স্বরবিতান-৪৪
এই গ্রন্থের চৈত্র ১৪১৩ মুদ্রণের ৭৭ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান চতুশ্চত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় পৌষ ১৩৬২ সালে। এই গ্রন্থে গীতালি কাব্যের অন্তর্গত সাতাশটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে ১, ৩, ৪, ৬, ৭, ৯, ১০,
১২, ১৪, ১৬-২০, ২২, ২৩১, ২৪ ও ২৫ সংখ্যক গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে এবং ২৭-সংখ্যক গানের স্বরলিপি বিশ্বভারতী পত্রিকার
১৩৬২ শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত হইয়াছে। উল্লিখিত সমুদয় স্বরলিপি সুধীরচন্দ্র কর –কৃত।
৮ ও ২১ গানের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর, ২, ৫, ১১, ১৩ ও ২৬ সংখ্যক গানের স্বরলিপি অনাদিকুমার দস্তিদার এবং ১৫ ও ২৩২ সংখ্যক
গানের স্বরলিপি শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কৃত। সমুদয় স্বরলিপি পাণ্ডুলিপি হইতে সংকলিত।
১৬, ১৯, ২৩১ ও ২৪ –সংখ্যক গানের গীতরীতি সম্বন্ধে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন
শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮৫
১ প্রথম সুর।
২ বিকল্প সুর। শিশিরকুমার ভাদুড়ীর পরিচালনায় রবীন্দ্রনাথের নাট্যীকৃত যোগাযোগ কাহিনী রঙমঞ্চে অভিনীত হয়; সেই সময় রবীন্দ্রনাথ গানটিতে এই নূতন সুর দিয়া
স্বরলিপিকারকে শিখাইয়াছিলেন।
এই গ্রন্থের গানগুলির তালিকা দেওয়া হলো।
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [পূজা-১৫৮]
[তথ্য]
[নমুনা]
আঘাত করে নিলে জিনে [পূজা-২১৪]
[তথ্য]
[নমুনা]
আমার মন যখন জাগলি না রে [পূজা-৫৫০]
[তথ্য]
[নমুনা]
আমি যে আর সইতে পারি নে [প্রেম-৪৭]
[তথ্য]
[নমুনা]
আলো যে আজ গান করে মোর প্রাণে গো [পূজা-৫১৮]
[তথ্য]
[নমুনা]
আলো যে যায় রে দেখা [পূজা-২৪২]
[তথ্য]
[নমুনা]
এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে [পূজা-১৮৮]
[তথ্য]
[নমুনা]
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০]
[তথ্য]
[নমুনা]
এই কথাটা ধরে রাখিস [পূজা-১৯০]
[তথ্য]
[নমুনা]
এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১]
[তথ্য]
[নমুনা]
এবার আমায় ডাকলে দূরে [পূজা-৪৭]
[তথ্য]
[নমুনা]
ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে [পূজা-২১৭]
[তথ্য]
[নমুনা]
ওরে, কে রে এমন জাগায় তোকে [পূজা-২১৩]
[তথ্য]
[নমুনা]
তোমার কাছে এ বর মাগি [পূজা-১৭]
[তথ্য]
[নমুনা]
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে [পূজা-২৪৫]
[তথ্য]
[নমুনা]
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে [পূজা-২০৬]
[তথ্য]
[নমুনা]
না রে, না রে হবে না তোর স্বর্গসাধন [পূজা-৫৮১]
[তথ্য]
[নমুনা]
নাই বা ডাকো রইব তোমার দ্বারে [পূজা-১৪২]
[তথ্য]
[নমুনা]
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [পূজা-১৫৯]
[তথ্য]
[নমুনা]
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় [পূজা-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭]
[তথ্য]
[নমুনা]
যেতে যেতে চায় না যেতে [পূজা-১৫৩]
[তথ্য]
[নমুনা]
লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২]
[তথ্য]
[নমুনা]
সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি [পূজা-১৮৯]
[তথ্য]
[নমুনা]
সুখে আমায় রাখবে কেন [পূজা-২১৬]
[তথ্য]
[নমুনা]
সুখের মাঝে তোমায় দেখেছি [পূজা ও প্রার্থনা-৭৪]
[তথ্য]
[নমুনা]
সেই তো আমি চাই [পূজা-১৯১]
[তথ্য]
[নমুনা]