বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
পাঠ ও পাঠভেদ:
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
তুমি সদা নিকটে আছ
ব’লে।
স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা
গাঁথিছে হে শুভ্র কিরণমালা
॥
বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে,
তোমার ক্রোড় প্রসারিত ব্যোমে ব্যোমে।
আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়ে
তব স্নেহমুখপানে চাহি চিরদিন
॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৫৬][নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৫] [নমুনা]
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৮৫। উপ-বিভাগ বিবিধ-১০।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৬৮-১৬৯ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। হাম্বীর-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৬-৮৭।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন-চৈত্র ১৮০৮ শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। হাম্বীর-চৌতাল।
পৃষ্ঠা: ২১৯। [নমুনা]
পরিবেশনা: ১১ মাঘ ১২৯৩
বঙ্গাব্দ শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬ খ্রিষ্টাব্দ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবাৎসরিক মাঘোৎসব
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সায়ংকালীন অধিবেশনে গানটি
প্রথম পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান। মূল গানটির রচয়িতা ছিলেন বৈজুবাওরা।
হাম্বীর ।
চৌতাল
আজু রচ্যো করতার
দোউ
জগ হোর প্রগট্যো,
উত শ্রীকমলা-পতি, ইত শ্রীনন্দজুকো-নন্দন
॥
উত সুরন সুখ করণ, ইত ভক্তন-দুখ-হরণ,
নিরগুণ সগুণ
দোউ- স্বরূপ একহী বন্দন
॥
উত বিষ্ণু বৈকুণ্ঠনাথ, ইত কৃষ্ণ
ব্রজকে নাথ,
উত মোহিনী মাহে ঈশ, ইত
মোহন গোপী ঈশ
গজ দ্রৌপদী কাটে কষ্ট
ফন্দন।
উত গদাপদ্মধর, ইত মূরলী মুকুট ধর,
বৈজু-প্রভুকোঁ ধ্যান ধরো, জনম মরণ যায় সব দ্বন্দ্বন
॥
সঙ্গীত-চন্দ্রিকা-২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা, ৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা ১০।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী।
গান সংখ্যা-২৪।
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-হাম্বীর। তাল-চৌতাল। [ স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ: হাম্বীর। তাল: চৌতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৭]
রাগ: হাম্বীর। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: গা।
লয়: মধ্য।