বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: 
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে 
পাঠ ও পাঠভেদ
	
                                   
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো 
বাজে হৃদয়মাঝে॥
তোমার ঘরে 
নিশি-ভোরে আগল যদি গেল সরে
আমার ঘরে রইব 
তবে কিসের লাজে 
?।
অনেক বলা বলেছি,
সে মিথ্যা বলা।
অনেক চলা চলেছি,
সে মিথ্যা চলা।
আজ যেন সব পথের 
শেষে  
তোমার দ্বারে দাঁড়াই এসে-
           
ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে॥
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
	
	
	 [
	RBVBMS 229]
	
	 [নমুনা]
- 
	পাঠভেদ:
	
- 
	তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান: 
	রবীন্দ্রনাথের 
		পাণ্ডুলিপি 
		
		RBVBMS 229-তে 
		লিখিত এই গানের শেষে  সময় ও স্থান লেখা আছে-
		'১৬ই আশ্বিন/১৩২১/শান্তিনিকেতন'। 
			
	
	 
 
 উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে 
		রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার 
		জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল 
		বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের 
		এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
		আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
		 রবীন্দ্রনাথের এই যাতায়াত 
		শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
 তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে 
আশ্বিন পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। 
এর ভিতরে এই গানটি তিনি
			
১৬ আশ্বিন [শনিবার, ৩ অক্টোবর] 
	শান্তিনিকেতন-এ রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৫ মাস।
 [৫৩  বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
 
গীতালি
			- 
			প্রথম সংস্করণ 
			[ইন্ডিয়ান প্রেস, ১৩২১ 
			বঙ্গাব্দ। 
			৫৭ সংখ্যক। পৃষ্ঠা ৬৪]
			[নমুনা]
- 
			৫৭ 
সংখ্যক গান।
			
			রবীন্দ্ররচনাবলী 
একাদশ খণ্ড (বিশ্বভারতী)।
			
			পৃষ্ঠা ২৫৭।
		
		
		
		স্বরবিতান চতুশ্চত্বারিংশ
		(৪৪) খণ্ডের (চৈত্র ১৪১৩) ১৫ সংখ্যক গান।
		
		পৃষ্ঠা ৩৮-৩৯।  [নমুনা]
		
	
		
	
	
	
	
				
	
			
			
			
			রেকর্ডসূ্ত্র
:
			
			পাওয়া যায় নি।
			
			
			
			
			প্রকাশের কালানুক্রম: 
			 
			
				গানটি  ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 
			
		
			'গীতালি' 
			গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল 
			গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- 
				
				
				কাব্যগ্রন্থ নবম খণ্ড  
(১৩২৩ বঙ্গাব্দ)
			ও 
		
				
				
				গীতলেখা 
				প্রথম ভাগ (১৩২৪ 
				বঙ্গাব্দ)।
			
			
			এ সকল গ্রন্থাদির পরে, 
			
			১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
			
			গীতবিতান 
			-এর  
			দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ -এ 
			গানটি 
			
				
				গীতিমাল্য
				
				(১৩২১) থেকে 
			
			
			অন্তর্ভুক্ত হয়েছিল। 
			এরপর
			এর 
			প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ 
			মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
			পূজা, 
			পর্যায়ের 
			আশ্বাস
			উপবিভাগের ৫ সংখ্যক গান 
			হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
			পূজা 
			পর্যায়ের ২৪৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
			
			গানটি একইভাবে 
			অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ 
			প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 
			
					 
					 
			 
	 
	
	- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	- স্বরলিপিকার:
		
শৈলজারঞ্জন 
	মজুমদার।
[স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪এ গৃহীত হয়েছে।]
- 
	সুর ও তাল:
		
 
গ্রহস্বর-ঋষভ। 
লয়-মধ্য।