বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: জয় করে তবু ভয় কেন তোর যায় না
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম 
	বৈচিত্র্য-১২৯)পর্যায়ের ১৫৬ সংখ্যক গান।
	
		
			
			 জয় ক'রে তবু ভয় কেন তোর যায় 
				না, 
				হায় ভীরু প্রেম, হায় রে।
				আশার আলোয় তবুও ভরসা পায় না,
				মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে॥
				বিরহের দাহ আজি হল যদি সারা,
				ঝরিল মিলনরসের শ্রাবণধারা,
				তবুও এমন গোপন বেদনতাপে
				অকারণ দুখে পরান কেন দুখায় রে॥
				যদিবা ভেঙেছে ক্ষণিক মোহের ভুল,
				এখনো প্রাণে কি যাবে না মানের মূল।
				যাহা খুঁজিবার সাঙ্গ হল তো খোঁজা,
				যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা,
				তবু কেন হেন সংশয়ঘনছায়ে
				মনের কথাটি নীরব মনে লুকায় রে॥ 
			
		
	
 
	-  তথ্যানুসন্ধান :
		- 
		ক. রচনাকাল ও স্থান:গানটির সঠিক রচনাকাল পাওয়া যায় না। ধারণ করা হয়, বসুমতী পত্রিকায় 'শেষরক্ষা' নাটকটি প্রকাশের সময়ের কিছু আগে গানটি রচিত। এই বিচারে ধারণা করা হয়— গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর বয়সের রচনা। 
		
- 
		খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ:
		- গীতবিতান 
		- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম 
		বৈচিত্র্য-১২৯)পর্যায়ের ১৫৬ সংখ্যক গান।
 
-   শেষরক্ষা  
 (শ্রাবণ ১৩৩৫ বঙ্গাব্দ)  ।
চতুর্থ অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। চন্দ্রকান্তের গান। 
রবীন্দ্ররচনাবলী ঊনবিংশ (১৯) খণ্ড। (বিশ্বভারতী)। 
পৃষ্ঠা : ১৯৪।
- 
															 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৪৩ সংখ্যক গান। 
		পৃষ্ঠা: ১৪১-৪৩। 
	 [নমুনা]
 
- পত্রিকা: 
		- বসুমতী (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। 'শেষরক্ষা' নাটকের সাথে গানটি প্রকাশিত 
		হয়েছিল।
- সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা (চৈত্র ১৩৩৭ বঙ্গাব্দ)। অনাদিকুমার 
		দস্তিদার-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
 
 
- গ.   সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
-  সুর ও তাল:
 
 
	-  
																 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ 
	নেই।  উক্ত স্বরলিপিটি
 ২।৪ ছন্দে' '
 ষষ্ঠী
 ' তালে 
	নিবদ্ধ
 [ষষ্ঠী 
	তালে নিবদ্ধ গানের তালিকা]
-  
	রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের 
	প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
	
-  রাগ: পিলু। 
	তাল: ষষ্ঠী।    রবীন্দ্রসংগীত 
	: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: 
	৫১]। 
-  রাগ: কাফি  । 
	তাল: ষষ্ঠী  [রাগরাগিণীর 
	এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
	আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯১] 
 
-  গ্রহস্বর-না। 
 
-  লয় : 
			মধ্য।