বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে
পাঠ ও পাঠভেদ

                                    তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে

তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে

আমার ঘরে রইব তবে কিসের লাজে ?

অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা

অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা

আজ যেন সব পথের শেষে  তোমার দ্বারে দাঁড়াই এসে-

           ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে