কে রে ওই ডাকিছে
স্নেহের রব উঠিছে জগতে জগতে-
তোরা আয় আয় আয় আয় ॥
তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
প্রভাতে সে সুধাস্বর প্রচারে
বিষাদ তবে কেন অশ্রু বহে চোখে
শোককাতর আকুল কেন আজি !
কেন নিরানন্দ চলো সবে যাই-
পূর্ণ হবে আশা ॥
মূল গান-আলাহিয়া। ধামার (মধ্যলয়)
ডাফ বাজাত মোহন
সব সাজত নাচত
গত
সোঁ নন্দ দে দে দে দে তারি ॥
তাল মৃদঙ্গ
উপাঙ্গ
বীন ধূন নেবরকী
ঝনকার কারী ॥
গ্বাল বাল সব সঙ্গ
সখা ঠাঢ়ে বনে সাগর নাগর বনচারী।
দেখি অদারঙ্গ
ভুল প্যারী কা অঙ্গ সমান তারি ॥
-অদারঙ্গ
[সঙ্গীতমঞ্জরী]
[রবীন্দ্রসঙ্গীত
গবেষণা গ্রন্থমালা তৃতীয় খণ্ড /প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪১
- স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন। ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ থেকে স্বরবিতান-২৫ -এ গৃহীত হয়েছে।
- সুর ও তাল:
- রাগ-আলাইয়া। তাল-ধামার স্বরবিতান-২৫।
- রাগ: আলাহিয়া বিলাবল। তাল: ধামার। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৪৬]।
- রাগ: আলাইয়া (আলাহিয়া)। তাল: ধামার [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর: র্সা।
- লয়: মধ্য।