প্রবাহিনী

রবীন্দ্রসঙ্গীতের সংকলন। ১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে করুণাবিন্দু বিশ্বাস কর্তৃক ১০ কর্নওয়ালিস স্ট্রিট কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির সূচনায় রবীন্দ্রনাথ লিখেছিলেন

['প্রবাহিনীতে যে সমস্ত রচনা প্রকাশ করা হইল তাহার সবগুলিই গান, সুরে বসানো। এই কারণে কোনো কোনো পদে ছন্দের বাঁধন নাই। তৎসত্ত্বেও এগুলিকে গীতিকাব্যরূপে পড়া যাইতে পারে বলিয়া আমার বিশ্বাস।']
প্রবাহিনীর অধিকাংশ গানই ১৩২১ পৌষ থেকে ১৩৩১ পৌষের মধ্যবর্তী সময়ে রচিত হয়েছিল। এই গ্রন্থে মোট ২১৫টি গান ৬টি পর্বে বিভাজিত করে প্রকাশ করা হয়েছিল। এই ভাগগুলি হলো
গীতগান, প্রত্যাশা, পূজা, অবসান, বিবিধ, ঋতুচক্র।
এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৪০২ বঙ্গাব্দে। এই সংস্করণের পরিশিষ্টে কিছু গান সংযোজিত হয়েছিল।

নিচে প্রথম সংস্করণের ( অগ্রহায়ণ, ১৩৩২) গৃহীত গানগুলোর বিষয়ভিত্তিক তালিকা দেওয়া হলো।

গীতগান: গান সংখ্যা ৩৫
১. আকাশ হতে আকাশ-পথে [বিচিত্র-৩৬] [তথ্য] [নমুনা]
২. কোন্ সুদূর হতে আমার মনোমাঝে [বিচিত্র-৩৫] [তথ্য] [নমুনা]
৩. এই তো ভালো লেগেছিল [বিচিত্র-১৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
৪.আকাশভরা সূর্য-তারা [প্রকৃতি-৮] [তথ্য] [নমুনা]
৫. তোমার নয়ন আমায় বারে বারে।[পূজা-৮] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
৬. তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে।[পূজা-৬১] তথ্য] [নমুনা]
৭. তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে [পূজা-৩] [তথ্য] [নমুনা]
৮. গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে [পূজা-২৪] [তথ্য] [নমুনা]
৯. গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি [পূজা-২৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ] [শেষাংশ]
১০. গানের ভেলায় বেলা অবেলায় [প্রেম-২০] [তথ্য] [নমুনা]
১১. আমার যে গান তোমার পরশ পাবে [পূজা-২৯] [তথ্য] [নমুনা]
১২. ওরে আমার হৃদয় আমার [প্রেম-৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
১৩. খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী [পূজা-২৭] [তথ্য] [নমুনা]
১৪. কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে [পূজা-১৬] [তথ্য] [নমুনা: [প্রথমাংশ, শেষাংশ]
১৫.যায় নিয়ে যায় আমায় আপন [প্রেম-১৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
১৬. যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে [পূজা-২৮] [তথ্য] [নমুনা]
১৭. আমি কান পেতে রই [পূজা-৫৪৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ] [শেষাংশ]
১৮. গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে [পূজা-৩০] [তথ্য] [নমুনা]
১৯.আমার সুরে লাগে তোমার হাসি। [পূজা-১১] [তথ্য] [নমুনা]
২০.আমার মনের মাঝে যে গান বাজে [প্রেম-২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
২১. আমার একটি কথা বাঁশি জানে [প্রেম-২৯৪] [তথ্য] [নমুনা]
২২. গানগুলি মোর শৈবালেরই দল [প্রেম-৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
২৩.কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা [পূজা-১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
২৪. সময় কারো যে নাই [প্রেম-১৭] [তথ্য] [নমুনা]
২৫. আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে [প্রেম-১৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
২৬. আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। [পূজা-৫] [তথ্য] [নমুনা]
২৭. সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে [পূজা-২৫] [তথ্য] [নমুনা]
২৮. নিদ্রাহারা রাতের এ গান [প্রেম-১২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
২৯. পাছে সুর ভুলি এই ভয় হয়[প্রেম-২৭] [তথ্য] [নমুনা]
৩০. আমি আছি তোমার সভার দুয়ার-দেশ [পূজা-৫৯৭] [তথ্য] [নমুনা]
৩১. আসা-যাওয়ার পথের ধারে [প্রেম-১৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
৩২.এই কথাটি মনে রেখো [প্রেম-১৮] [তথ্য] [নমুনা]
৩৩. পূর্বাচলের পানে তাকাই [প্রকৃতি-২৫৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
৩৪. কণ্ঠে নিলেম গান,আমার শেষ পারানির কড়ি [পূজা-৩১] [তথ্য] [নমুননা]
৩৫. আমার ঢালা গানের ধারা [পূজা-৩২] [তথ্য] [নমুনা]

প্রত্যাশা : গান সংখ্যা ৩৩

১. তোর গোপন প্রাণে একলা মানুষ [বিচিত্র-২৭] [তথ্য] [নমুনা]
২.
খেলাঘর বাঁধতে লেগেছি [বিচিত্র-২৬] [তথ্য] [নমুনা]

. দুয়ার মোর পথপাশে [বিচিত্র-৫৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৪. অনেক পাওয়ার মাঝে মাঝে [প্রেম-১০০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৫. ব্যাকুল বকুলের ফুলে [প্রকৃতি-৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
৬. দূরদেশী সেই রাখাল ছেলে। [বিচিত্র-৮৫] [তথ্য] [নমুনা]

৭. কেন যে মন ভোলে [বিচিত্র-১৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৮. কেন সারাদিন ধীরে ধীরে [প্রেম-২৯৬] [তথ্য] [নমুনা]

৯. দীপ নিবে গেছে মম [প্রেম-২৮৭] [তথ্য] [নমুনা]

১০. হায় গো, ব্যথায় কথা যায় [প্রেম-২৪৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১১. সবার সাথে অজানা চলছিলো [প্রেম-৩০] [তথ্য] [নমুনা]

১২. আমি এলেম তারি দ্বারে [প্রেম-২৮৬] [তথ্য] [নমুনা]

১৩.জ্বলে নি আলো অন্ধকারে [প্রেম-২৫৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৪. মার ধ্যানেরই ধন [প্রেম-১৮৫] [তথ্য] [নমুনা]

১৫. আমার যদি বেলা যায় [প্রেম-৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৬. আমি জ্বালব না মোর বাতায়নে [পূজা-৩৪৮] [তথ্য] [নমুনা]
১৭. আমায় থাকতে দে-না আপন মনে [প্রেম-৩০৯] [তথ্য] [নমুনা]

১৮. যুগে যুগে বুঝি আমায় [প্রেম-২৫৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
১৯. আমার বেলা যে যায় [পূজা-১২] [তথ্য]
[নমুনা]
২০. আমার দিন ফুরাল [প্রকৃতি-৩৬] [তথ্য] [নমুনা]

২১. সময় আমার নাই যে বাকি (নাই নাই নাই যে বাকি) [প্রেম-২৯২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২২. এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে [পূজা-৫৬৮] [তথ্য] [নমুনা]
২৩. পাখি আমার নীড়ের পাখি [প্রেম-২২] [তথ্য] [নমুনা]

২৪. মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি [প্রকৃতি-২০৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৫. বাজো রে বাঁশরি, বাজো [নাট্যগীতি-১১১, শাপমোচন] [তথ্য] [নমুনা]

২৬. দিনশেষের রাঙা মুকুল [প্রেম-১০১] [তথ্য] [নমুনা]

২৭. এই বুঝি মোর ভোরের তারা এল [প্রেম-১৩৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

২৮. নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও [প্রেম-১২৫] [তথ্য] [নমুনা]

২৯. অশ্রুনদীর সুদূর পারে [পূজা-৫৬৬] [তথ্য] [নমুনা]
৩০. পথিক হে, ওই-যে চলে, ওই-যে চলে [পূজা-৫৬৭] [তথ্য] [নমুনা]

৩১. তরীতে পা দিই নি আমি [বিচিত্র-৩২] [তথ্য] [নমুনা

৩২. ফিরবে না তা জানি [প্রেম-২৫৯] [তথ্য] [নমুনা]

৩৩. আয় আয় রে পাগল [বিচিত্র-৩৪] [তথ্য] [নমুনা]

পূজা: গান সংখ্যা ৩০টি

১. নমি নমি চরণ [পূজা-৫০৩] [তথ্য] [নমুনা]
২. জীবনমরণের সীমানা ছাড়ায়ে। [পূজা-১৩] [তথ্য]
[নমুনা]
৩. যারা কথা দিয়ে তোমার কথা বলে। [পূজা-১৪] [তথ্য]
[নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
৪. তোমায় কিছু দেব ব'লে [পূজা-৫৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
৫.আমি তারেই খুঁজে বেড়াই [পূজা-৫৪৭] [তথ্য]
[নমুনা]
৬. আজ আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২] [তথ্য] [নমুনা]
৭. মরণের মুখে রেখে দূরে যাও দূরে [পূজা-৫৮৭] [তথ্য] [নমুনা]
৮. আমায় মুক্তি যদি দাও [পূজা-১৮৬] তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
৯.
অকারণে অকালে মোর পড়ল যখন ডাক [পূজা-৩৫১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১০. আকাশ জুড়ে শুনিনু ওই বাজে [পূজা-৩৫০] [তথ্য] [নমুনা]

১১. তোমারি ঝরনাতলার নির্জনে [পূজা-১৫] [তথ্য]
১২. তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই [পূজা-২৪৩] [
তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৩. জয় হোক, জয় হোক নব অরুণোদয় [পূজা-৩৭৫] [তথ্য] [নমুনা]

১৪.আমার হৃদয় তোমার আপন হাতের দোলে [পূজা-৫৭] [তথ্য] [নমুনা]
১৫. রজনীর শেষ তারা [পূজা-৫৮৮] [তথ্য] [নমুনা]

১৬. মায় দাও গো ব'লে। [পূজা-১৯৭] [তথ্য] [নমুনা]

১৭. বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই [পূজা-৩৪৪] [তথ্য] [নমুনা]

১৮. দিন অবসান হল [পূজা-৬০৫] [তথ্য] [নমুনা]

১৯. আজি বিজন ঘরে নিশীথরাতে। [পূজা-২০২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২০. ভুবনজোড়া আসনখানি [পূজা-৩৫২] [তথ্য] [নমুনা]

২১. তোমার হাতের রাখীখানি [পূজা-৩৪৩] [তথ্য] [নমুনা]

২২. ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। [পূজা-৫৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
২৩. তুমি একলা ঘরে ব'সে ব'সে কী সুর বাজালে [পূজা-৩৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
২৪. ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে [বিচিত্র-৫৪] [তথ্য]
[নমুনা]

২৫. যারে নিজে তুমি ভাসিয়েছিলে। [পূজা-১৯৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৬. এবার দুঃখ আমার অসীম পাথার [পূজা-১৯৫] [তথ্য] [নমুনা]

২৭. কোন্ ভীরুকে ভয় দেখাবি [পূজা ও প্রার্থনা-৮০] [তথ্য] [নমুনা]

২৮. আমার আঁধার ভালো, আলোর কাছে [পূজা-১৯৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৯. আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। [পূজা-৫৮৬] [তথ্য] [নমুনা]

৩০. জয় জয় পরমা নিষ্কৃতি হে [পূজা-৫৮৫] [তথ্য] [নমুনা]

অবসান: গান সংখ্যা ২১টি

১. কোথা হতে শুনতে যেন পাই [প্রেম-১৯৫] [তথ্য] > [নমুনা]

২. যে দিন সকল মুকুল [প্রেম-৩০৮] [তথ্য] > [নমুনা]

৩. তোমার হল শুরু, আমার হল সারা [বিচিত্র-৫৮] [তথ্য] > [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৪. তোমার শেষের গানের রেশ নিয়ে [প্রেম-২৫] [তথ্য] > [নমুনা]

৫. পথিক পরান্ চল্ চল্ [প্রেম-৩০৬] [তথ্য] [নমুনা]

৬. নাই বা এলে যদি সময় নাই [প্রেম-১৫৫] [তথ্য] > [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৭. দ্বারে কেন দিলে নাড়া [প্রেম-৩৪৬] [তথ্য] > [নমুনা]

৮. তুমি তো সেই যাবেই চ’লে [প্রেম ও প্রকৃতি ৭১] [তথ্য] > [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৯. ভরা থাক্ স্মৃতিসুধায় [প্রেম-২৩৯] [তথ্য] > [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১০. আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো [প্রেম-২৬] [তথ্য] > [নমুনা]

১১. যদি হল যাবার ক্ষণ [প্রেম-১৭৪] [তথ্য] > [নমুনা প্রথমাংশ, শেষাংশ]

১২. কেন আমায় পাগল করে যাস [প্রেম-১৭৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৩. আমার জীর্ণ পাতা যাবার বেলায় [বিচিত্র-২৮] [তথ্য] [নমুনা]

১৪. দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না [বিচিত্র-৩১] [তথ্য] [নমুনা]

১৫. আমার সকল দুখের প্রদীপ [পূজা-২০১] [তথ্য] [নমুনা]

১৬. কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় [পূজা-৬০৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৭. যখন পড়বে না মোর পায়ের চিহ্ন [বিচিত্র-১৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]

১৮. ওই বুঝি কালবৈশাখী [প্রকৃতি-১৭] [তথ্য] [নমুনা]

১৯. যে মি ওই ভেসে চলে [বিচিত্র-৩০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২০. যেতে যদি হয় হবে (যাব, যাব, যাব তবে) [পূজা-৬১৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২১. কে বলে 'যাও যাও' [প্রেম-১৭২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]

বিবিধ: গান সংখ্যা ৩৩টি

. দুই হাতে—কালের মন্দিরা [বিচিত্র-৫] [তথ্য] [নমুনা]

২. ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে [আনুষ্ঠানিক-১৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩. অবেলায় যদি এসেছ আমার বনে [প্রেম ও প্রকৃতি ৭০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

৪. আমারে বাঁধবি তোরা সেই বাঁধন [বিচিত্র-৬০] [তথ্য] [নমুনা]

৫. তার হাতে ছিল হাসির ফুলের হার [প্রেম-২৪৫] [তথ্য] [নমুনা]

৬. একলা ব'সে একে একে [প্রেম-২৮৪] [তথ্য] [নমুনা]

৭. আমি সন্ধ্যাদীপের শিখা [বিচিত্র-৯৬] [তথ্য] [নমুনা]

৮. মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে [বিচিত্র-৯৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৯. আজ তারায় তারায় দীপ্ত শিখার [বিচিত্র-৭৭] [তথ্য] [নমুনা]।

১০. মাটির বুকের মাঝে বন্দী যে জল [বিচিত্র-৯৫] [তথ্য] [নমুনা]।

১১. অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। >[আনুষ্ঠানিক-১৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১২. যে কাঁদনে হিয়া কাঁদিছে [বিচিত্র-১১১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৩. অলকে কুসুম না দিয়ো [প্রেম-১২৬] [তথ্য] [নমুনা]>
১৪. যখন ভাঙল মিলন-মেলা [প্রেম-২৮২] [তথ্য] [নমুনা]

১৫. নাহয় তোমার যা হয়েছে [বিচিত্র-৫৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৬. সে কোন্ বনের হরিণ [বিচিত্র-৫৭] [তথ্য] [নমুনা]

১৭. আমার এ পথ তোমার পথের থেকে [প্রেম-২৮৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৮. সে আমার গোপন কথা [প্রেম-১১৭] [তথ্য] [নমুনা]

১৯. যেন কোন্ ভুলের ঘোরে [প্রেম ও প্রকৃতি ৬৯] [তথ্য] [নমুনা]

২০. তুমি মোর পাও নাই পরিচয় [প্রেম-৩৪৭] [তথ্য] [নমুনা: প্রথামাংশ, শেষাংশ]

২১. প্রাণ চায় চক্ষু না চায় [প্রেম-৩৪৫] [তথ্য] [নমুনা]

২২. না বলে যায় পাছে সে [প্রেম-১৪৮] [তথ্য] [নমুনা]

২৩. আছ আকাশ-পানে তুলে মাথা [প্রেম-১০২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৪. না, না, গো না, কোরো না ভাবনা [প্রেম-১০৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৫. পাগল যে তুই [বিচিত্র-২৫] [তথ্য] [নমুনা]

২৬. ওই মরণের সাগরপারে চুপে চুপে [পূজা-৫৩৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৭. সারা নিশি ছিলেম শুয়ে [প্রকৃতি-১৫৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৮. আজ সবার রঙে রঙ মিশাতে হবে [প্রেম-১৩২] [তথ্য] [নমুনা]
২৯. দুঃখ যে তোর নয় রে চিরন্তন [পূজা-৬১২] [তথ্য]
[নমুনা]

৩০. দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী [স্বদেশ-১৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]

৩১. মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর' মহোজ্জ্বল আজ হে [স্বদেশ-১৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩২. মনের মধ্যে নিরবধি [পূজা ও প্রার্থনা -৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩৩. জয়যাত্রায় যাও গো [প্রেম-৭৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]


ঋতু-চক্র: গান সংখ্যা ৮৩টি

১. প্রখর তপনতাপে [প্রকৃতি-১৮] [তথ্য] [নমুনা]

২. বৈশাখের এই ভোরের হাওয়া [প্রকৃতি-১৯] [তথ্য] [নমুনা]

৩. বৈশাখ হে, মৌনী তাপস [প্রকৃতি-২০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৪. দারুণ অগ্নিবাণে রে [প্রকৃতি-১১] [তথ্য] [নমুনা]

৫. হে তাপস, তব শুষ্ক কঠোর [প্রকৃতি ২২] [তথ্য] [নমুনা]

৬. নাই রস নাই, দারুণ দাহনবেলা [প্রকৃতি-১০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৭. মধ্যদিনের বিজন বাতায়নে [প্রকৃতি-২৩] [তথ্য] [নমুনা]

৮. হৃদয় আমার, ওই বুঝি তোর [প্রকৃতি-১৩, প্রেম ও প্রকৃতি ৬৬] [তথ্য] [নমুনা]

৯. এসো এসো হে তৃষ্ণার জল [প্রকৃতি-১২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১০. শুষ্কতাপের দৈত্যপুরে [প্রকৃতি-২১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১১. পুব-সাগরের পার হতে [প্রকৃতি-৬৮] [তথ্য] [নমুনা]

১২. আকাশতলে দলে দলে [প্রকৃতি-৪০] [তথ্য] [নমুনা]

১৩. আজ নবীন মেঘের সুর লেগেছে [প্রকৃতি-৬৫] তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৪. বহু যুগের ও পার হতে আষাঢ় [প্রকৃতি-৭১] [তথ্য] [নমুনা]

১৫. এ কী গভীর বাণী এল [প্রকৃতি-৭৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৬. কদম্বেরই কানন ঘেরি [প্রকৃত-৪১] [তথ্য] [নমুনা]

১৭. আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া [প্রকৃতি-৪২] [তথ্য] [নমুনা]

১৮. ছায়া ঘনাইছে বনে বনে [প্রকৃতি-৪৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

১৯. কাঁপিছে দেহলতা থরথর [প্রকৃতি-৩৫] [তথ্য]

২০. তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি [প্রকৃতি-৩৯] [তথ্য]

২১. এই সকাল বেলার বাদল-আঁধারে [প্রকৃতি-৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

২২. আজ আকাশের মনের কথা [প্রকৃতি-৬৬] [তথ্য] [নমুনা]

২৩. বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে [প্রকৃতি-৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৪. বাদল-ধারা হল সারা [প্রকৃতি-৭৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৫. আজি হৃদয় আমার যায় যে ভেসে [প্রকৃতি-৭৪] [তথ্য] [নমুনা]

২৬. ভোর হল যেই শ্রাবণশর্বরী [প্রকৃতি-৭৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

২৭. শ্রাবমেঘের আধেক দুয়ার ওই খোলা [প্রকৃতি-৭০] [তথ্য] [নমুনা]

২৮. আসা-যাওয়ার মাঝখানে [পূজা-৩৮৭] [তথ্য] [নমুনা]

২৯. কখন বাদল-ছোঁওয়া লেগে [প্রকৃতি-৬৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

৩০. বাদল-বাউল বাজায় রে একতারা [প্রকৃতি-৭২] [তথ্য] [নমুনা]

৩১. এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা [প্রকৃতি-৪৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩২. শ্রাবণবরিষন পার হয়ে [প্রকৃতি-৪৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩৩. আজ কিছুতেই যায় না মনের ভার [প্রকৃতি-৪৬] [তথ্য] [নমুনা]

৩৪. ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি [প্রকৃতি-৩৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৩৫. এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে [প্রকৃতি-৬০] [তথ্য] [নমুনা]

৩৬. মেঘের কোলে কোলে যায় রে চলে [প্রকৃতি-৬১] [তথ্য] [নমুনা]

৩৭. ওই-যে ঝড়ের মেঘের কোলে [প্রকৃতি-৬৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ], শেষাংশ]

৩৮. অনেক কথা বলেছিলেম [প্রেম-৭৩] [তথ্] [নমুনা]

৩৯. আজি বর্ষারাতের শেষে [প্রকৃতি-৬৯] [তথ্য] [নমুনা]

৪০. বাদল-মেঘে মাদল বাজে [প্রকৃত-৩৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৪১. গহন রাতে শ্রাবণধারা [প্রকৃতি-৪৭] [তথ্য] [নমুনা]
৪২.
যেতে দাও যেতে দাও গেল যারা [প্রকৃতি-৪৮] [তথ্য] [নমুনা]
৪৩. সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না [প্রেম-২৮১, শাপমোচন] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৪৪. ভেবেছিলেম আসবে ফিরে [প্রকৃতি-৪৯] [তথ্য] [নমুনা]

৪৫. হৃদয়ে ছিলে জেগে [প্রকৃতি-১৫৭] [তথ্য] [নমুনা]

৪৬. দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় [পূজা-৩৪৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ], শেষাংশ]

৪৭. আমারে ডাক দিল কে [বিচিত্র-১৯] [তথ্য] [নমুনা]

৪৮. তোমরা যা বলো তাই বলো [প্রকৃতি-১৫৪] [তথ্য]

[নমুনা: প্রথমাংশ], শেষাংশ]

৪৯. শিউলি-ফোটা ফুরোলো যেই [প্রকৃতি-১৭৭] [তথ্য] [নমুনা]

৫০. হেমন্তে কোন্ বসন্তেরই বাণী [প্রকৃতি-১৭৩] [তথ্য] [নমুনা]

৫১. শীতের হাওয়ায় লাগলো নাচন [প্রকৃতি-১৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ], শেষাংশ]

৫২. সেদিন আমায় বলেছিল [প্রকৃতি-১৭৪] [তথ্য] [নমুনা]

৫৩. এল যে শীতের বেলা [প্রকৃতি-১৭৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৫৪. পৌষ তোদের ডাক দিয়েছে [প্রকৃতি-১৭৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৫৫. আয় রে মোরা ফসল কাটি [আনুষ্ঠানিক-১৬] [তথ্য] [নমুনা]

৫৬. > আজ তালের বনের করতালি [প্রকৃতি-৪] [তথ্য] [নমুনা]

৫৭. নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল [প্রকৃতি-২৬২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ], শেষাংশ]

৫৮. আঁধার কুঁড়ির বাঁধন টুটে [প্রকৃতি-৫] [তথ্য] [নমুনা]

৫৯. এ কী সুধারস আনে [প্রেম-১১৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬০. বসন্ত তার গান লিখে যায় [প্রকৃতি-২৬৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

৬১. পূর্ণচাঁদের মায়ায় আজি [প্রকৃতি-৬] [তথ্য] [নমুনা]

৬২. ফাগুনের শুরু হতেই শুকনো পাতা [প্রকৃতি-২৬৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬৩. ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে [প্রকৃতি-২৬৫] [তথ্য] [নমুনা]

৬৪. অনেক দিনের মনের মানুষ [প্রকৃতি-২৫৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬৫. এনেছ ওই শিরীষ বকুল [প্রকৃতি-১৯১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬৬. বসন্তে আজ ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪] [তথ্য] [নমুনা]

৬৭. ওরে বকুল, পারুল ওরে [প্রকৃতি-২৬৭, প্রেম ও প্রকৃতি- ৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬৮. পুরাতনকে বিদায় দিলে না যে [প্রকৃত-২৫৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৬৯. ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী [প্রকৃতি-১৯২] [তথ্য] [নমুনা]

৭০. ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না [প্রকৃতি-২৫৮] [তথ্য] [নমুনা]

৭১. কার যেন এই মনের বেদন [প্রকৃতি-১৯৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৭২. আকাশে আজ কোন চরণে [প্রেম-১১] [তথ্য] [নমুনা]

৭৩. এক ফাগুনের গান সে আমার [প্রকৃতি-২৬৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ ]

৭৪. নিশীথরাতের প্রাণ [প্রকৃতি-২৬৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ ]

৭৫. রুদ্রবেশে কেমন খেলা [পূজা-৫৩৫] [তথ্য] [নমুনা]

৭৬. তার বিদায়বেলার মালাখানি [প্রেম-২৮৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৭৭. একদা তুমি, প্রিয়ে [প্রেম-২৯৩] [তথ্য] [নমুনা]

৭৮. পাখি বলে, 'চাঁপা, আমারে কও [বিচিত্র-৯৪] [তথ্য] [নমুনা]

৭৯. আমি পথভোলা এক পথিক এসেছি [প্রকৃতি-২০১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৮০. মাধবী হঠাৎ কোথা হতে [প্রকৃতি-২৬১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াশ, শেষাংশ]

৮১. ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে [প্রেম-১৭৫] [তথ্য] [নমুনা] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৮২. তোমার বীণায় গান ছিল [প্রেম-২৪৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

৮৩. চৈত্রপবনে মম চিত্তবনে [প্রেম-১০৪] [তথ্য] [নমুনা]