বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ও আমার ধ্যানেরই ধন
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১৫৮)পর্যায়ের ১৮৫ সংখ্যক গান
ও আমার ধ্যানেরই ধন,
তোমায় হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥
আসে বসন্ত, ফোটে বকুল, কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল-
তারা তোমায় খুঁজে না পায়,
প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥
আঁখিরে ফাঁকি দাও, একি ধারা!
অশ্রুজলে তারে কর সারা।
গন্ধ আসে, কেন দেখি নে মালা। পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা।
বেলা যে যায়, ফুল যে শুকায়-
অনাথ হয়ে আছে আমার ভুবন॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী
-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৫৮)পর্যায়ের ১৮৫ সংখ্যক গান
-
চিরকুমার সভা
। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অক্ষয়ের গান।
পৃষ্ঠা: ১১৪<-১১৫।
নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- চিরকুমার-সভা (ফাল্গুন ১৩৩২ বঙ্গাব্দ)। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য।
নীরবালার গান। রবীন্দ্ররচনাবলী ষোড়শ (১৬) খণ্ড। (বিশ্বভারতী)। পৃষ্ঠা :
২২০।
- প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২
বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৮।
[নমুনা]
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) দ্বিতীয় গান।
পৃষ্ঠা: ১১-১৩।[নমুনা]
- পত্রিকা:
- সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা (জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ)। অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: