বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কখন দিলে পরায়ে স্বপন বরণমালা
পাঠ ও পাঠভেদ:
কখন দিলে পরায়ে স্বপন বরণমালা,
ব্যথার মালা॥
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা॥
গোপনে এসে গেলে, দেখি নাই আঁখি মেলে।
আঁধারে দুঃখডোরে বাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৪৯) পর্যায়ের ১৭৬ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। অভিনয় পুস্তিকা ২৬ ফাল্গুন ১৩৩৭। নবীন দ্বিতীয় পর্বের ষষ্ঠ গান।
বনবাণী (আশ্বিন ১৩৩৮, নবীন)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৩১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৯-৮১।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা (বৈশাখ ১৩৩৭ বঙ্গাব্দ)
সুর ও তাল:
স্বরবিতান
পঞ্চম
(৫) খণ্ডের (ভাদ্র
১৪১৪)
খণ্ডে
গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ২।৪ মাত্রা
ছন্দে
ষষ্ঠী
তালে নিবদ্ধ।
[ষষ্ঠী
তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: পিলু। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
তাল: পিলু। তাল: ষষ্ঠী [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪৩]।
গ্রহস্বর : সা