ষষ্ঠী তালে নিবদ্ধ গানের তালিকা
ষষ্ঠী
তালের পরিচিতি
১. আপনহারা মাতোয়ারা [প্রেম ও প্রকৃতি ৭২]
[তথ্য]
২. আপনি আমার কোন্ খানে [পূজা-৫৮২]
[তথ্য]
৩. আমার জ্বলে নি আলো অন্ধকারে (জ্বলে নি আলো অন্ধকারে ) [প্রেম-২৫৭]
[তথ্য]
৪. আমরা নূতন যৌবনেরই দূত [বিচিত্র-১০০] [তাসের দেশ]
৫. আমার ঢালা গানের ধারা [পূজা-৩২]
[তথ্য]
৬. আমার ভুবন তো আজ হল কাঙাল।
[প্রেম-২৭৪]
[তথ্য]
৭.
আমার যদি বেলা যায় [প্রেম-৭৬]
৮.
আলোক-চোরা লুকিয়ে এল [বিচিত্র-৩৭]
৯.
এই কথাটাই ছিলেম ভুলে [প্রকৃতি-২৭৬]
১০.
এবার এল সময় রে তোর [প্রকৃতি-১৯৬]
[তথ্য]
১১.
এসেছিনু দ্বারে
তব শ্রাবণরাতে [প্রকৃতি-১৩৪]
১২.
ও
আমার
ধ্যানেরই ধন
[প্রেম-১৮৫]
[তথ্য]
১২. ও আষাঢ়ের পূর্ণিমা [প্রকৃতি-৫১]
১৩. ওরে বকুল, পারুল ওরে
[প্রকৃতি-২৬৭,
প্রেম ও প্রকৃতি- ৬৭]
১৪. কখন দিলে পরায়ে [প্রেম-১৭৬]
[তথ্য]
১৫. কার চোখের চাওয়ার হাওয়ায় [প্রেম-১৪৬]
[তথ্য]
১৬.
গোপন প্রাণে
একলা মানুষ [বিচিত্র-২৭]
১৭. চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি [পূজা-৪৫৩]
১৮. ছিন্ন শিকল পায়ে নিয়ে
[প্রেম-২১১]
১৯.
জয় করে তবু ভয় কেন
তোর যায় না [প্রেম-১৫৬]
[তথ্য]
২১.
তুমি সুন্দর,
যৌবনঘন রসময় তব মূর্তি
[পূজা-৫৩২]
২২.
তোমায় চেয়ে আছি
বসে পথের ধারে [পূজা-৫৩১]
২৩.
তোমার
মনের একটি কথা [প্রেম-১১১]
২৪.
নিদ্রাহারা রাতের এ গান
[প্রেম-১২]
২৫. নিবিড় মেঘের ছায়ায় [প্রকৃতি-১৩৫]
২৬.
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন [প্রেম-২৫৮]
২৭. ফিরবে না তা জানি [প্রেম-২৫৯]
২৮. বাহির হলেম আমি [নাট্যগীতি-১২৮]
২৯.
বিদায় নিয়ে গিয়েছিলেম
[প্রকৃতি-২৭৫]
৩০. বিনা সাজে সাজি [প্রেম-৩২০]
৩১.
মধ্যদিনের বিজন
বাতায়নে [প্রকৃতি-২৩]
৩২. রঙ লাগালে বনে বনে [প্রকৃতি-২৩৬]
[তথ্য]
৩৩.লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২]
তথ্য]
৩৪. শ্যামল ছায়া, নাইবা
গেলে [প্রকৃতি
৫২]
৩৫. সকালবেলার আলোয় বাজে [প্রেম-১৬৬]
[তথ্য]
৩৬. স্বপ্নে আমার মনে হল [প্রকৃতি-১৩১]
৩৭.
হায় অতিথি, এখনি কি হল তোমার [প্রেম-১৬৩]
[তথ্য]