বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তাঁহার
আনন্দধারা জগতে যেতেছে বয়ে
পাঠ ও পাঠভেদ:
৩৬
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে,
এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে॥
সে আনন্দে উপবন বিকাশিত অনুক্ষণ,
সে আনন্দে ধায় নদী আনন্দবারতা ক’য়ে॥
সে পুণ্যনির্ঝরস্রোতে বিশ্ব করিতেছে স্নান,
রাখো সে অমৃতধারা পূরিয়া হৃদয় প্রাণ।
তোমরা এসেছ তীরে- শূন্য কি যাইবে ফিরে,
শেষে কি নয়ননীরে ডুবিবে তৃষিত হয়ে॥
চিরদিন এ আকাশ নবীন নীলিমাময়,
চিরদিন এ ধরণী যৌবন ফুটিয়া রয়।
সে আনন্দরসপানে চিরপ্রেম জাগে প্রাণে,
দহে না সংসারতাপ সংসার-মাঝারে র’য়ে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৩১০)।
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার -তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৪৫২][নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার -তাল আড়াঠেকা। পৃষ্ঠ: ৩৪১-৩৪২] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার -তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৩৩৩-৩৩৪। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩৭-১৩৮] নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ৩৬ সংখ্যক গান ।
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের ১৬ গান। পৃষ্ঠা : ৩৭-৩৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (কার্তিক ১২৯১)