মাঘোৎসব চতুঃপঞ্চাশ (৫৪)
বৃহস্পতিবার, ১১মাঘ
১২৯০ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৮৮৪ খ্রিষ্টাব্দ]।
এই দিনে আদি ব্রাহ্মসমাজের চতুঃপঞ্চাশ সাংবৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ নয়টি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। এর মধ্যে আদি ব্রাহ্মসমাজ-মন্দিরে অনুষ্ঠিত সকালের উপাসনায় ৬টি গানগুলি পরিবেশিত হয়েছিল। বাকি ৩টি গান পরিবেশিত হয়েছিল মহর্ষি ভবনে সন্ধ্যাকালীন উপাসনায়। এই নয়টি গানের তালিকা নিচে দেওয়া হলো।
সকালের উপাসনার ৬টি গান
১. শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে [পূজা-৪৪৯] [তথ্য]
২. সংসারেতে চারি ধার [পূজা ও প্রার্থনা-১৪] [তথ্য]
৩. কী দিব তোমায় [পূজা ও প্রার্থনা-১৫] [তথ্য]
৪. কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯] [তথ্য]
৫. সকলেরে কাছে ডাকি আনন্দ-আলয়ে [পরিশিষ্ট ৩,-এর ৫] [তথ্য]
৬. তোমারেই প্রাণের আশা কহিব [পূজা ও প্রার্থনা-১৬] [তথ্য]
সন্ধ্যাকালীন উপাসনার ৩টি গান।
১. হাতে লয়ে দীপ অগণন [পূজা ও প্রার্থনা-১৭] [তথ্য]
২. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য]
৩. সকাতরে ওই কাঁদিছে সকলে [পূজা ও প্রার্থনা-১৮] [তথ্য]