বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি।
জয় জয় পরমা নির্বৃতি হে, নমি নমি ॥
নমি নমি তোমারে হে অকস্মাৎ,
গ্রন্থিচ্ছেদন খরসংঘাত-
লুপ্তি, সুপ্তি, বিস্মৃতি হে, নমি নমি ॥
অশ্রুশ্রাবণপ্লাবন পাবন হে, নমি নমি।
পাপক্ষালন পাবন হে, নমি নমি।
সব ভয় ভ্রম ভাবনার
চরমা আবৃতি হে, নমি নমি ॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
৮ ভাদ্র
১৩৩০ বঙ্গাব্দ [শনিবার ২৫ আগষ্ট, ১৯২৩
খ্রিষ্টাব্দ]
কলকাতার এম্পায়ার থিয়েটারে বিসর্জন মঞ্চস্থ হয়। এরপর একই মঞ্চে ১০ ও ১১ ভাদ্র
নাটকটি পুনরায় পরিবেশিত হয়। এই তিনদিন নাটকটি মঞ্চস্থ হওয়ার সময় নাটকের সাথে
এই গানটি-সহ
চারটি নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয় এই নাটক
উপলক্ষে রবীন্দ্রনাথ এই চারটি গান লিখেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬২ বৎসর ৩ মাস।
[৬২
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড, তৃতীয় সংস্করণ(বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা
(উপ-বিভাগ : শেষ-২) পর্যায়ের ৫৮৫ সংখ্যক গান।
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। পূজা ৩০ । পৃষ্ঠা: ৭৩।
[নমুনা]
-
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র
১৪১৪ বঙ্গাব্দ) দ্বিতীয় গান। পৃষ্ঠা: ১০-১১।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: