বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
গহন রাতে
শ্রাবণধারা পড়িছে ঝরে
পাঠ ও পাঠভেদ:
গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,
কেন গো মিছে জাগাবে ওরে॥
এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা
জলের রেখা,
না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে॥
নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে
মনের কথা শয়নদ্বারে।
নাহয় রেখো মালতীকলি শিথিল কেশে
নীরবে এসে,
নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।
কেন গো মিছে জাগাবে ওরে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: স্বরবিতান একত্রিশ খণ্ড থেকে জানা যায়- গানটি প্রথম প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতন পত্রিকার 'শ্রাবণ ১৩৩২ বঙ্গাব্দ' সংখ্যায়। ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথ আষাঢ় মাসে রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ২ মাস।
স্বরবিতান ৩২ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৬ বঙ্গাব্দের পৌষ মাসে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত হয়েছিল। এরপরের প্রথম সংস্করণ হয় শ্রাবণ ১৩৬০ বঙ্গাব্দে। এই সংস্করণেও এই স্বরলিপি ছিল। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি সুরান্তর হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য এই সংস্করণটির সম্পাদনা করেছিলেন অনাদিকুমার দস্তিদার।
[দিনেন্দ্রনাথ
ঠাকুরের জীবনী]
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডে (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
[ দাদরা নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।