গীতালি
রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত সংকলন। এই
সংকলনটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
ইন্ডিয়ান প্রেস থেকে। নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের সূচি দেওয়া হলো।
এই সংকলনে মোট গান ছিল গ্রন্থটিতে মোট ১০৭টি
গান স্থান পেয়েছে। বর্তমানে রবীন্দ্ররচনাবলীর একাদশ খণ্ডে স্থান পেয়েছে।
রবীন্দ্ররচনবলী'র
একাদশ খণ্ডে গীতালি'র
শেষে সংযোজন অংশ আছে গীতাঞ্জলি,
গীতিমাল্য,
গীতালি'র
পাণ্ডুলিপি-পুস্তকের আরো কিছু গান সংযোজিত হয়েছে। এই সংযোজিত গানের সংখ্যা
মোট-১১টি।
নিচে ১৩২১ বঙ্গাব্দে গৃহীত গানের তালিকা দেওয়া হলো।
আশীর্বাদ
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [গীতালি-৫৫] [পূজা-১৫৮]
[তথ্য]
[নমুনা]
অচেনাকে ভয় কী আমার ওরে [গীতালি-৮৭] [পূজা-৫৯০]
[তথ্য]
[নমুনা]
অন্ধকারের উৎস হতে [পূজা-৩৫৪]
[তথ্য]
[নমুনা]
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ
[গীতালি-১৮]
[পূজা-২১২]
[তথ্য]
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
আঘাত করে নিলে জিনে [গীতালি-৯] [পূজা-২১]
[তথ্য]
[নমুনা]
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া [গীতালি-৭০] [পূজা-৩৫৬]
[তথ্য]
[নমুনা]
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে [গীতালি ১৩][প্রকৃতি-১০১]
[তথ্য]
[নমুনা]
আমার সকল রসের ধারা [গীতালি ১৪][পূজা-৬২]
[তথ্য]
[নমুনা]
আমি যে আর সইতে পারি নে [গীতালি-১১] [প্রেম-৪৭]
[তথ্য]
[নমুনা]
আমি হৃদয়েতে পথ কেটেছি [গীতালি-৪] [পূজা ২১৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
আলো যে যায় রে দেখা [গীতালি-৪] [পূজা ২২৪]
[তথ্য]
[নমুনা]
এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে [গীতালি-১৭১] [পূজা-১৮৮]
[তথ্য]
[নমুনা]
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০]
[তথ্য]
[নমুনা]
এই কথাটা ধরে রাখিস [গীতালি-৪৭] [পূজা-১৯০]
[তথ্য]
[নমুনা]
এই-যে কালো মাটির বাসা [গীতালি-২২] [পূজা-২১০]
[তথ্য]
[নমুনা]
এক হাতে ওর কৃপাণ আছে [গীতালি-২০] [পূজা-২১১]
[তথ্য]
[নমুনা]
এতটুক আঁধার যদি [গীতালি-৪১] [গীতবিতানে নাই]
[নমুনা]
এবার আমায় ডাকলে দূরে [গীতালি-২৯] [পূজা-৪৭]
[তথ্য]
[নমুনা]
ও আমার মন যখন জাগলি না রে [গীতালি-২৭] [পূজা-৫৫০]
[তথ্য]
[নমুনা]
ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে [গীতালি-৬] [পূজা ২১৭]
[তথ্য]
[নমুনা]
ওই অমল হাতে রজনী প্রাতে [পূজা-৩১১]
[তথ্য]
[নমুনা]
ওগো আমার প্রাণের ঠাকুর [গীতালি-৮] [পূজা ২১৫]
[তথ্য]
[নমুনা]
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার [পূজা-২৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
কাঁচা ধানের ক্ষেতে যেমন [গীতালি-৪২] [গীতবিতানে নাই]
[নমুনা]
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে [গীতালি-৭৫][পূজা-১৬]
[তথ্য]
[নমুনা]
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু [পূজা-১৫৭]
[তথ্য]
[নমুনা]
ঘুম কেন নেই তোর চোখে [গীতালি-১০]
[পূজা-২১৩]
[তথ্য]
[নমুনা]
তুমি আড়াল পেলে কেমনে [গীতালি-২, গীতবিতানে গৃহীত হয় নি]
[নমুনা]
তোমার কাছে এ বর মাগি [গীতালি-৬৯] [পূজা-১৭]
[তথ্য]
[নমুনা]
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে [পূজা-৫৫৩।]
[তথ্য]
[নমুনা]
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে [পূজা-২৪৫]
[তথ্য]
[নমুনা]
তোমার মোহন রূপে [গীতালি-১৬] [প্রকৃতি-১৫২]
[তথ্য]
[নমুনা]
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে [পূজা-২০৪]
[তথ্য]
[নমুনা]
দুঃখের বরষায় চক্ষের জ্বল যেই নামল [গীতালি-১] [পূজা-৪৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
নাই কি রে তীর [গীতাবিতানে নাই] [নমুনা]
নাই বা ডাকো রইব তোমার দ্বারে [পূজা-১৪২]
[তথ্য]
[নমুনা]
না রে, না রে,হবে না তোর স্বর্গসাধন[পূজা-৫৮১] [তথ্য]
[নমুনা]
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [গীতালি ১২][পূজা-১৫৯]
[তথ্য]
[নমুনা]
বাধা দিলে বাধবে লড়াই মরতে হবে [গীতালি-৩][পূজা ২৫৯]
[তথ্য]
[নমুনা]
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় [পূজা-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
মনকে হোথায় বসিয়ে রাখিসনে [গীতালি-৪০] [গীতবিতানে নাই]
[নমুনা]
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
[গীতালি-৩৪] [পূজা-৪১]
[তথ্য]
[নমুনা]
মোর মরণে তোমার হবে জয় [গীতিলি-৩৪] [পূজা-২০৭]
[তথ্য]
[নমুনা]
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [গীতিলি-৫০] [পূজা-৩৯]
[তথ্য]
[নমুনা]
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা [পূজা-২০৯]
তথ্য]
[নমুনা]
যখন তোমায় আঘাত করি তখন চিনি [পূজা-২০৩]
[তথ্য]
[নমুনা]
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি [গীতিলি-৩৭][পূজা-২০৫]
[তথ্য]
[নমুনা]
যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭]
[তথ্য]
[নমুনা]
যেতে যেতে চায় না যে তে [পূজা-১৫৩]
[তথ্য]
[নমুনা]
লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২]
[তথ্য]
[নমুনা]
শরত-আলোর কমলবনে [গীতিলি-১৫] [প্রকৃতি-১৫১]
[তথ্য]
[নমুনা]
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি [গীতালি -২৫] [প্রকৃতি-১৫৩]
[তথ্য]
[নমুনা]
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয় [গীতালি -২৫] [পূজা-৩৭]
[তথ্য][নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি [পূজা-১৮৯] [গীতালি ৫২]
[তথ্য]
[নমুনা]
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ [পূজা-৩৫৫]
[তথ্য]
[নমুনা]
সুখে আমায় রাখবে কেন [গীতালি-৭][পূজা ২১৬ ]
[তথ্য]
[নমুনা]
হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশ [গীতালি-১৯] [পূজা-২০৮]
[তথ্য]
[নমুনা]