শ্রবণ নমুনা

মূল ঠেকা তবলা:
স্বরূপ হোসেন (শিক্ষক ছায়ানট)। [নমুনা]

আড়াঠেকা
এটি একটি উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির ১৬ মাত্রা বিশিষ্ট সমপদী তাল। এর ছন্দবিভাজন ৪।৪।৪।৪। তালটিতে তিনটি তালি ও একটি ফাঁক আছে।


 

+ 

     

 

 

     

       

      + 

ধা 

  

ক্রেধিন্

ধা

|

 

ধা

ধিন্

 না

|

তা

ক্রেধি

তা

|

না

ধিন্

না

ধা

 

 

১০

১১

১২

 

১৩

১৪

১৫

১৬

 

 

 

এই তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা

  1. অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া [প্রেম ও প্রকৃতি-৪৪] [তথ্য]
  2. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য]
  3. একি করুণা করুণাময় [পূজা-৪৬১] [তথ্য]
  4. এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে [পূজা-৪২৩] [তথ্য]
  5. এবার বুঝেছি সখা [পূজা ও প্রার্থনা ৪৯] [তথ্য]
  6. ওরে, যেতে হবে , যেতে হবে রে [বিচিত্র-১৩৪] [তথ্য]
  7. কখন যে বসন্ত গেল [প্রেম-৩০৪] [তথ্য]
  8. কিছু তো হল না [নাট্যগীতি-১৫] [তথ্য]
  9. কেহ কারো মন বোঝে না [প্রেম-৩৯২] [তথ্য]
  10. কোথা যে উধাও হল[প্রকৃতি-৮০] [তথ্য]
  11. তারে দেহো গো আনি [প্রেম ও প্রকৃতি ২৯] [তথ্য]
  12. তাঁহার আনন্দধারা জগতে [পূজা ও প্রার্থনা-৩৬] [তথ্য]
  13. তোরা বসে গাঁথিস মালা [প্রেম ও প্রকৃতি-৪] [তথ্য]
  14. দিন যায় রে দিন যায় বিষাদ [পূজা-৪৪২] [তথ্য]
  15. পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [পূজা-১৫৯] [তথ্য]
  16. প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণ [পূজা-২৭৪] [তথ্য]
  17. বর্ষ ওই গেল চলে [পূজা ও প্রার্থনা-১১] [তথ্য]
  18. বিমল আনন্দে জাগো রে [পূজা-২৮৩] [তথ্য]
  19. মা, আমি তোর কী করেছি [পরিশিষ্ট-৩-এর ৪] [তথ্য]