বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
৪৮৫
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
তুমি সদা নিকটে আছ
ব’লে।
স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা
গাঁথিছে হে শুভ্র কিরণমালা
॥
বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে,
তোমার ক্রোড় প্রসারিত ব্যোমে ব্যোমে।
আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়ে
তব স্নেহমুখপানে চাহি চিরদিন
॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি
নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে
এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০] গান সংখ্যা ২২। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ১৮২
[নমুনা]
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩]
পৃষ্ঠা: ২৮৩ [নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৫৬]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ]। ব্রহ্মসঙ্গীত। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৩৪]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৬৫।
[নমুনা
]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০] গান সংখ্যা ৩৩৯। রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ৩৪০
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
কাব্য-গ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা: ১৪৫]
[নমুনা]
-
প্রথম খণ্ড দ্বিতীয়
সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৮৫। উপ-বিভাগ
বিবিধ-১০।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান
প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৬৮-১৬৯
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। হাম্বীর-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১) গান সংখ্যা: ৩৩৯। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী হাম্বির-তাল চৌতাল। পৃষ্ঠা: ১০৩৮ [নমুনা]
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৬
সংখ্যক গান। পৃষ্ঠা ৮৬-৮৭।[নমুনা]
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন-চৈত্র ১৮০৮ শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। হাম্বীর-চৌতাল।
পৃষ্ঠা: ২১৯। [নমুনা]
-
পরিবেশনা: ১১ মাঘ ১২৯৩
বঙ্গাব্দ শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬ খ্রিষ্টাব্দ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবাৎসরিক মাঘোৎসব
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সায়ংকালীন অধিবেশনে গানটি
প্রথম পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান। মূল গানটির রচয়িতা ছিলেন বৈজুবাওরা।
হাম্বীর ।
চৌতাল
আজু রচ্যো করতার
দোউ
জগ হোর প্রগট্যো,
উত শ্রীকমলা-পতি, ইত শ্রীনন্দজুকো-নন্দন
॥
উত সুরন সুখ করণ, ইত ভক্তন-দুখ-হরণ,
নিরগুণ সগুণ
দোউ- স্বরূপ একহী বন্দন
॥
উত বিষ্ণু বৈকুণ্ঠনাথ, ইত কৃষ্ণ
ব্রজকে নাথ,
উত মোহিনী মাহে ঈশ, ইত
মোহন গোপী ঈশ
গজ দ্রৌপদী কাটে কষ্ট
ফন্দন।
উত গদাপদ্মধর, ইত মূরলী মুকুট ধর,
বৈজু-প্রভুকোঁ ধ্যান ধরো, জনম মরণ যায় সব দ্বন্দ্বন
॥
সঙ্গীত-চন্দ্রিকা-২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা, ৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা ১০।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী।
গান সংখ্যা-২৪।
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
-
রাগ-হাম্বীর। তাল-চৌতাল। [স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
-
রাগ:
হাম্বীর। তাল:
চৌতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৭]
-
রাগ: হাম্বীর। তাল: চৌতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ
- গ্রহস্বর: গা।
- লয়: মধ্য।