স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২য় ভাগ-এ প্রথম
প্রকাশিত হয়। এরপর স্বরবিতান ৪র্থ খণ্ডের প্রথম সংস্করণে (চৈত্র ১৩৪৬
বঙ্গাব্দ) এই স্বরলিপিটি গৃহীত হয়। স্বরবিতান ৪র্থ খণ্ডের পরবর্তী সংস্করণে
গানটির এই স্বরলিপিটি নির্বাসিত হয়ে সুরভেদ/ছন্দোভেদ পত্রে স্থান লাভ
করেছে। স্বরবিতান-৪-এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডে (মাঘ ১৪১২)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের নাম উল্লেখ রয়েছে যথাক্রমে
ভৈরব ও
আড়া চৌতাল।
রাগ : ভৈরব। তাল :
আড়া চৌতাল
। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা:
৭৮।
রাগ: ভৈরব। তাল:
আড়া চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১] পৃষ্ঠা: ১৩৬।