বালব না মোর বাতায়নে [পূজা-৩৪৮]  
	[তথ্য
- আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে। [প্রকৃতি-১০৫] 
	[তথ্য ]
- আমি  তারেই খুঁজে বেড়াই[পূজা-৫৪৭]     
	[তথ্য]
- আমি তোমার প্রেমে হব [প্রেম-৯১ 
	[তথ্য  ]
- আমি তোমার সঙ্গে বেঁধেছি[প্রেম-২২২]   
	[তথ্য]
- আমি পথভোলা এক পথিক এসেছি [প্রকৃতি-২০১]
  [তথ্য]
- আমি ভয় করব না ভয় করব না  [স্বদেশ-৭]    
  [তথ্য
- আমি যাব না গো অমনি চলে   [প্রেম-১১৩ 
	[তথ্য  ]
- আমি যে আর সইতে পারি নে   [প্রেম-৪৭] 
	[তথ্য]
- আমি যে সব নিতে চাই [বিচিত্র-৪৫] 
	[তথ্য]
- আমি সন্ধ্যাদীপের শিখা [বিচিত্র-৯৬] 
	[তথ্য]
- আমি স্বপনে রয়েছি ভোর [প্রেম ও প্রকৃতি ১৬] 
	[তথ্য]
- আমি  হৃদয়েতে পথ কেটে  ছি [পূজা-২১৮
     [তথ্য]
- আয় আয় আয় আমাদের অঙ্গনে [আনুষ্ঠানিক-১১] 
	[তথ্য]
- আয় আয় রে পাগল [বিচিত্র-৩৪] 
	[তথ্য]
- আয় রে মোরা ফসল কাটি [আনুষ্ঠানিক-১৬] 
	[তথ্য]
- আর 	রেখো না আঁধারে  [পূজা-১৯২]	  
	[তথ্য]
- আরো একটু বসো তুমি   [প্রেম  -১০৬]   
	[তথ্য  ]
- আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে [প্রেম-৫০] 
	[তথ্য]
- আলো আমার, আলো ওগো [বিচিত্র-৪৬] 
	[তথ্য]
- আলোকের  এই  ঝর্নাধারায়  ধুইয়ে  দাও [পূজা-৯২   
	[তথ্য
- আলোর অমল কমলখানি কে ফোটালে [প্রকৃতি  -১৬৭]
	[তথ্য]
- আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া [প্রকৃতি-৪২] 
	[তথ্য]
- আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল [প্রকৃতি-৩৩] 
	[তথ্য]
- আসা-যাওয়ার পথের ধারে   [প্রেম-১৯] 
	[তথ্য]
- আহা তোমার সঙ্গে প্রাণের খেলা [প্রেম-৮৮] 
	[তথ্য  ]
- আহ্বান আসিল মহোৎসবে [প্রকৃতি-৫৩]  
      [[তথ্য]
- উতল হাওয়া লাগল [প্রেম-১৮২ ]  
	[তথ্য]
- উলঙ্গিনী নাচে রণরঙ্গে [নাট্যগীতি-৫০] 
	[তথ্য]
- এ কি অন্ধকার এ ভারতভূমি![জাতীয় সংগীত-৪] 
	[তথ্য]
- এ কী গভীর বাণী এল [প্রকৃতি-৭৩] 
	[তথ্য]
- এ কী মায়া, লুকাও কায়া [প্রকৃতি-১৮৩] 
	[তথ্য]
- এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০]  
	  [তথ্য
- এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে [পূজা-৩৮৯]  
	  [তথ্য
- এ পথে আমি- যে গেছি বার বার [প্রেম-২৭৬ ]  
	 [তথ্য]
- এ বেলা ডাক পড়েছে কোন্  খানে [প্রকৃতি-২২৮] 
	[তথ্য]
- এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার   বাড়ি [পূজা-৫৬২]
   [তথ্য]
- এই উদাসী হাওয়ার পথে পথে [প্রেম-২২৩] 
	[তথ্য]
- এই একলা মোদের হাজার মানুষ [নাট্যগীতি-৯৩] 
 	[তথ্য]
- এই কথাটা ধরে রাখিস [পূজা-১৯০]  
	  [তথ্য
- এই কথাটি মনে রেখো   [প্রেম-১৮] 
	[তথ্য]
- এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে [প্রকৃতি-২৭৪]
	[তথ্য]
- এই-যে কালো মাটির বাসা [পূজা-২১০]  
      [তথ্য]
- এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ [পূজা-৫২৬]   
	[তথ্য]
- এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা [প্রকৃতি-৪৪] 
	[তথ্য]
- এই শ্রাবণের 	বুকের ভিতর আগুন আছে [প্রকৃতি-৬০] 
	[তথ্য]
- এই সকাল বেলার বাদল-আঁধারে [প্রকৃতি-৬৭] 
	[তথ্য]
- একদিন চিনে নেবে তারে [প্রেম-১৩৭ 
	[তথ্য  
	]
- একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে [আনুষ্ঠানিক সংগীত-১৪] 
	[তথ্য]
- এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন [জাতীয় সংগীত-৭] 
	[তথ্য]
- এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১]  
	  [তথ্য
- একলা ব'সে একে একে [প্রেম-২৮৪] 
	[তথ্য]
- একলা বসে বাদল-শেষে [প্রকৃতি-৮৬] 
	[তথ্য]
- একলা ব'সে হেরো তোমার ছবি [প্রেম-৬৯] 
	[তথ্য]
- এখন আমার সময় হল   পূজা-৫৭৭]
	[তথ্য]
- এখনো ঘোর ভাঙে না তোর যে [পূজা-২৬৮]  
	[তথ্য]
- এত  দিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮] 
	[তথ্য]
- এত ফুল কে ফোটালে [নাট্যগীতি-৩৯] 
	[তথ্য]
- এবার অবগুণ্ঠন খোলো [প্রকৃতি-১৬২] 
	[তথ্য]
- এবার  আমায়  ডাকলে  দূরে [পূজা-৪৭]  
	[তথ্য]
- এবার তো যৌবনের কাছে  [প্রকৃতি-২৭৭] 
	[তথ্য]
- এবার দুঃখ আমার অসীম পাথার [ পূজা-১৯৫] 
	[তথ্য]
- এবার বিদায়বেলার সুর ধর [প্রকৃতি-২৩০] 
	[তথ্য]
- এবার ভাসিয়ে দিতে হবে [প্রকৃতি-২৫৩] 
	[তথ্য]
- এবার মিলন-হাওয়ায় হাওয়ায় [প্রেম-১৩০] 
	[তথ্য]
- এবার যমের দুয়ার খোলা পেয়ে [বিচিত্র-১২২] 
	[তথ্য]
- এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের র ঙে [পূজা-৫৬৮]   
	[তথ্য]
- এবার, সখী, সোনার মৃগ [প্রেম-৩৪৮] 
	[তথ্য]
- এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিল।  [পূজা-৭৪]   
	[তথ্য]
- এল যে শীতের বেলা [প্রকৃতি-১৭৮] 
	[তথ্য]
- এসো আমার ঘরে [প্রেম-৬৪] 
	[তথ্য]
- এসো এসো ফিরে এসো [প্রেম-২৫২] 
	[তথ্য]
- ও আমার চাঁদের আলো [প্রকৃতি-২২২] 
	[তথ্য]
- ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা [স্বদেশ-২]   
	[তথ্য
- ও কি এল, 	ও কি এল না [বিচিত্র-৮৪] 
	[তথ্য]
- ও কেন চুরি ক'রে চায় [প্রেম-৩৯১] 
	[তথ্য]
- ও চাঁদ, তোমায় দোলা [প্রকৃতি-২২২] 
	[তথ্য]
- ও জোনাকি, কী সুখে ওই [বিচিত্র-৮৭] 
	[তথ্য]
- ও তো আর ফিরবে না [নাট্যগীতি-১০১] 
	[তথ্য]
- ও মঞ্জরী,ও মঞ্জরী আমের মঞ্জরী [প্রকৃতি-১৯২] 
	[তথ্য]
- ও যে মানে না মানা [প্রেম-১১৯ 
	[তথ্য  
	]
- ওই মরণের সাগরপারে চুপে চুপে [পূজা-৫৩৩]
    [তথ্য]
- ওকে বাঁধিবি কে রে [প্রেম-১৬৫]  
	[তথ্য]
- ওগো আমার প্রাণের ঠাকুর   [পূজা-২১৫
	[  তথ্য
- ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি [প্রকৃতি-৩৮] 
	[তথ্য]
- ওগো কে যায় বাঁশরি বাজায়ে [প্রেম-৩০০] 
	[তথ্য]
- ওগো জলের রানী [প্রেম ও প্রকৃতি ৭৪] 
	[তথ্য]
- ওগো, তোমরা সবাই ভালো [বিচিত্র-১১৩] 
	[তথ্য]
- ওগো, তোমার চক্ষু দিয়ে [প্রেম-৯৬ 
	[তথ্য  
	]
- ওগো ভাগ্যদেবী পিতামহী [বিচিত্র-১২৪] 
	[তথ্য]
- ওগোশেফালিবনের মনের কামনা [প্রকৃতি-১৫০] 
	[তথ্য]
- ওগো সাঁওতালি ছেলে [প্রকৃতি-১২৫] 
	[তথ্য]
- ওগো সুন্দর, একদা কী জানি কোন্ পুণ্যের ফলে [পূজা-৫৩৪]
  [তথ্য
- ওগো স্বপ্নস্বরূপিণী [প্রেম-২৩৩] 
	[তথ্য]
- ওদেরবাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে [স্বদেশ-৪৩]   
	[তথ্য]
- ওর ভাব দেখে যে পায় হাসি [বিচিত্র ১২৫] 
	[তথ্য  
	]
- ওরে, আগুন আমার ভাই [পূজা-৬১১]   
	[তথ্য]
- ওরে আমার হৃদয় আমার [প্রেম-৮] 
	[তথ্য]  
	
- ওরে ওরে ওরে, 	আমার মন মেতেছ [বিচিত্র-৪৭] 
	[তথ্য]
- ওরে নূতন যুগের ভোরে [স্বদেশ-৪১]
	[তথ্য]
- ওরে বকুল, পারুল ওরে [প্রকৃতি-২৬৭, প্রেম ও প্রকৃতি-৬৭]
	[তথ্য]
- ওরে ভাই, মিথ্যা ভেবো না  [জাতীয় সংগীত-১৫] 
	[তথ্য]
- ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার  [পূজা-২৪১]   
	[তথ্য]
- ওলো শেফালি, ওলো শেফালি [প্রকৃতি-১৬০] 
	[তথ্য]
- ওলো  সই, ওলো সই [প্রেম-৮১ 
	[তথ্য  
	]
- ওহে নবীন অতিথি [আনুষ্ঠানিক-১৩] 
	[তথ্য]
- ওহে সুন্দর মম গৃহে আজি   [প্রেম-১৮৭ 
	[তথ্য  
	]
- কখন বাদল-ছোঁওয়া লেগে [প্রকৃতি-৬৪] 
	[তথ্য]
- কঠিন লোহা কঠিন ঘুমে [বিচিত্র-১২৯] 
	[তথ্য]
- কত যে তুমি মনোহর [প্রকৃতি-৭] 
	[তথ্য]
- কদম্বেরই কানন ঘেরি [প্রকৃত-৪১] 
	[তথ্য]
- কবে তুমি আসবে ব'লে [প্রেম-২৯০]   
	[তথ্য]
- কাছে থেকে দূর রচিল[প্রেম-২৬৯  ]  
  	[তথ্য]
- কাছে যবে ছিল পাশে হল না যাওয়া   [প্রেম-১৯১]   
	[তথ্য]
- কাঁদার সময় অল্প ওরে [প্রেম-১৬৮ 
	[তথ্য  
	]  
- কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা[পূজা-১] 
	[তথ্য]
- কার যেন এই মনের বেদন [প্রকৃতি-১৯৩] 
	[তথ্য]
- কাল রাতের বেলা গান এল মোর মনে [প্রেম-৯] 
	[তথ্য]
- কাহার গলায় পরাবি গানের [প্রেম-৩]  
	[[তথ্য]
- কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে [প্রেম-২৭৮] 
	[তথ্য]
- কী বেদনা মোর জানো [প্রেম ও প্রকৃতি-৮৭] 
	[তথ্য]
- কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও [প্রকৃতি-২] 
	[তথ্য]
- কূল থেকে মোর গানের তরী  দিলেম খুলে [পূজা-১৬ ] 
	[তথ্য]
- কে আমারে যেন এনেছে ডাকিয়া [প্রেম-১৮৮] 
	[তথ্য]
- কে বলে যাও যাও[প্রেম-১৭২]   
	[তথ্য]
- কে যেতেছিস, আয় রে হেথা [প্রেম ও প্রকৃতি ৪৮] 
	[তথ্য]
- কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। [পূজা-৫১
	[তথ্য
- কেন যে মন ভোলে [বিচিত্র-১৮] 
	[তথ্য] 
	
- কেন রে এতই যাবার ত্বরা [প্রেম-১৬৯ 
	[তথ্য  
	]  
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা [নাট্যগীতি-১৩২] 
	[তথ্য]
- কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে [বিচিত্র  -১০৫]
	[[তথ্য]
- কোন্ খেপা শ্রাবণ ছুটে এল [প্রকৃতি-১৫৫] 
	[তথ্য]
- কোন্ খেলা যে খেলব কখন্   [পূজা-৫৮৯]
     [তথ্য]
- কোন্ গহন অরণ্যে তারে [প্রেম-২৬৮ ]
	[তথ্য]
- কোন্ ভীরুকে ভয় দেখাবি [পূজা ও প্রার্থনা-৮০]
		[তথ্য]
- কোন্ সুদূর হতে আমার মনোমাঝে [বিচিত্র-৩৫] 
	[তথ্য]
- কোন্ সে ঝড়ের ভুল [প্রেম-২০৭ 
	[তথ্য]
- কোলাহল তো বারণ হল   [পূজা-৩৬১
    [তথ্য]
- ক্লান্ত যখন আম্রকলির কাল [প্রকৃতি-২৫০] 
	[তথ্য]
- ক্লান্তি  আমার  ক্ষমা  করো  প্রভু [পূজা-১৫৭]  
     [তথ্য]
- খেলাঘর বাঁধতে লেগেছি [বিচিত্র-২৬]   
	[তথ্য  
	]
- খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে [স্বদেশ-৪৫] 
  [তথ]
- গগনে গগনে আপনার মনে কী খেলা তব [প্রকৃতি ৯১] 
   [তথ্য  
	]
- গগনে গগনে ধায় হাঁকি [বিচিত্রা -৫২][তাসের দেশ]    
  [তথ্য]
- গহন রাতে শ্রাবণধারা [প্রকৃতি-৪৭] 
	[তথ্য]
- গান আমার যায় ভেসে যায়   [প্রেম-১৬] 
	[তথ্য]
- গানে গানে তব বন্ধন যাক টুটে  [পূজা-১০]  
    [তথ্য
- গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে [পূজা-৩০ 
	[তথ্য
- গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি [পূজা-২৬]       
    [তথ্য
- গানের ভেলায় বেলা অবেলায় [প্রেম-২০] 
	[তথ্য]
- গাব  তোমার  সুরে [পূজা-৯৭]
  [তথ্য
- গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা [প্রেম-১০৯ 
   [তথ্য  ]
- ঘরেতে ভ্রমর এলো গুন্গুনিয়ে [প্রেম -৩২৬, তাসের দেশ]   
	[তথ্য
- চরণরেখা তব যে পথে দিলে লেখি  [প্রকৃতি-২৩৩, প্রেম ও প্রকৃতি-৭৬]
	[তথ্য]
- চলো নিয়ম মতে  [নাট্যগীতি-১২৩, তাসের দেশ]
	[তথ্য
- চাঁদের হাসির বাঁধ ভেঙেছে [প্রেম-৯৪]
    [[তথ্য]
- চোখ যে ওদের ছুটে চলে গো [বিচিত্র ৭৪] 
	[তথ্য]
- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহি  রে [পূজা-২৫৩]  
	  [তথ্য
	
- ছি ছি , চোখের জলে ভেজাস নে আর মাটি [স্বদেশ-৩০]
   [তথ্য
- ছুটির বাঁশি বাজল যে   [প্রেম-২৩] 
	[তথ্য]
- জয়যাত্রায় যাও গো [প্রেম-৭৮]
	[তথ্য]
- জাগো হে রুদ্র, জাগ [পূজা-২৩৬]
    [তথ]
- জানি গো, 	দিন যাবে এ দিন যাবে [পূজা-৫৯৪] 
	[তথ্য]
- জানি জানি তোমার প্রেমে [পূজা-৫৫২] 
	[তথ্য]
- জানি তুমি ফিরে আসিবে আবার জানি [প্রেম-১৭৮]   
	[তথ্য]
- জানি তোমার অজানা নাহি [প্রেম-৭৪] 
	[তথ্য]
- জানি নাই গো সাধন তোমার বলে কা  রে   [পূজা-২৯১
	[তথ্য]
- জীবন আমার চলছে যেমন [বিচিত্র-৪৩] 
	[তথ্য]
- জীবন যখন ছিল ফুলের মতো [পূজা-২৫৮]  
  	[তথ্য]
- ঝর ঝর রক্ত ঝরে [নাট্যগীতি-৪৯] 
	[তথ্য]
- ঝরা পাতা গো [প্রকৃতি-২৮৩] 
	[তথ্য]
- ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না [প্রকৃতি-২৫৮] 
	[তথ্য]
- ডাকব না, ডাকব না [প্রেম-১৮৩
      [[তথ্য]
- ডাকিল মোরে জাগার সাথি [পূজা-৫২৯]  
	  [তথ্য]
- ডেকো না আমারে,ডেকো না [প্রেম-২০৪] 
	[তথ্য]
- তপস্বিনী হে ধরণী [প্রকৃতি-২৪] 
	[তথ্য]
- তপের পাপের বাঁধন কাটুক [প্রকৃতি-৮৯]  
	[তথ্য]
- তব  সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে [পূজা-২৯৫]  
	  [তথ্য
- তবু মনে রেখো   [প্রেম-১৫১   
	[তথ্য] 
	[ভিন্ন ছন্দে সুরান্তর]
- তরীতে পা দিই নি আমি [বিচিত্র-৩২] 
	[তথ্য]
- তরুণ প্রাতের অরুণ আকাশ [প্রেম ও প্রকৃতি ৬৩] 
	[তথ্য]
- তাই তোমার  আনন্দ আমার 'পর  [পূজা-২৯৪]
    [তথ্য
- তার বিদায়বেলার মালাখানি [প্রেম-২৮৫]  
	[তথ্য]
- তার হাতে ছিল হাসির ফুলের হার [প্রেম-২৪৫] 
	[তথ্য]
- তুই ফেলে এসেছিস কারে  [প্রেম-৩০৭] 
	[তথ্য]
- তুমি আছ কোন্ পাড়া? [নাট্যগীতি-৩০] 
	[তথ্য]
- তুমি আমায় ডেকেছিলে [প্রেম-২৮৮] 
	[তথ্য]
- তুমি উষার সোনার বিন্দু [বিচিত্র-৯১] 
	[তথ্য]
- তুমি  একটু কেবল বসতে দিয়ো কাছে [প্রেম-৯৫ 
	[তথ্য  
	]
- তুমি এপার ওপার কর কে গো [পূজা-১৪৭]
	[তথ্য]
- তুমি  এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০]  
	  [তথ্য]
- তুমি কোন্ পথে যে এলে [প্রকৃতি-২৫৫] 
	[তথ্য]
- তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে। [পূজা-৬১
	 [তথ্য
- তুমি জানো , ওগো অন্তর্যামী  [পূজা-২৪৪]   
	[তথ্য
- তুমি  ডাক দিয়েছ কোন্ সকালে [পূজা-১৬১]  
     [তথ্য]
- তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া [পূজা-১৫০] 
	[তথ্য]
- তুমি যে এসেছ মোর ভবনে [পূজা-৭৬]
    [তথ্য]
- তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে। [পূজা-৭৭]
  [তথ্য
- তুমি  যে  সুরের  আগুন  লাগিয়ে  দিলে  মোর  প্রাণে [ পূজা-৬] 
	[তথ্য
- তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে আসা ধন  [পূজা-৫৭১] 
	[তথ্য]
- তোমরা যা বলো তাই বলো [প্রকৃতি-১৫৪]  
	[তথ্য]
- তোমায় গান শোনাব [প্রেম-৬] 
	[তথ্য]
- তোমার  আনন্দ ওই এল দ্বারে   [পূজা-৩১৩, আনুষ্ঠানিক ২১     
	[তথ্য
- তোমার  আসন পাতব কোথায় হে অতিথি  [প্রকৃতি-২৩৫]  
	[তথ্য]
- তোমার আসন শূন্য আজি[বিচিত্র-৩৯] 
	[তথ্য]
- তোমার  কাছে  এ  বর  মাগি [পূজা-১৭। 
	[তথ্য ]
- তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে   [পূজা-২৪৫]
	[তথ্য]
- তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই [পূজা-২৪৩]  
	[তথ্য]
- তোমার নয়ন আমায় বারে বা  রে। [পূজা-৮]  
	  [তথ্য]
- তোমার নাম জানি নে, সুর জানি [প্রকৃতি-১৬৩]
	[তথ্য  
	
- তোমার পায়ের তলায় [প্রেম-৯৯, তাসের দেশ]
  [তথ্য
- তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি [পূজা-১৩২]  
  [তথ্য]
- তোমার বীণায় গান ছিল [প্রেম-২৪৪] 
	[তথ্য]
- তোমার শেষের গানের রেশ নিয়ে   [প্রেম-২৫] 
	[তথ্য]
- তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও   [পূজা-৩৮]   
    [তথ্য]
- তোমার  সুরের  ধারা  ঝরে  যেথায়  তারি  পারে [পূজা-৩]     
	[তথ্য] 
	
- তোমার হাতের রাখীখানি [পূজা-৩৪৩]  
	[তথ্য
- তোমারি  ঝরনাতলার নির্জনে [পূজা-১৫]  
 	[তথ্য]
- তোর ভিতরে জাগিয়া কে   যে [পূজা-১৪৯]  
  [তথ্য
- তোর  শিকল আমায় বিকল করবে না  [পূজা-১৯৮] 
 	 [তথ্য]
- তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪] 
	[তথ্য]
- থাকতে আর তো পারলি নে মা [নাট্যগীতি-৫১] 
	[তথ্য]
- দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না [বিচিত্র-৩১]  
	[তথ্য]
- দিনের পরে দিন যে গেল [প্রেম-২৬০] 
	[তথ্য]
- দুঃখের তিমিরে যদি জ্বলে তব ম ঙ্গল  -আলোক [পূজা-১৯৩]  
  [তথ্য]
- দুজনে দেখা হল [প্রেম ও প্রকৃতি ৩২] 
	[তথ্য]
- দূরদেশী সেই রাখাল ছেলে। [বিচিত্র-৮৫]
	[তথ্য]
	
- দূরের বন্ধু সুরের দূতীরে পাঠালো [প্রেম-৩১৮] 
	[তথ্য]
- দে পড়ে দে আমায় তোরা   [প্রেম-৭১] 
	[তথ্য]  
	
- দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় [পূজা-৩৪৬]  
	[তথ্য]
- দেখব কে তোর কাছে আসে [নাট্যগীতি-৬৯] 
	[তথ্য]
- দেখা না-দেখায় মেশা [বিচিত্র-৯০] 
	[তথ্য]
- দেখে যা, দেখে যা [প্রেম-৩৭৭]   
	[তথ্য]
- দেখো দেখো, দেখো, শুকতারা [প্রকৃতি-১৫৯] 
	[তথ্য]
- দৈবে তুমি কখন নেশায় পেয়ে [প্রেম-২৩৮]   
	[তথ্য]
- দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা [প্রকৃতি-১৯৪] 
	[তথ্য]
- দ্বারে কেন দিলে নাড়া [প্রেম-৩৪৬] 
	[তথ্য]
- ধরণী, দূরে 	চেয়ে [প্রকৃতি-১০২] 
	[তথ্য]
- ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি  [প্রেম-৫৪] 
	[তথ্য]
- নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি [পূজা-২৬২]
	[তথ্য
- নমো, নমো, নমো । তুমি ক্ষুধার্তজন-শরণ্য   [প্রকৃতি-১৭৫] 
	[তথ্য]
- নমো, নমো, নমো নমো, তুমি সুন্দরতম [প্রকৃতি-২৩৪] 
	[তথ্য]
- নমো নমো, নমো নমো। নির্দয় অতি [প্রকৃতি-১৮৬] 
	[তথ্য]
- নমো   যন্ত্র, নমো [বিচিত্র-৭৯] 
	[তথ্য]
- নয়ন ছেড়ে  গেলে চলে, এলে সকল-মাঝে [পূজা-৩৮৫]
	  [  তথ্য
- না গো, 	এই যে ধুলা [বিচিত্র-৪২] 
	[তথ্য]
- না চাহিলে যারে পাওয়া যায় [প্রেম-২৬১   
	তথ্য  
	]
- না, না , গো না, কোরো না ভাবনা [প্রেম-১০৩ 
	[তথ্য]
- না বলে যায় পাছে সে [প্রেম-১৪৮]
	[তথ্য]
- না বলে যেয়ো না চলে [প্রেম-৮৩ 
	[তথ্য  
	]
- নাই নাই নাই যে বাকি [প্রেম-২৯২] 
	[তথ্য]
- নাই বা ডাকো রইব তোমার দ্বারে [পূজা-১৪২] 
	[তথ্য]
- নাই যদি বা এলে তুমি [ প্রেম-২৬৫   
	[তথ্য]
- নাহয় তোমার যা হয়েছে [বিচিত্র-৫৬] 
	[তথ্য]
- 
নিশা-অবসানে কে দিল গোপনে আনি [পূজা-১৩৫]
	[তথ্য]
- নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে [পূজা-২৭১]  
	[তথ্য]
- নিশিদিন ভরসা রাখিস  [স্বদেশ-৬]   
	[তথ্য
- নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও [প্রেম-১২৫ 
	[তথ্য  
	]
- নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় [ প্রকৃতি-৫৫   
	[তথ্য]
- নীল আকাশের কোণে কোণে [প্রকৃতি-২৬০] 
	[তথ্য  
	]
- নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল [প্রকৃতি-২৬২] 
	[তথ্য]
- পথিক পরান্ চল্ চল্ [প্রেম-৩০৬] 
	[তথ্য]
- পথিক মেঘের দল জোটে ওই [প্রকৃতি-৫৭] 
	[তথ্য]
- পাখি আমার নীড়ের পাখি   [প্রেম-২২] 
	[তথ্য]
- পাগলা 	হাওয়ার বাদল-দিনে [প্রকৃতি-১৩৭] 
	[তথ্য]
- পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে [পূজা-৯৬] 
	  [তথ্য]
- পান্থ তুমি, পান্থজনের সখা হে   [পূজা-৫৬৪] 
	[তথ্য]
- পিণাকেতে লাগে টঙ্কার [পূজা-২৩৭]  
	[তথ্য
- পুরাতনকে বিদায় দিলে না যে [প্রকৃত-২৫৭] 
	[তথ্য]
- পুরানো জানিয়া চেয়ো না আমারে   [প্রেম-৭৫] 
	[তথ্য]
- পূর্ণচাঁদের মায়ায় আজি [প্রকৃতি-৬] 
	[তথ্য]
- পূর্বগগনভাগে  দীপ্ত হইল সুপ্রভাত [পূজা-২৬৫]  
	[তথ্য
	
- পৌষ তোদের ডাক দিয়েছে [প্রকৃতি-১৭৯] 
	[তথ্য]
- প্রখর তপনতাপে [প্রকৃতি-১৮] 
	[তথ্য]
- প্রথম যুগের উদয়দিগঙ্গনে 
	[তথ্য] 
	
- প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে [প্রেম-২৬৪] 
	[তথ্য]
- প্রভু, বলো বলো কবে। [পূজা-৫৫]
  [তথ্য  ]
- প্রলয় নাচন নাচলে যখন [বিচিত্র-৪] 
	[তথ্য]
- প্রাঙ্গণে মোর শিরীষশাখায় [বিচিত্র-৮১] 
	[তথ্য]
- প্রাণ  ভরিয়ে  তৃষা  হরিয়ে [পূজা-১০৯]  
	[তথ্য]
- প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে [পূজা-২৩৮]
  [তথ্য]
- প্রিয়ে, তোমার ঢেঁকি হলে [নাট্যগীতি-২৫] 
	[তথ্য]
- ফল ফলাবার  	আশা [প্রকৃতি-২১৫] 
	[তথ্য]
- ফাগুন হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে [প্রকৃতি-২৮২]  
	[তথ্য]
- ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান [প্রকৃতি-২৪১] 
	[তথ্য]
- ফাগুনের শুরু হতেই শুকনো পাতা [প্রকৃতি-২৬৪] 
	[তথ্য]
- ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে 
	[তথ্য]
- ফিরে ফিরে আমায় মিছে [বিচিত্র-৬১] 
	[তথ্য]
- ফিরে ফিরে ডাক্ দেখি রে [প্রেম-২৬৩] 
	[তথ্য]
- ফুরালো ফুরালো এবার [বিচিত্র-৬২] 
	[তথ্য]
- বঁধু, তোমায় করব রাজা তরুতলে [প্রেম-৩৬৮] 
	[তথ্য]
- বকুলগন্ধে বন্যা এল [প্রকৃতি-২৩৮] 
	[তথ্য]
- বজ্রমাণিক দিয়ে গাঁথা [প্রকৃতি-৫৮] 
	[তথ্য]
- বলো সখী, বল  [প্রেম-২১৬][তাসের দেশ]   
	[তথ্য]
- বসন্তে ফুল গাঁথল [প্রকৃতি-২০৯] 
	[তথ্য]
- বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক [প্রকৃতি-২৪৮] 
	[তথ্য]
- বাঁচান বাঁচি, মারেন মরি [পূজা-৪৫৪]
	[তথ্য
- বাকি আমি রাখব না [প্রকৃতি-২১৪] 
	[তথ্য]
- বাদল-দিনের প্রথম কদম ফুল [প্রকৃতি-১২৬] 
	[তথ্য]
- বাদল-ধারা হল সারা [প্রকৃতি-৭৭] 
	[তথ্য]
- বাদল-মেঘে মাদল বাজে [প্রকৃত-৩৭] 
	[তথ্য]
- বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে [পূজা-২৫৯]  
    [তথ্য]
- বারে বারে পেয়েছি যে তারে [পূজা-৩৮৮]  
	[তথ্য
- বাঁশি আমি বাজাই নি কি   [প্রেম-২৪] 
	[তথ্য]
- বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল হানবে কি [পূজা-২০০]  
    [তথ্য
- বিজয়মালা এনো [প্রেম-৭৯, তাসের দেশ]
    [তথ্য]
- বিদায় যখন চাইবে তুমি [প্রকৃতি-২২৭] 
	[তথ্য]
- বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান  [স্বদেশ-৪৪]
     [তথ্য]
- বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দিই ফাঁকি [পূজা-১৮৭]
    [তথ্য]
- বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে [প্রকৃতি-৭৬] 
	[তথ্য]
- বৈশাখ হে, মৌনী তাপস [প্রকৃতি-২০] 
	[তথ্য]
- বৈশাখের এই ভোরের হাওয়া [প্রকৃতি-১৯] 
	[তথ্য]
- ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে  [স্বদেশ-৪২]   
	[তথ্য
- ভরা থাক্ স্মৃতিসুধায় [প্রেম-২৩৯] 
	[তথ্য]
- ভাঙলো হাসির বাঁধ [প্রকৃতি-২২১] 
	[তথ্য]
- ভালোবাসি ভালোবাসি [প্রেম-১২৯]   
	[তথ্য] 
	
- ভালো মানুষ নই রে মোরা [বিচিত্র-১১৪] 
	[তথ্য]
- ভুলে যাই থেকে থেকে [পূজা-৭২]
	[তথ্য]
- ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। [পূজা-৫৮]
	[[তথ্য]।
- ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়   [পূজা-৩৭৩]
     [তথ্য]
- ভেবেছিলেম আসবে ফিরে [প্রকৃতি-৪৯] 
	[তথ্য]
- মধুর তোমার শেষ যে না পাই [পূজা-৬০৪ 
	[তথ্য  
	]
- মন রে ওরে মন [পূজা-  ৫৫৬]
	[[তথ্য]
- মনে হল যেন পেরিয়ে এলেম [প্রকৃতি-১১৫, প্রেম ও প্রকৃতি-৮৫] 
	[তথ্য]
- মনের মধ্যে নিরবধি [পূজা ও প্রার্থনা -৭৬] 
	[তথ্য]
- মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২] 
	[তথ্য]
- মরি লো মরি, আমায়   [প্রেম-৫৯] 
	[তথ্য]
- মরুবিজয়ের কেতন উড়াও [আনুষ্ঠানিক-১২] 
	[তথ্য]
- মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছে  লে  [স্বদেশ-২৯]  
	[তথ্য
- মাঝে মাঝে তব দেখা পাই [ পূজা-৩৯৪, পূজা ও প্রার্থনা-৬৮, আখরযুক্ত]  
	[তথ্য]
- মাটির বুকের মাঝে বন্দী যে জল [বিচিত্র-৯৫] 
	[তথ্য] 
	
- মাধবী হঠাৎ কোথা হতে [প্রকৃতি-২৬১] 
	[তথ্য]
- মালা হতে খসে-পড়া ফুলের একটি দল [পূজা-৪১]     
     [তথ্য]
- মুখখানি কর মলিন [প্রেম-১৬৪ 
	[তথ্য  
	]
- মেঘের কোলে কোলে যায় রে চলে [প্রকৃতি-৬১] 
	[তথ্য]
- মেঘের কোলে রোদ হেসেছে [প্রকৃতি-১৪২] 
	[তথ্য]
- মোদের কিছু নাই রে [বিচিত্র ১২১] 
	[তথ্য]
- মোদের যেমন খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] 
	[তথ্য]
- মোরপ্রভাতের এই প্রথম খনের কুসুমখানি [পূজা-৪০ ]     
	  [তথ্য] 
	
- মোর স্বপন-তরীর কে তুই নেয়ে [প্রেম-১২৮]
	[তথ্য]
- মোর  হৃদয়ের  গোপন  বিজন  ঘরে  [পূজা-৩৯]    
	  [তথ্য]
- মোরা চলব না [নাট্যগীতি-৯৫] 
	[তথ্য]
- মোরা ভাঙব তাপস, ভাঙব [প্রকৃতি-১৮৪] 
	[তথ্য]
- যখন তোমায় আঘাত করি তখন চিনি। [পূজা-২০৩]  
    [তথ্য]
- যখন পড়বে না মোর পায়ের চিহ্ন [বিচিত্র-১৩] 
	[তথ্য] 
	
- যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে  [পূজা-২৮]
	[তথ্য]
- যদি আমায় তুমি বাঁচাও  [পূজা-৮০] 
	[তথ্য]
- যদি তোর ডাক শুনে কেউ না আসে [স্বদেশ-৩]   
	[তথ্য
- যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না [স্বদেশ-২৮]    
	[  তথ্য]
- যদি হল যাবার ক্ষণ [প্রেম-১৭৪]
	[তথ্য]
- যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭] 
	[তথ্য  
	]
- যা পেয়েছি প্রথম দিনে 	[পূজা-৫৮৪] 
	[তথ্য]
- যাই যাই, ছেড়ে দাও [প্রেম ও প্রকৃতি 	৪২] 
	[তথ্য]
- যাত্রী আমি ওরে 	[পূজা ও প্রার্থনা-৭২] 
	[তথ্য]
- যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই [বিচিত্র -৯৯, তাসের দেশ]  
  [তথ্য]
- যারে   নিজে তুমি ভাসিয়েছিলে [পূজা-১৯৬]  
  [তথ্য]
- যিনি সকল কাজের কাজী।[পূজা-৮১]
    [তথ্য]
- যে  আমি ওই ভেসে চলে [বিচিত্র-৩০]  
	[তথ্য
- যে কেবল পালিয়ে বেড়ায় [বিচিত্র-৮৩] 
	[তথ্য]
- যে ছায়ারে ধরব বলে [প্রেম-৪] 
	[তথ্য]
- যে ছিল আমার স্বপনচারিণী [প্রেম-২০৫] 
	[তথ্য]
- যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না  মা [স্বদেশ-২৫] 
	[তথ্য] 
	
- যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু [স্বদেশ-২৬]    
	[তথ্য]
- যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭] 
	[তথ্য]
- যে দিন সকল মুকুল [প্রেম-৩০৮] 
	[তথ্য]
- যে  রাতে  মোর  দুয়ারগুলি  ভাঙল  ঝড়ে [পূজা-২২০]  
    [তথ্য
	
- যেতে যদি হয় হবে [পূজা-৬১৪]
	[তথ্য] 
	
- যেথায় তোমার লুট হতেছে ভুবন [পূজা-৩৬২]
	[তথ]  
	
- যেথায় থাকে সবার অধম [পূজা-৪৯০]
	[তথ্য]
- রইল বলে রাখলে কারে   [স্বদেশ-৩৬]
	  [  তথ্য]
- রাঙিয়ে দিয়ে যাও গো এবার  [বিচিত্র-১৬ শাপমোচন ]  
	  [তথ্য
- রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে [প্রেম-৭২] 
	[তথ্য]
- লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২  
	  [তথ্য] 
	[ভিন্নছন্দ, সুরান্তর]
- লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি [প্রেম-২৭৯] 
	[তথ্য]
- লুকালে ব'লেই খুঁজে বাহির করা [প্রেম-৩২৫
	[তথ্য]
- শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি [প্রকৃতি-১৫৩] 
	[তথ্য]
- শিউলি ফুল, শিউলি ফুল [প্রকৃতি-১৪৭]
	[তথ্য]
- শিউলি-ফোটা ফুরোলো যেই [প্রকৃতি-১৭৭]
	[তথ্য]
- শীতের হাওয়ায় লাগলো নাচন [প্রকৃতি-১৭৬] 
	[তথ্য]
- শুকনো পাতা কে যে ছড়ায় [প্রকৃতি-২২৪] 
	[তথ্য]
- শুষ্কতাপের দৈত্যপুরে [প্রকৃতি-২১] 
	[তথ্য]
- শেষ গানেরই রেশ নিয়ে যাও চল [প্রকৃতি-১৩২] 
	[তথ্য]
- শ্যামল শোভন শ্রাবণ [প্রকৃতি-৮৭] 
	[তথ্য]
- শ্রাবণ  মেঘের আধেক দুয়ার ওই খোলা [প্রকৃতি-৭০] 
	[তথ্য]
- শ্রাবণের ধারার  মতো  পড়ুক  ঝরে [পূজা-৯৮]  
  [তথ্য
- সকরুণ  বেণু  বাজায়ে  কে  যায়   [প্রেম-২৪৯ ]  
	[তথ্য]
- সকলকলুষতামসহর, জয় হোক তব জয় [পূজা-৩৭৭
	  [তথ্য]
- সকালবেলার আলোয় বাজে [প্রেম-১৬৬ 
	[তথ্য  
	]  
- সখা, সাধিতে সাধাতে কত সুখ [নাট্যগীতি-৩৮] 
	[তথ্য]
- সখী, তোরা দেখে যা [প্রেম-১৯৯] 
	[তথ্য]
- সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায়  [প্রেম-৬১] 
	[তথ্য]
- সঙ্কোচের বিহ্বলতা নিজের অপমান  [স্বদেশ-১১]  
	[[তথ্য
- সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮] 
	[তথ্য]  
	
- সবার সাথে চলতেছিল   [প্রেম-৩০] 
	[তথ্য]
- সভায়  তোমার  থাকি  সবার  শাসন [পূজা-৮৮]
	  [তথ্য]
- সময় কারো যে নাই   [প্রেম-১৭] 
	[তথ্য]
- সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি   [পূজা-১৮৯]
     [তথ্য]
- সহসাডালপালা তোর উতলা যে  [প্রকৃতি-২১৯] 
	[তথ্য] 
	
- সাধ ক'রে 	কেন, সখা [নাট্যগীতি-২৮] 
	[তথ্য]
- সারা নিশি ছিলেম শুয়ে   [প্রকৃতি-১৫৮] 
	[তথ্য]
- সার্থক কর  সাধন [পূজা-১২৭]  
  [তথ্য  ]
- সুখে  আমায়  রাখবে  কেন [পূজা-২১৬]   
  [তথ্য
- সুখের মাঝে তোমায় দেখেছি   [পূজা ও প্রার্থনা-৭৪] 
	[তথ্য]
- সুনীল সাগরের শ্যামল কিনারে [প্রেম-৩৮] 
	[তথ্য]  
	
- সুর  ভুলে  যেই  ঘুরে  বেড়াই  কেবল  কাজে  [পূজা-২৫]  
	  [ তথ্য]
- সুরের গুরু দাও গো সুরের দীক্ষা [পূজা -২]
	[তথ্য]
- সে আমার গোপন কথা [প্রেম-১১৭] 
	[তথ্য]
- সে আসে ধীরে [প্রেম-১৪০ 
	[তথ্য  
	]
- সে কি ভাবে গোপন রবে [প্রকৃতি-২২০] 
	[তথ্য]
- সে কোন পাগল যায় [বিচিত্র-১০৮] 
	[তথ্য 
	]
- সে কোন্ বনের হরিণ [বিচিত্র-৫৭] 
	[তথ্য]
- সে দিনে আপদ আমার যাবে কেটে। [পূজা-৪৯]
	  [তথ্য
- সে যে বাহির হল জানি   [প্রেম-২৮৯]  
	[তথ্য
- সে যে মনের মানুষ বসিয়ে রাখিস [পূজা-৫৪৮] 
	[তথ্য  
	]  
- সেই ভালো সেই ভালো [প্রেম-১৯০] 
	[তথ্য] 
	
- স্বপন-পারের ডাক শুনেছি [বিচিত্র-২২] 
	[তথ্য]
- হরি, তোমায় ডাকি   [পূজা ও প্রার্থনা-৩৭] 
	[তথ্য]
- হাটের ধুলা সয় না যে আর [বিচিত্র-২০] 
	[তথ্য]
- হার-মানা হার পরাব তোমার গলে [পূজা-২৪৭
	  [তথ্য
	
- হিংসায় উন্মত্ত পৃথ্বী [পূজা-৪০৬]   
	[তথ্য]
- হিমের রাতে ওই গগনের দীপগুলিরে [প্রকৃতি ১৭১] 
	[তথ্য  
	
- হৃদয় আমার, ওই বুঝি তোর [প্রকৃতি-১৩, প্রেম ও প্রকৃতি ৬৬] 
	[তথ্য]
- হৃদয়ের এ কূল, ও কূল [প্রেম-৮২ 
	[তথ্য  
	]  
- হে আকাশবিহারী-নীরদবাহন জল [বিচিত্র-৮২] 
	[তথ্য]
- হে নবীনা [প্রেম-৯৭, [তাসের দেশ]  
	[তথ্য]  
	
- হে মাধবী, 	দ্বিধা কেন [প্রকৃতি-২৪৩] 
	[তথ্য] 
	
- হে মোর চিত্ত  ,পুণ্য তীর্থে জাগো রে ধীরে     [স্বদেশ-১৫]  
	তথ্য]
- হেমন্তে কোন্ বসন্তেরই বাণী [প্রকৃতি-১৭৩] 
	[তথ্য  
	]
- হেলা ফেলা সারা বেলা [প্রেম-৩০১] 
	[তথ্য]
- হ্যাদে গো নন্দরানী [বিচিত্র-৮৮] 
	[তথ্য]