বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে
রাতে
পাঠ ও পাঠভেদ:
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে,
আজ, তোমায় আমায় প্রাণের বঁধু মিলব গো এক সাথে ॥
রচবে তোমার মুখের ছায়া চোখের জলে মধুর মায়া,
নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে ॥
এরা সবাই কী বলে গো লাগে না মন আর,
আমার হৃদয় ভেঙে দিল তোমার কী মাধুরীর ভার !
বাহুর ঘেরে তুমি মোরে রাখবে না কি আড়াল করে,
তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে ?।
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
পাঠভেদ:
পাঠভেদ আছে। স্বরবিতান-৪৪’এর ৭৯ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদটি তুলে ধরা হলো।
আজ তোমায় আমায় প্রাণের বঁধু
মিলব গো এক সাথে....
আমার হৃদয় ভেঙে দিল
তোমার কী মাধুরীর ভার : স্বরবিতান ৪৪ (পৌষ ১৩৬২)
আজ ধূলার আসন ধন্য ক'রে
ব'স্বে কি মোর সাথে....
আমার হৃদয় ভেঙে দিল
কী মাধুরীর ভার : গীতবিতান (আশ্বিন১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 229-তে
লিখিত এই গানের শেষে সময় ও স্থান লেখা আছে- '৯ ভাদ্র/ সুরুল'।
উল্লেখ্য,
১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে
রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার
জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল
বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের
এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
রবীন্দ্রনাথের এই যাতায়াত
শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে আশ্বিন
পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি তিনি ৯ ভাদ্র [বুধবার, ২৬ আগষ্ট]
-এ সুরুলে রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩
বৎসর ৪ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতালি ১২। পৃষ্ঠা ৪৩১] [নমুনা]
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ। ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৬ [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, ১৩৯৩)। পৃষ্ঠা ২৩৩-৩৪।
২.
প্রবাসী
[অগ্রহায়ণ ১৩২১বঙ্গাব্দ।
গীতিগুচ্ছ ৩। পৃষ্ঠা: ১০৪]
[নমুনা]
[প্রবাসীতে
প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]।
স্বরবিতান চতুশ্চত্বারিংশ (৪৪) খণ্ডের (চৈত্র ১৪১৩) ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৮-৫০। [নমুনা]
রেকর্ডসূ্ত্র
: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: ১৩২১ বঙ্গাব্দের প্রকাশিত
গীতালি
র প্রথম সংস্করণে
গানটি
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদির সাথে গানটি
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
প্রবাসী
'অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ' সংখ্যা,
তত্ত্ববোধিনী 'ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ'
সংখ্যা এবং
কাব্যগ্রন্থ নবম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুধীরচন্দ্র কর।
[পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪-এ গানটির স্বরলিপি গৃহীত হয়েছে।]
[সুধীরচন্দ্র
কর-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান-৪৪-এ
গৃহীত গানটি স্বরলিপিতে রাগের নাম উল্লেখ নেই।
তালের নাম হিসাবে 'আড়াঠেকা' উল্লেখ আছে।
[আড়াঠেকা-তে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর-ণ্। লয়-মধ্য।