আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি,
ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥
তার সব ঝরেছ, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে-
প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥
কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি।
এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি।
তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো-
আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms.464।
	পাঠভেদ: 
	 পাঠভেদ আছে
	
                                   
	তার  সব মরেছে    
স্বরলিপি, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
                                    
সব মরেছে           গীতবিতান 
(শ্রাবণ ১৩৩৯)
                                                             
কথার অংশ, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
                                  
তারে তুমি জ্বালো জ্বালো    স্বরলিপি, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
                                  
তারে তুমি জ্বালো জ্বালো     গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
                                                                    
কথার অংশ, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
	
	
          
সুরভেদ আছে। দ্রষ্টব্য - 
	সুরভেদ/ছন্দোভেদ। পৃষ্ঠা ১৫৬। [স্বরবিতান-১]
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান:
		
		৬ ফাল্গুন ১৩৩০ 
[১৮ ফেব্রুয়ারি ১৯২৪]। শ্রীনিকেতন
		                         
		গানটি রবীন্দ্রনাথের ৬২ 
বৎসর ১০ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২৪৪) পর্যায়ের ২৭৪ সংখ্যক গান।
গ্রহস্বর-গা।
লয়-মধ্য।