স্বরবিতান চতুর্থ খণ্ড
এই গ্রন্থের মাঘ ১৪১২ মুদ্রণের১২৫ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো। স্বরবিতান চতুর্থ খণ্ড প্রকাশিত হয় ভাদ্র ১৩৪৬
সালে। প্রথম প্রকাশিত এই গ্রন্থের সম্পাদনা শ্রীশৈলজারঞ্জন মজুমদার কৃত। চৈত্র ১৩৫৮
সালে মুদ্রিত এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরাণী।
এই গ্রন্থে যে পঞ্চাশটি গানের স্বরলিপি মুদ্রিত তন্মধ্যে 'আদি ব্রাহ্মসমাজের অন্যতম
গায়ক' কাঙ্গালীচরণ সেন-প্রণীত ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি (ছয় খণ্ড : ১৩১১-১৩১৮)
গ্রন্থের প্রথম ভাগে ছয়চল্লিশটি এবং দ্বিতীয় ভাগে চারটি গানের স্বরলিপি পূর্বে
প্রকাশিত হইয়াছিল। 'মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে' 'হিন্দিভাঙা' গানের বহুপ্রচারিত
সুর ও কথা প্রথম খণ্ড ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি গ্রন্থ হইতে বর্তমান গ্রন্থের ১৯
সংখ্যায় প্রথমেই সংকলিত। এই 'ভাঙ্গা' গানেরই পূর্বতন যে রূপের স্বরলিপি
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রস্তুত করেন ও যাহা বিশ্বভারতী পত্রিকার পঞ্চদশ বর্ষের
চতুর্থ সংখ্যায় প্রকাশিত হয়, তাহাও তৃতীয় সংস্করণে (শ্রাবণ ১৩৭২) পূর্বোল্লিখিত
স্বরলিপির পরেই সংকলন করা হইয়াছে। 'চিরসখা, ছেড়ো না মোরে' গানটি রবীন্দ্রনাথের নিকট
শিখিয়া অমলা দাশ যেভাবে রেকর্ডে গাহিয়াছেন উক্ত গানের (৪৪-সংখ্যক) প্রথম স্বরলিপিতে
তাহারই অনুসরণ করা হইয়াছে। ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি প্রথম খণ্ডে এই গানের যে-স্বরলিপি
প্রকাশিত হইয়াছিল উহার সম্পাদিত পাঠ দ্বিতীয় স্বরলিপিরূপে সংকলিত হইয়াছে, -এই
স্বরলিপির সম্পাদনায় রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া গিয়াছে।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল
সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি
সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
শ্রাবণ ১৩৭৮
এই গ্রন্থে গৃহীত গানের সংখ্যা হলো- ৫০। নিচে এই গ্রন্থে গৃহীত
গানগুলির তালিকা তুলে ধরা হলো।
অনেক দিয়েছ নাথ [পূজা-৪০৭]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর ]
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫]
[তথ্য]
[নমুনা:
মূল স্বরলিপি,
সুরান্তর
]
আজি মম মন চাহে জীবনবন্ধুরে [পূজা-১৭২]
[তথ্য]
[নমুনা]
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার [পূজা-৪৮৫]
[তথ্য]
[নমুনা]
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬]
[তথ্য]
[নমুনা: মূল স্বরলিপি,
সুরান্তর]
আমারে করো জীবনদান [পূজা ও প্রার্থনা ৫৯]
[তথ্য]
[নমুনা]
একি করুণা করুণাময় [পূজা-৪৬১]
[তথ্য]
[নমুনা]
এ ভারতে রাখো নিত্য,প্রভু [স্বদেশ-৩৫]
[তথ্য]
[নমুনা]
ওহে জীবনবল্লভ ওহে সাধনদুর্লভ [পূজা-৪৮০,
পূজা ও প্রার্থনা -৬৯] [তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর]
কী গাব আমি কী শুনাব, আজি আনন্দধামে [পূজা-৩০৪]
[তথ্য]
[নমুনা]
কেমনে ফিরিয়া যাও না [পূজা-৪৪৫]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর]
গভীর রজনী নামিল হৃদয়ে [পূজা-২৫৬]
[তথ্য]
[নমুনা]
গাও বীণা-বীণা, গাও রে [পূজা-৪৫৮]
[তথ্য]
[নমুনা]
ঘাটে বসে আছিআনমনা [পূজা-১৭৪]
[তথ্য]
[নমুনা]
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না [পূজা-৪১৩]
[তথ্য]
[নমুনা]
[সুরান্তর]
জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী[পূজা-২৯৯]
[তথ্য]
[নমুনা]
ডাকো মোরে আজি এ নিশীথে [পূজা-২৮১]
[তথ্য]
[নমুনা]
তুমি আপনি জাগাও মোরে [পূজা-২৮৫]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর]
তুমি ধন্য ধন্য হে [পূজা-৪৭৪]
[তথ্য]
[নমুনা]
তুমি বন্ধু,তুমি নাথ [পূজা-৬৯]
[তথ্য]
[নমুনা]
তোমায় যতনে রাখিব হে [পূজা ও প্রার্থনা-৩৩]
[তথ্য]
[নমুনা]
তোমার অসীমে প্রাণমন লয়ে[পূজা-৫৯৬]
[তথ্য]
[নমুনা]
তোমার কথা হেথা কেহ তো বলে না [পূজা-৩৯৫]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর]
তোমার পতাকা যারে দাও [পূজা-২৩১]
[তথ্য]
[নমুনা]
তোমারি গেহে পালিছ স্নেহে [পূজা-৫০০]
[তথ্য]
[নমুনা]
তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩]
[তথ্য]
[নমুনা]
তোমারি সেবক করো হে [পূজা-১১৯]
[তথ্য]
[নমুনা]
দুখের কথা তোমায় বলিব না [পূজা ও প্রার্থনা-৩৫]
[তথ্য]
[নমুনা]
দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭]
[তথ্য]
[নমুনা]
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬]
[তথ্য]
[নমুনা]
[সুরান্তর]
নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে [পূজা-২৮৬]
[তথ্য]
[নমুনা]
বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর[পূজা-২৭৭]
[তথ্য]
[নমুনা]
ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন [পূজা-৪৬৮]
[তথ্য]
[নমুনা]
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ [পূজা-৫৪৪]
[তথ্য]
[নমুনা
[মূল স্বরলিপি]
[সুরান্তর]
মন্দিরে মম কে আসিলে হে [পূজা-৪৬০]
[তথ্য]
[নমুনা]
মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা [পূজা ও প্রার্থনা-৬১]
[তথ্য]
[নমুনা]
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে [পূজা-৩৩৭,পূজা ও প্রার্থনা-৫৬]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি]
[সুরান্তর]
যাদের চাহিয়া তোমারে ভুলেছি [পূজা-৪০৩]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি
[সুরান্তর]
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল [পূজা-২৬৩]
[তথ্য]
[নমুনা]
শান্তি করো বরিষন নীরব ধারে [পূজা-৪১০]
[তথ্য]
[নমুনা]
শুনেছে তোমার নাম অনাথ আতুর জন [পূজা-৪৫১]
[তথ্য]
[নমুনা
মূল স্বরলিপি,
সুরান্তর]
শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে [পূজা-৪৪৯]
[তথ্য]
[নমুনা]
[সুরান্তর]
শূন্য হাতে ফিরি, হে [পূজা-৪০০]
[তথ্য]
[নমুনা]
শ্রান্ত কেন ওহে পান্থ [পূজা-৪৫৭]
[তথ্য]
[নমুনা]
সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭]
[তথ্য]
[নমুনা]
সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে [পূজা-৩২৩]
[তথ্য]
[নমুনা]
সফল করো হে প্রভু আজি সভা [পূজা-৩০৫]
[তথ্য]
[নমুনা]
সুধাসাগরতীরে হে, তীরে [আনুষ্ঠানিক-২]
[তথ্য]
[নমুনা]
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে [পূজা-৫২৩]
তথ্য]
[নমুনা]
হে সখা, মম হৃদয়ে রহো [পূজা-৪১১] [তথ্য]
[নমুনা
স্বরলিপি]
[সুরান্তর]