মাঘোৎসব চতুঃপঞ্চাশ (৫৪)
বৃহস্পতিবার, ১১মাঘ ১২৯০ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৮৮৪ খ্রিষ্টাব্দ]।

এই দিনে দি ব্রাহ্মসমাজের চতুঃপঞ্চাশ সাংবৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ নয়টি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। এর মধ্যে আদি ব্রাহ্মসমাজ-মন্দিরে অনুষ্ঠিত সকালের উপাসনায় ৬টি গানগুলি পরিবেশিত হয়েছিল। বাকি ৩টি গান পরিবেশিত হয়েছিল মহর্ষি ভবনে সন্ধ্যাকালীন উপাসনায়। এই নয়টি গানের তালিকা নিচে দেওয়া হলো।

সকালের উপাসনার ৬টি গান

. শুভ্র সনে বিরাজ' অরুণছটামাঝে [পূজা-৪৪৯] [তথ্য]
২.
সংসারেতে চারি ধার  [পূজা ও প্রার্থনা-১৪] [তথ্য] 
৩.
কী দিব তোমায় [পূজা ও প্রার্থনা-১৫] [তথ্য]
৪.
কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯] [তথ্য]
৫.
সকলেরে কাছে ডাকি আনন্দ-আলয়ে [পরিশিষ্ট ৩,-এর ৫] [তথ্য]
৬.
তোমারেই প্রাণের আশা কহিব [পূজা ও প্রার্থনা-১৬] [তথ্য]
 

সন্ধ্যাকালীন উপাসনার ৩টি গান।

১. হাতে লয়ে দীপ অগণন [পূজা ও প্রার্থনা-১৭] [তথ্য]
. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য]
৩.
সকাতরে ওই কাঁদিছে সকলে [পূজা ও প্রার্থনা-১৮] [তথ্য]