স্বরবিতান চতুশ্চত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় পৌষ ১৩৬২ সালে। এই গ্রন্থে গীতালি কাব্যের অন্তর্গত সাতাশটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে ১, ৩, ৪, ৬, ৭, ৯, ১০, ১২, ১৪, ১৬-২০, ২২, ২৩১, ২৪ ও ২৫ সংখ্যক গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে এবং ২৭-সংখ্যক গানের স্বরলিপি বিশ্বভারতী পত্রিকার ১৩৬২ শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত হইয়াছে। উল্লিখিত সমুদয় স্বরলিপি সুধীরচন্দ্র কর –কৃত।এই গ্রন্থের গানগুলির তালিকা দেওয়া হলো।
৮ ও ২১ গানের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর, ২, ৫, ১১, ১৩ ও ২৬ সংখ্যক গানের স্বরলিপি অনাদিকুমার দস্তিদার এবং ১৫ ও ২৩২ সংখ্যক গানের স্বরলিপি শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কৃত। সমুদয় স্বরলিপি পাণ্ডুলিপি হইতে সংকলিত।১৬, ১৯, ২৩১ ও ২৪ –সংখ্যক গানের গীতরীতি সম্বন্ধে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮৫ ১ প্রথম সুর। ২ বিকল্প সুর।
শিশিরকুমার ভাদুড়ীর পরিচালনায় রবীন্দ্রনাথের নাট্যীকৃত যোগাযোগ কাহিনী রঙমঞ্চে অভিনীত হয়; সেই সময় রবীন্দ্রনাথ গানটিতে এই নূতন সুর দিয়া স্বরলিপিকারকে শিখাইয়াছিলেন।