বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আপনি আমার কোন্খানে
পাঠ ও পাঠভেদ:
আপনি আমার কোন্খানে
বেড়াই তারি সন্ধানে॥
নানান রূপে নানান বেশে ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে॥
আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে, আলো আসে মলিন হয়ে-
পথের বাঁশি যায় কী করে বিকালবেলার মূলতানে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms.027।
Ms.028।
Ms.437।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৬ অক্টোবর ১৯২৬ খ্রিষ্টাব্দ, ১৯ আশ্বিন ১৩৩৩ বঙ্গাব্দ। বার্লিন, জার্মানী রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ৫ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা (উপবিভাগ : পথ ২৫) পর্যায়ের ৫৮২ সংখ্যক গান।
বৈকালী (১৩৮১ বঙ্গাব্দ) ৫৮ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী চতুর্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। পৃষ্ঠা ৮২৮-২৯।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৭১-৭২।
পত্রিকা:
সবুজপত্র (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৩ বঙ্গাব্দ)। পৃষ্ঠা ১৮৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: নমুনা, স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩)
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসাঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান প্রথম খণ্ডে (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৪ ছন্দে ''ষষ্ঠী' তালে নিবদ্ধ।
রাগ: পিলু-ভীমপলশ্রী। অঙ্গ: বাউল। তাল: ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
বাউল। তাল: ষষ্ঠী। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
সুরাঙ্গ: বাউলাঙ্গ
গ্রহস্বর-মা।
লয়-দ্রুত।