স্বরবিতান-২৫
 

এই গ্রন্থের ভাদ্র ১৪০৯ মুদ্রণের ৬৩ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
 

স্বরবিতান পঞ্চবিংশ খণ্ড প্রকাশিত হয় আশ্বিন ১৩৫৯ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। কয়েকটি গানের রাগ-তাল-নির্দেশে রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া যায়।

   এই গ্রন্থে পঁচিশটি গানের স্বরলিপি মুদ্রিত। তন্মধ্যে ‘আদি ব্রাহ্মসমাজের অন্যতম গায়ক’ কাঙ্গালীচরণ সেন –প্রণীত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’ (ছয় ভাগ : ১৩১১-১৩১৮) গ্রন্থের পঞ্চম ভাগে কুড়িটি এবং ষষ্ঠভাগে পাঁচটি গানের স্বরলিপি পূর্বে প্রকাশিত হইয়াছিল।
   ১৫, ১৬ ও ২০ –সংখ্যক গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।
   এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

অগ্রহায়ণ ১৩৮৩
 
গানগুলির তালিকা নিচে দেওয়া হলো। 

অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য] [নমুনা]
অন্তরে জাগিছ অন্তরযামী [পূজা-২৪৯] [তথ্য] [নমুনা]
অসীম আকাশে অগণ্য কিরণ [পূজা-৩৯৮] [তথ্য] [নমুনা]
আজ বুঝি আইল প্রিয়তম [পূজা ও প্রার্থনা-৫১] [তথ্য] [নমুনা]
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশ [পূজা-৩২০] [তথ্য] [নমুনা]
কামনা করি একান্তে [পূজা-৪১৭] [তথ্য] [নমুনা]
কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯] [তথ্য] [নমুনা]
কোথায় তুমি,আমি কোথায় [পূজা-৫১৪] [তথ্য] [নমুনা]
চরণধ্বনি শুনি তব,নাথ [পূজা-৩৯৯] [তথ্য] [নমুনা]
তারো তারো, হরি, দীনজনে [পূজা ও প্রার্থনা-৪২] [তথ্য] [নমুনা]
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য] [নমুনা]
দুখ দূর করিলে [পূজা ও প্রার্থনা-২৭] [তথ্য] [নমুনা]
দুখের বেশে এসেছ বলে [পূজা-২৩০] [তথ্য] [নমুনা]
নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মন [পূজা-৪৩২] [তথ্য] [নমুনা]
নিশিদিন চাহো রে তাঁর পানে [পূজা-২৮৮] [তথ্য] [নমুনা]
পিপাসা হায় নাহি মিটিল নাহি মিটিল [পূজা-৪৪১] [তথ্য] [নমুনা]
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন [পূজা-২২৬] [তথ্য] [নমুনা]
বসে আছি হে কবে শুনিব তোমার বাণী [পূজা-১৬৯] [তথ্য] [নমুনা]
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা [পূজা-২২৭] [তথ্য] [নমুনা]
বিপুল তরঙ্গ রে,বিপুল তরঙ্গ রে [পূজা-৩২২] [তথ্য] [নমুনা]
বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯] [তথ্য] [নমুনা]
মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে [পূজা-৫০৭] [তথ্য] [নমুনা]
যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য] [নমুনা]
সংসারে কোনো ভয় নাহি নাহি [পূজা-৪৫৫] [তথ্য] [নমুনা]
হৃদয়বেদনা বহিয়া,প্রভু, এসেছি তব দ্বারে [পূজা-৪০১] [তথ্য] [নমুনা]