বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত 
শিরোনাম: 
লক্ষ্মী যখন 
আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: পূজা: ১৫২
	
		
   
লক্ষ্মী 
যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
   দেখ্ রে 
চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই 
॥
ফিরছে কেঁদে 
প্রভাতবাতাস,   আলোক যে তার ম্লান হতাশ,
   মুখে চেয়ে 
আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই 
॥
   কত গোপন 
আশা নিয়ে কোন্ সে গহন রাত্রিশেষে 
   অগাধ জলের 
তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে।
হল না তার 
ফুটে ওঠা,  কখন ভেঙে পড়ল বোঁটা-
   মর্ত-কাছে 
স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই॥
		
	
	[RBVBMS 229]
	  
 [নমুনা]
	
	
	
	পাঠভেদ:  
           
আলোক যে তার ম্লান হতাশ             
: স্বরবিতান ৪৪ (পৌষ ১৩৬২)
            আলোক যে 
 তোরর 
ম্লান হতাশ          
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	
	
	
	তথ্যানুসন্ধান
	
		- 
		
		ক. রচনাকাল ও স্থান: 
		 রবীন্দ্রনাথের 
		পাণ্ডুলিপি 
RBVBMS 229
		  
		-তে 
		লিখিত এই গানের শেষে  সময় ও স্থান লেখা আছে-
		'অপরাহ্ন/ ২রা আশ্বিন/সুরুল'।
		
		উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে 
		রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার 
		জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল 
		বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের 
		এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
		আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
		 রবীন্দ্রনাথের এই যাতায়াত 
		শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
 তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে 
আশ্বিন পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। 
এর ভিতরে এই গানটি তিনি ২ আশ্বিন 
		[অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর] সুরুল-এ রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৫ মাস।
       
[৫৩  বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
			
		
 
		
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
			- 
			
			গ্রন্থ: 
 
- 
			
			
			রেকর্ডসূত্র: ১৯১৬ থেকে ১৯২৫ খ্রিষ্টাব্দের ভিতরে ভিয়েলোফোন রেকর্ড 
			কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। শিল্পী ছিলেন শিশিরকুমার 
			ঘোষ। রেকর্ড নম্বর:  
T 6004 
			
			[সূত্র: রেকর্ডে রবীন্দ্রসংগীত। সিদ্ধার্থ ঘোষ। ইন্দিরা 
			সংগীত-শিক্ষায়তন। নভেম্বর ১৯৮৯। পৃষ্ঠা: ৪৮]
 
			 প্রকাশের 
			কালানুক্রম: 
					১৩২১ বঙ্গাব্দের প্রকাশিত গীতালির প্রথম সংস্করণ-এ গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩২৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থ নবম খণ্ড-এর গীতালি অংশে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ -এ  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের বিরহ উপবিভাগের ২৫ সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ১৫২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 
 
			
		
		
		
		
		গ. 
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি 
		
		
		
			- 
			
			স্বরলিপি:  
			 
			[নমুনা]
 
-  
			স্বরলিপিকার:
			
 
				- 
				
সুধীরচন্দ্রকর। পাণ্ডুলিপি 
				থেকে স্বরবিতান-৪৪'এ গানটির ১ম স্বরলিপি হিসাবে গৃহীত  হয়েছে।
 [সুধীরচন্দ্র 
		কর-কৃত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির তালিকা]
 
-  
		শৈলজারঞ্জন মজুমদার। পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪'এ গানটির 'সুরান্তর ও 
ভিন্নছন্দ' অংশে মুদ্রিত হয়েছে। উল্লেখ্য, ১৯৩৬ বঙ্গাব্দে ষ্টার 
		থিয়েটারে রবীন্দ্রনাথের নাট্যকৃত 
'যোগাযোগ' উপন্যাসটি মঞ্চস্থ হয়। নাটকটি পরিচালনা করেন- শিশিরকুমার ভাদুড়ী। এই সময়ে রবীন্দ্রনাথ গীতালির এই কবিতাটিতে পুনরায় সুরারোপ করেন। পরে এই সুরটির স্বরলিপি করেছিলেন শৈলজারঞ্জন মজুমদার। একই সাথে তিনি নাট্যদলকে এই নতুন সুরের গানটি শিখিয়েছিলেন।
 [শৈলজারঞ্জন মজুমদার-কৃত 
		স্বরলিপির তালিকা]
 
 
- 
			
			সুর  
			ও  
			তাল:
			
 
				- 
				
				
				
			 স্বরবিতান-৪৪-এ গৃহীত স্বরলিপিতে গৃহীত দুটি স্বরলিপির
 কোনোটিতেই 
রাগ-তালের উল্লেখ নেই।  নিচে স্বরলিপি দুটির যাবতীয় 
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী  দেওয়া হলো।
 
- সুরান্তর: রাগ: 	ভৈরবী/বাউল। তাল:
			 
					ষষ্ঠী /
					দাদরা
					 [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
				 
				পৃষ্ঠা: ৭৭।
 
-  
				সুরান্তর:  
				রাগ:  
				ভৈরবী/বাউল।  
				তাল:  
 
					ষষ্ঠী,
	দাদরা
	, 
				ঢালা। 
				[রাগরাগিণীর এলাকায় 
				রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য 
				সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: ১৩৪।
 
 
- 
			
 পর্যায়:  
		
			-  বিষয়াঙ্গ:  পূজা, বিরহ
-  সুরাঙ্গ:  
		
			- স্বকীয় বৈশিষ্ট্যের গান [তাল ছাড়া]
- বাউল [দাদরা তালে নিবদ্ধ]
 
 
- 
			
গ্রহস্বর: 
			
 
				- 
				
				প্রথম স্বরলিপি: 
				সঋ।
 
- 
				
				দ্বিতীয় স্বরলিপি:
				মা।
 
 
- 
			
			
			 লয়: