রবীন্দ্রগ্রন্থাবলী
১৩১১ বঙ্গাব্দের ১৩ই ভাদ্র [২৯শে আগষ্ট
১৯০৪ খ্রিষ্টাব্দ, সোমবার], ৭০ নম্বর কলুটোলা স্ট্রিটে অবস্থিত
হিতবাদী-কার্যালয় থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়। ১ টাকা ২ আনা মূল্যের এই
গ্রন্থটির পৃষ্ঠাসংখ্যা ছিল ১৩০০ এবং মুদ্রণ সংখ্যা ছিল দশ হাজার।
এই সংকলনটিতে ছিল রবীন্দ্রনাথের
রচনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে প্রকাশ করা হয়েছিল। যেমন-
-
গল্প সংকলন। সংসার-চিত্র (২৩টি
গল্প), সমাজচিত্র (১৪টি গল্প), রঙ্গচিত্র (চিরকুমার সভা), ৪টি গল্প এবং
বিচিত্র চিত্র (১৬টি গল্প)। পৃষ্ঠা: ১-৫০৪।
-
উপন্যাস কাব্য, নাটক, গানের সংকলন:
বৌ-ঠাকরুণীর হাট, রাজর্ষি, নষ্টনীড়, রাজারাণী, বিসর্জন, গোড়ায় গলদ,
চিত্রাঙ্গদা, বিদায়-অভিশাপ, বৈকুণ্ঠের খাতা, মায়ার খেলা, গানের বহি,
সমালোচনা, আলোচনা ও য়ুরোপ প্রবাসীর পত্র।
নিচে রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত
বিষয় হিসেবে মায়ারখেলা এবং গানের বহির অন্তর্ভুক্ত গানগুলোর তালিকা তুলে
ধরা হলো।
সূচি
-
আমি জেনে শুনে বিষ করেছি [মায়ার খেলা]
[তথ্য]
-
এসেছি গো এসেছি [প্রেম-৩৫৮] [তথ্য]
-
ওই কে গো হেসে
চায় [মায়ারখেলা]
[তথ্য]
-
ওকে বল, সখী, বল [প্রেম-৩৮০] [তথ্য]
-
ওকে বোঝা গেল না [মায়ারখেলা]
[তথ্য]
-
ওলো রেখে দে সখী, রেখে দে [প্রেম-৩১৩] [তথ্য]
-
কাছে আছে দেখিতে না পাও [প্রেম-৩৬০] [তথ্য]
-
কী হল আমার [প্রেম-৩৪৯] [তথ্য]
-
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই [প্রেম-৩৮১] [তথ্য]
-
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
[তথ্য]
[নমুনা]
-
তারে দেখাতে পারি নে [প্রেম-৩১৪] [তথ্য]
-
দিবস রজনী আমি যেন কার [প্রেম-৩১৬] [তথ্য]
-
প্রেমপাশে ধরা পড়েছে দুজনে [মায়ারখেলা] [তথ্য]
-
প্রেমের ফাঁদ পাতা ভুবনে [প্রেম-৩৫৭] [তথ্য]
-
ভালোবেসে যদি সুখ নাহি [প্রেম-৩৫৫] [তথ্য]
-
মিছে ঘুরে এ জগতে [মায়ারখেলা] [তথ্য]
-
যেও না, যেও না ফিরে [প্রেম-৩৫৯] [তথ্য]
-
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি [প্রেম-৩৫৬] [তথ্য]
- সখী, বহে গেল বেলা [প্রেম-৩১২] [তথ্য]
-
সুখে আছি, সুখে আছি
[প্রেম-৩৫৪]
[তথ্য]