বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: অনিমেষ
আঁখি সেই কে দেখেছে
অনিমেষ
আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে ॥
রবি শশী গ্রহ তারা হয় নাকো দিশাহারা,
সেই আঁখি ’পরে তারা আঁখি রেখেছে ॥
তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে
কেন না তাকাই
ধ্রুবজ্যোতি
সে নয়ন জাগে সেথা অনুক্ষণ
,
সংসারের মেঘে
বুঝি দৃষ্টি ঢেকেছে ॥
- পাণ্ডুলিপির
পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
দেশ, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৪৪৮]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০]
গান সংখ্যা: ২৮১। রাগিণী দেশ, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ২৮৩
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮),
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১২৮।
[নমুনা]
-
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৫০৬।
উপ-বিভাগ : বিবিধ-১৩০।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১]। গান। পৃষ্ঠা: ১১১
[নমুনা]
- বাঙালীর গান, ৮৮। দুর্গাদাস লাহিড়ি (১৯০৫ খ্রিষ্টাব্দ)।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ
(জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
দেশ-আড়াঠেকা কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত
হয়েছিল ।
-
রবিচ্ছায়া
(সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ২৭।
রাগিণী দেশ - আড়াঠেকা । পৃষ্ঠা: ১২২-১২৩। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। গান সংখ্যা ২৮১। রাগিণী দেশ-আড়াঠেকা। পৃষ্ঠা: ১০২৬
[নমুনা]
-
স্বরবিতান পঞ্চবিংশ
(২৫) খণ্ডের দ্বিতীয় গান।
পৃষ্ঠা ৮-১০।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৫ শকাব্দ. ১২৯০ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগ-দেশ, তাল-আড়াঠেকা। পৃষ্ঠা ২১২।
[নমুনা]
-
সঙ্গীত-প্রকাশিকা (৬।১৩১৬ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বররলিপি-সহ মুদ্রিত।
-
রেকর্ড:
হিন্দুস্থান রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটি রেকর্ড করেন সত্যভূষণ গুপ্ত।
এন ৯৪১১৭।
-
পরিবেশনা:
১১ মাঘ,
১২৯০ বঙ্গাব্দে
গানটি
আদি-ব্রাহ্মসমাজের
চতুঃপঞ্চাশ (৫৪) সাংবৎসরিক মাঘোৎসবে
মহর্ষি-ভবনে সায়ংকালীন
উপাসনায় গীত হয়।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: স্বরবিতান-২৫-এর ৬৬ পৃষ্ঠায় কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটির আংশিক
সুরভেদ হিসাবে দেখানো হয়েছে।
উল্লেখ এই স্বরলিপিটি গ্রহণ করা হয়েছে- ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৬ (জ্যৈষ্ঠ ১৩১৮)
থেকে। স্বরবিতান ২৫-এর মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
-
সুর ও তাল:
-
রাগ-দেশ।
তাল-
স্বরবিতান-২৫
-
রাগ: দেশ। তাল: আড়াঠেকা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
-
রাগ: দেশ। তাল: ত্রিতাল, ঢালা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।]
উল্লেখ্য, স্বরলিপি অনুসারে তালটি আড়াঠেকা হবে। লেখক তালটিকে
ত্রিতাল, ঢালা উল্লেখ করেছেন।
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
গ্রহস্বর: মা।
-
লয়: মধ্যলয়।