রবীন্দ্রগ্রন্থাবলী
১৩১১ বঙ্গাব্দের ১৩ই ভাদ্র [২৯শে আগষ্ট ১৯০৪ খ্রিষ্টাব্দ, সোমবার], ৭০ নম্বর কলুটোলা স্ট্রিটে অবস্থিত হিতবাদী-কার্যালয় থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়। ১ টাকা ২ আনা মূল্যের এই
গ্রন্থটির পৃষ্ঠাসংখ্যা ছিল ১৩০০ এবং মুদ্রণ সংখ্যা ছিল দশ হাজার। এই সংকলনটিতে ছিল রবীন্দ্রনাথের রচনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে প্রকাশ করা হয়েছিল। যেমন-
-
গল্প সংকলন। সংসার-চিত্র (২৩টি গল্প), সমাজচিত্র (১৪টি গল্প), রঙ্গচিত্র (চিরকুমার সভা), ৪টি গল্প এবং বিচিত্র চিত্র (১৬টি গল্প)। পৃষ্ঠা: ১-৫০৪।
- উপন্যাস কাব্য, নাটক, গানের সংকলন: বৌ-ঠাকরুণীর হাট, রাজর্ষি, নষ্টনীড়, রাজারাণী, বিসর্জন, গোড়ায় গলদ, চিত্রাঙ্গদা, বিদায়-অভিশাপ, বৈকুণ্ঠের খাতা, মায়ার খেলা, গানের বহি, সমালোচনা, আলোচনা ও য়ুরোপ প্রবাসীর পত্র।
নিচে রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত বিষয় হিসেবে মায়ারখেলা এবং গানের বহির অন্তর্ভুক্ত গানগুলোর তালিকা তুলে ধরা হলো।
সূচি
- অনন্ত সাগর মাঝে দাও তরী ভাসাইয়া
[প্রেম ও প্রকৃতি-৪৪]
[তথ্য]
[নমুনা]
- অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬]
[তথ্য]
[নমুনা]
- অনেক দিয়েছো নাথ,আমার বাসনা তবু পুরিল না [ব্রহ্মসংগীত][নমুনা]
- অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ [ব্রহ্মসংগীত]
[পূজা-১১৪] [তথ্য]
[নমুনা
(প্রথমাংশ,
শেষাংশ)]
- অলি বারবার ফিরে যায় [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- অহো, আস্পর্ধা এ কী তোদের নরাধম [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- আইলো আজি প্রাণসখা, দেখরে নিখিল জন [ব্রহ্মসংগীত][নমুনা]
- আগে চল্ আগে চল্ ভাই [স্বদেশ-১৮]
[তথ্য]
[নমুনা প্রথমাংশ,
শেষাংশ]
- আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- আছে তোমার বিদ্যে সাধ্যি জানা [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা (১, ২)]
- আজ আসবে শ্যাম গোকূলে ফিরে [নমুনা (গানের বহি)]
- আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- আজ তোমারে দেখতে এলেম [প্রেম-৩৬৫]
[তথ্য]
[নমুনা]
- আজ বুঝি আইলো প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইলো [ব্রহ্মসংগীত][নমুনা]
- আজি আঁখি জুড়াল হেরিয়ে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, স্ত্রীগণ ও পুরুষগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- আজি এনেছে তাহারি আশীর্বাদ, প্রভাত কিরণে [ব্রহ্মসংগীত][নমুনা]
- আজি বহিছে বসন্ত পবন সুমন্দ [ব্রহ্মসংগীত][নমুনা]
- আজি শরততপনে প্রভাতস্বপনে[প্রকৃতি-১৪১]
[তথ্য]
[নমুনা]
- আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই [ব্রহ্মসংগীত][নমুনা]
- আজি সখি মুহুমুহু, গাহে পিক কুহুকুহু [নমুনা (১, ২) (গানের বহি)]
- আজি হেরি সংসার অমৃতময় [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- আঁধার রজনী পোহালো, জগত পুরিলো পুলকে [ব্রহ্মসংগীত]
[নমুনা]
- আঁধার শাখা উজল করি [নাট্যগীতি-১০]
[তথ্য]
[নমুনা]
- আনন্দধ্বনি জাগাও গগনে [স্বদেশ-১৯]
[তথ্য]
[নমুনা]
- আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার [ব্রহ্মসংগীত][নমুনা]
- আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- আবার মোরে পাগল করে দিবে কে [নমুনা (১, ২) (গানের বহি)]
- আমরা মিলেছি আজ মায়ের ডাকে [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- আমরা যে শিশু অতি, অতি ক্ষুদ্র মন [ব্রহ্মসংগীত][নমুনা]
- আমাদের সখীরে কে নিয়ে যাবে রে [নমুনা (গানের বহি)]
- আমায় ছʼজনায় মিলে পথ দেখায় বলে [ব্রহ্মসংগীত][নমুনা]
- আমায় বলো না গাহিতে বোলো না [স্বদেশ-২২]
[তথ্য]
[নমুনা প্রথমাংশ,
শেষাংশ]
- আমার পরান যাহা চায় [মায়ার খেলা, দ্বিতীয় দৃশ্য, শান্তার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১,২) (গানের বহি)]
- আমার পরান লয়ে কি খেলা খেলাবে [নমুনা (গানের বহি)]
- আমার প্রাণের পরে চলে গেল কে
[নমুনা (গানের বহি)]
- আমার যা আছে আমি সকল দিতে পারিনি [ব্রহ্মসংগীত]
[নমুনা]
- আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে
[তথ্য]
[নমুনা]
- আমারেও করো মার্জ্জনা [ব্রহ্মসংগীত]
[নমুনা]
- আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে
[নমুনা (গানের বহি)]
- আমি একলা চলেছি এ ভবে [নমুনা (গানের বহি)]
- আমি কারেও বুঝিনে, শুধু বুঝেছি তোমারে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১, ২) (গানের বহি)]
- আমি জেনেশুনে তবু ভুলে আছি [ব্রহ্মসংগীত][নমুনা]
- আমি জেনে শুনে বিষ করেছি পান [মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, অশোকের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, শান্তার গান][নমুনা]
- আমি দীন অতি দীন, কেমনে শুধিবো নাথ হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- আমি নিশিদিন তোমায় ভালবাসি [নমুনা (গানের বহি)]
- আমি নিশি নিশি কত রচিব শয়ন [নমুনা (গানের বহি)]
- আমি স্বপনে রয়েছি ভোর [নমুনা (গানের বহি)]
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, প্রমদার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- আমিই শুধু রইনু বাকি [বিচিত্র-১৩৫]
[তথ্য]
[নমুনা]
- আয় তবে সহচরী [প্রেম-৩৬৪]
[তথ্য]
[নমুনা]
- আর কি আমি ছাড়ব তোরে [নমুনা (গানের বহি)]
- আর কেন আর কেন [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, প্রমদা ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- আরতি করে চন্দ্র তপন, দেবমানব বন্দে চরণ [ব্রহ্মসংগীত][নমুনা]
- আর না আর না এখানে আর না [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুগণের গান][নমুনা (১, ২)]
- আরে কী এত ভাবনা, কিছু তো বুঝিনা [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- আহা আজি এ বসন্তে, এত ফুল ফুটে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, সখীগণের গান]
[নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- আয় মা আমার সাথে, কোনো ভয় নাহি আর [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- আয়রে আয়রে সাঁঝের বা [নমুনা (গানের বহি)]
- আয়লো সজনি সবে মিলে [নমুনা (গানের বহি)]
- আঃ কাজ কী গোলমালে [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- আঃ বেচেছি এখন, শর্মা ওদিকে আর নন [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- উলঙ্গিনী নাচে রণরঙ্গে [নমুনা (গানের বহি)]
- এই বেলা সবে মিলে চলোহো চলোহো [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- এই যে হেরি গো দেবী আমারি [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- এক ডোরে বাঁধা আছি মোরা সকলে [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- একবার তোরা মা বলিয়া ডাক [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- এ কী অন্ধকার এ ভারতভূমি [ব্রহ্মসংগীত][নমুনা-ক (১, ২) (গানের বহি)][নমুনা-খ (ব্রহ্মসংগীত)]
- এ কী এ, এ কী এ স্থিরচপলা [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা (১, ২)]
- এ কী এ ঘোর বন, এনু কোথায় [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, বালিকার গান][নমুনা]
- এ কী এ সুন্দর শোভা, কী মুখ হেরি এ [ব্রহ্মসংগীত][নমুনা]
- এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- এ কী সুগন্ধ হিল্লোল বহিলো [ব্রহ্মসংগীত][নমুনা]
- এ কী স্বপ্ন, এ কী মায়া [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, অমর, প্রমদা ও পুরুষগণের গান][নমুনা (১, ২) (মায়ার খেলা)][নমুনা (গানের বহি)]
- এ কী হরষ হেরি কাননে [নমুনা (গানের বহি)]
- এ কেমন হল মন আমার [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- এখন করবো কি বল [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- এখনো আঁধার রয়েছে হে নাথ [ব্রহ্মসংগীত][নমুনা]
- এখনো তারে চোখে দেখিনি [তথ্য]
[নমুনা
[প্রথমাংশ,
শেষাংশ ]
- এত আনন্দধ্বনি উঠিল কোথায় [ব্রহ্মসংগীত][নমুনা]
- এতদিন পরে সখি, সত্য সে কি হেথা ফিরে এল [নমুনা (১, ২) (গানের বহি)]
- এতদিন বুঝিনাই বুঝেছি ধীরে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, অশোকের গান][নমুনা]
- এত ফুল কে ফুটালে কাননে [নমুনা (গানের বহি)]
- এত রঙ্গ শিখেছো কোথা মুন্ডমালিনী [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- এ তো খেলা নয়, খেলা নয় [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, প্রমদার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- এনেছি মোরা এনেছি মোরা [বাল্মিকীপ্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- এ পরবাসে রবে কে হায় [ব্রহ্মসংগীত][নমুনা]
- এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা [ব্রহ্মসংগীত][নমুনা]
- এবার যমের দুয়োর খোলা পেয়ে [নমুনা (১, ২) (গানের বহি)]
- এ ভাঙা সুখের মাঝে নয়নজলে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, অমরের গান][নমুনা]
- এমন আর কতদিন চলে যাবে রে [নমুনা (গানের বহি)]
- এমন দিনে তারে বলা যায় [নমুনা (গানের বহি)]
- এ মোহ আবরণ খুলে দাও দাও হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- এরা পরকে আপন করে, আপনারে পর [নমুনা (গানের বহি)]
- এরা সুখের লাগি চাহে প্রেম [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- এস এস বসন্ত ধরাতলে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, অমর, শান্তা, স্ত্রীগণ ও পুরুষগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- এসেছি গো এসেছি [প্রেম-৩৫৮][তথ্য][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, অশোকের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- এসেছে সকলে কত আশে, দেখ চেয়ে [ব্রহ্মসংগীত][নমুনা]
- ঐ আঁখিরে, ফিরে ফিরে চেয়োনা চেয়োনা, ফিরে যাও [নমুনা (গানের বহি)]
- ঐ কে আমায় ফিরে ডাকে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ঐ পোহাইল তিমির রাতি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ঐ বুঝি বাঁশী বাজে [নমুনা (গানের বহি)]
- ঐ মেঘ করে বুঝি গগনে [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, বালিকার গান][নমুনা]
- ওই কথা বল সখি, বল আর বার [নমুনা (গানের বহি)]
- ওই কে গো হেসে চায় [মায়ারখেলা, চতুর্থ দৃশ্য, অমরের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১,২) (গানের বহি)]
- ওই জানালার কাছে বসে আছে
[তথ্য]
[নমুনা-ক
(প্রথমাংশ,
শেষাংশ),
[নমুনা-খ নমুনা (গানের বহি)]
- ওই মধুর মুখ জাগে মনে [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ওকি সখা, কেন মোরে কর তিরস্কার [নমুনা (গানের বহি)]
- ওকি সখা, মুছ আঁখি, আমার তরেও কাঁদিবে কি [নমুনা (গানের বহি)]
- ও কেন চুরি ক'রে চায় [প্রেম-৩৯১][তথ্য][নমুনা (গানের বহি)]
- ও কেন ভালবাসা জানাতে আসে [নমুনা-ক, নমুনা-খ (গানের বহি)]
- ওকে কেন কাঁদালি, ও যে কেঁদে চলে যায় [নমুনা (গানের বহি)]
- ওকে বল, সখী, বল [প্রেম-৩৮০][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, প্রমদা ও সখীগণের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ওকে বোঝা গেল না [মায়ারখেলা, চতুর্থ দৃশ্য, সখীগণের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ও গান গাসনে, গাসনে, গাসনে [নমুনা (গানের বহি)]
- ওগো এত প্রেম-আশা [প্রেম-৩০২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ওগো তোরা কে যাবি পারে [নমুনা (গানের বহি)]
- ওগো, দেখি, আঁখি তুলে চাও [মায়ার খেলা, চতুর্থ দৃশ্যে অমর ও সখীগণের গান][নমুনা-১ (১, ২) (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ওগো শোনো কে বাজায় [প্রেম-৫৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ ]
- ওগো সখী, দেখি দেখি, মন কোথা আছে [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, অশোক ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ওঠ ওঠরে, বিফলে প্রভাত বহে যায় যে [ব্রহ্মসংগীত][নমুনা]
- ওলো রেখে দে সখী, রেখে দে [প্রেম-৩১৩][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, প্রমদার গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে চাও [ব্রহ্মসংগীত][নমুনা]
- কখন যে বসন্ত গেল [প্রেম-৩০৪]
[তথ্য]
[নমুনা]
- কত দোষ করেছি যে, ক্ষমা করো, লহো কোলে [ব্রহ্মসংগীত][নমুনা]
- কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া [নমুনা (গানের বহি)]
- কাছে আছে দেখিতে না পাও [প্রেম-৩৬০]
[তথ্য]
[মায়ার খেলা, দ্বিতীয় দৃশ্যে মায়াকুমারীগণের গান]
[নমুনা]
[গানের বহি ]
নমুনা
- কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- কাছে তার যাই যদি, কত যেন পায় নিধি [নমুনা (গানের বহি)]
- কালী কালী বলোরে আজ [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- কি করিলি মোহের ছলনে [ব্রহ্মসংগীত][নমুনা]
- কিছুই তো হলো না [নমুনা (গানের বহি)]
- কি দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায় [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, বালিকার গান][নমুনা (১, ২)]
- কি ভয় অভয়ধামে, তুমি মহারাজা, ভয় যায় তব নামে [ব্রহ্মসংগীত][নমুনা]
- কী বলিনু আমি, এ কী সুললিত বাণী রে [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- কী হল আমার [প্রেম-৩৪৯] [তথ্য][গানের বহি][নমুনা]
- কে এল আজি এ ঘোর নিশীথে [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বনদেবীগণের গান][নমুনা (১, ২)]
- কে তুমি গো খুলিয়াছো স্বর্গের দুয়ার [নমুনা (গানের বহি)]
- কে ডাকে, আমি কভু ফিরে নাহি চাই [প্রেম-৩৮১][তথ্য][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, প্রমদার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- কেন এলি রে, ভালবাসিলি, ভালবাসা পেলিনে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, প্রমদা ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১, ২) (গানের বহি)]
- কেন গো আপনমনে, ভ্রমিছো বনে বনে [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, লক্ষ্মীর গান][নমুনা]
- কেন চেয়ে আছ গো মা মুখপানে [নমুনা (গানের বহি)]
- কেন জাগে না জাগে না অবশ পরাণ [ব্রহ্মসংগীত][নমুনা]
- কেন নয়ন আপনি ভেসে যায় জলে [নমুনা (গানের বহি)]
- কেন বাণী তব নাহি শুনি নাথ হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- কেন রাজা ডাকিস কেন, এসেছি সবে [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বাল্মিকী ও দস্যুগণের গান][নমুনা]
- কেন রে চাস ফিরে ফিরে, চলে আয়রে চলে আয় [নমুনা (১, ২) (গানের বহি)]
- কেমনে ফিরিয়া যাও, না দেখি তাহারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- কে রে ওই ডাকিছে, স্নেহের রব উঠিছে জগতে জগতে [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায় [নমুনা (গানের বহি)]
- কো তুঁহু বোলবি মোয় [নমুনা (গানের বহি)]
- কোথা আছ প্রভু, এসেছি দীন হীন [ব্রহ্মসংগীত][নমুনা]
- কোথা ছিলি সজনীলো [নমুনা (গানের বহি)]
- কোথা লুকাইলে সব আশা নিভিলো [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- কোথায় জুড়াতে আছে ঠাই [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- কোথায় সে উষাময়ী প্রতিমা [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- ক্ষ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে [নমুনা (গানের বহি)]
- খাঁচার পাখি ছিলো সোনার খাঁচাটিতে [নমুনা (গানের বহি)]
- খুলে দে তরণী, খুলে দে তোরা [নমুনা (গানের বহি)]
- গহন কুসুমকুঞ্জ মাঝে [নমুনা (গানের বহি)]
- গহন ঘন ছাইল গগন ঘনাইয়া [প্রকৃতি-২৯]
[তথ্য]
[নমুনা]
- গহন ঘন বনে, পিয়াল তমাল সহকার ছায়ে [নমুনা (১, ২) (গানের বহি)]
- গহনে গহনে যারে তোরা, নিশি বহে যায় যে [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- গাও বীণা, বীণা গাও রে [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- গা সখি, গাইলি যদি আমার সে গান [নমুনা (গানের বহি)]
- গেল গেল নিয়ে গেল এ প্রণয় স্রোতে [নমুনা (১, ২) (গানের বহি)]
- গেল গো, ফিরিল না, চাহিল না, পাষাণ সে
[তথ্য]
[নমুনা]
- গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ হোতা যাসনে [নমুনা (গানের বহি)]
- ঘোরা রজনী এ, মোহ ঘনঘটা [ব্রহ্মসংগীত][নমুনা]
- চরাচর সকলি মিছে মায়া, ছলনা [নমুনা (গানের বহি)]
- চল চল ভাই ত্বরা করে মোরা আগে যাই [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- চলিয়াছি গৃহপানে, খেলাধুলা অবসান [ব্রহ্মসংগীত][নমুনা]
- চলেছে তরণী প্রসাদ পবনে [ব্রহ্মসংগীত][নমুনা]
- চাঁদ হাস হাস [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, শান্তা, পুরুষ ও স্ত্রীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- চাহিনা সুখে থাকিতে হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে [ব্রহ্মসংগীত][নমুনা]
- চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, দস্যুগণের গান]
[নমুনা]
- জগতে তুমি রাজা, অসীম প্রতাপ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- জগতের পুরোহিত তুমি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- জয় রাজরাজেশ্বর, জয় অরুপ সুন্দর [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- জাগিতে হবে রে, মোহনিদ্রা কভু না রবে চিরদিন [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- জাগ্রত বিশ্বকোলাহল মাঝে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- জীবনে আজ কি প্রথম এল বসন্ত [তথ্য][নমুনা ১: মায়ার খেলা (দ্বিতীয় দৃশ্যে অমরের গান)][নমুনা ২: গানের বহি]
- জীবনের কিছু হল না হায় [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- ঝর ঝর রক্ত ঝরে কাটামুন্ড বেয়ে [নমুনা (গানের বহি)]
- ডাকিছ কে তুমি তাপিত জনে [ব্রহ্মসংগীত][নমুনা]
- ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- ডাকি তোমারে কাতরে, দয়া কর দীনে [ব্রহ্মসংগীত][নমুনা]
- ডুবি অমৃত পাথারে, যাই ভুলে চরাচর [ব্রহ্মসংগীত][নমুনা]
- ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তব প্রেম সুধারসে মেতেছি [ব্রহ্মসংগীত][নমুনা]
- তবু পারিনে সপিতে প্রাণ [নমুনা (গানের বহি)]
- তবু মনে রেখো, যদি দূরে যাই চলে [নমুনা (১, ২) (গানের বহি)]
- তবে আয় সবে আয় [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- তবে কি ফিরিবো ম্লান মুখে সখা [ব্রহ্মসংগীত][নমুনা]
- তবে শেষ করে দাও শেষ গান [নমুনা (গানের বহি)]
- তবে সুখে থাক, সুখে থাক [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, অমর, প্রমদা ও সখীগণের গান][নমুনা]
- তারʼ তারʼ হরি দীন জনে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- তারে কেমনে ধরিবে সখী, যদি ধরা দিলে [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- তারে দেখাতে পারিনে কেন প্রাণ [প্রেম-৩১৪][মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, অশোকের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- তাহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তাহার প্রেমে কে ডুবে আছে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তুমি আপনি জাগাও মোরে তব সুধা পরশে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- তুমি কি গো পিতা আমাদের [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, সখীগণের গান][নমুনা-১ (১, ২) (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা [নমুনা (১, ২ (গানের বহি)]
- তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তুমি জাগিছ কে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তুমি ধন্য, ধন্য হে, ধন্য তব প্রেম [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- তুমি বন্ধু তুমি নাথ, নিশিদিন তুমি আমার [ব্রহ্মসংগীত][নমুনা]
- তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- তোমরা সবাই ভাল [নমুনা (গানের বহি)]
- তোমার কথা হেথা কেহ তো বলেনা [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- তোমারি ইচ্ছা হউক পূর্ণ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ [জাতীয় সংগীত-৮]
[তথ্য]
[নমুনা]
- তোমারি মধুর রূপে ভরেছো ভুবন [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- তোমারি রাগিণী জীবনকুঞ্জে বাজে যেন সদা বাজে গো [ব্রহ্মসংগীত] [পূজা-১০৩]
[তথ্য]
[নমুনা]
- তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোমারেই প্রাণের আশা কহিবো [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোমারে জানিনে হে, তবু মন তোমাতে ধায় [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোমা লাগি নাথ, জাগি জাগি হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোমায় যতনে রাখিবো হে, রাখিবো কাছে [ব্রহ্মসংগীত][নমুনা]
- তোরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে [নমুনা (গানের বহি)]
- থাকতে আর তো পারলিনে মা [নমুনা (১, ২) (গানের বহি)]
- থাম থাম কি করিবি বধি পাখিটির প্রাণ [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বাল্মিকী ও ব্যাধগণের গান][নমুনা]
- দাও হে হৃদয় ভরে দাও [ব্রহ্মসংগীত][নমুনা]
- দাড়াও মাথা খাও, যেওনা সখা [নমুনা (গানের বহি)]
- দিন তো চলি গেলো প্রভু বৃথা [ব্রহ্মসংগীত][নমুনা]
- দিবস রজনী আমি যেন কার [প্রেম-৩১৬][তথ্য][মায়ারখেলা, পঞ্চম দৃশ্য, অমরের গান][নমুনা-১ (১,২) (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- দিবানিশি করিয়া যতন [ব্রহ্মসংগীত][নমুনা]
- দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- দুই হৃদয়ের নদী [ব্রহ্মসঙ্গীত]
[তথ্য]
[নমুনা]
- দুখ দিয়েছো দিয়েছো ক্ষতি নাই [ব্রহ্মসংগীত][নমুনা]
- দুখ দুর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ [ব্রহ্মসংগীত][নমুনা]
- দুখের কথা তোমায় বলিবো না [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- দুখের মিলন টুটিবার নয় [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- দুজনে দেখা হল মধু যামিনীরে [নমুনা (গানের বহি)]
- দুটি প্রাণ এক ঠাই তুমি তো এনেছো ডাকি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- দূরে দাড়ায়ে আছে, কেন আসে না কাছে [মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, প্রমদা ও সখীগণের গান][নমুনা]
- দুয়ারে বসে আছি প্রভু সারা বেলা [ব্রহ্মসংগীত][নমুনা]
- দেখ ওই কে এসেছে, চাও সখী চাও [নমুনা (গানের বহি)]
- দেখ চেয়ে দেখ ওই কে আসিছে [মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব [ব্রহ্মসংগীত][নমুনা]
- দেখ দেখ দুটো পাখি বসেছে গাছে [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, ব্যাধগণের গান][নমুনা]
- দেখা যদি দিলে ছেড়োনা আর [ব্রহ্মসংগীত][নমুনা]
- দেখায়ে দে কোথা আছে একটু বিরল [নমুনা (১, ২) (গানের বহি)]
- দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা
[তথ্য]
[নমুনা প্রথমাংশ,
শেষাংশ)]
- দেখো, সখা, ভুল করে ভালবেস না [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, শান্তার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- দেখো হো ঠাকুর, বলি এনেছি মোরা [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- দেবাধিদেব মহাদেব, অসীম সম্পদ, অসীম মহিমা [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- দেলো, সখী, দে, পরাইয়ে গলে [মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, প্রমদা ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে [নমুনা (গানের বহি)]
- ধীরি ধীরি প্রাণে আমার এসহে [নমুনা (১, ২) (গানের বহি)]
- নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- নমি নমি ভারতী তব কমলচরণে [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বনদেবীগণ ও বাল্মিকীর গান][নমুনা]
- নয়ন তোমারে পায়না দেখিতে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- নাচ শ্যামা তালে তালে [নমুনা (গানের বহি)]
- নাথ হে, প্রেমপথে সব বাঁধা ভাঙিয়া দাও [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, শান্তার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- না সজনী না, আমি জানি জানি সে আসিবে না [নমুনা (১, ২) (গানের বহি)]
- নিকটে দেখিবো তোমারে, করেছি বাসনা মনে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- নিমেষের তরে সরমে বাঁধিল [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- নিশিদিন চাহরে তার পানে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- নিয়ে আয় কৃপান, রয়েছে তৃষিতা শ্যামা মা [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- নীরব রজনী দেখো মগ্ন জোছনায় [নাট্যগীতি-৩]
[তথ্য]
[নমুনা (গানের বহি)]
- নূতন প্রাণ দাও প্রাণসখা, আজি সুপ্রভাতে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- পথ ভুলেছিস, সত্যি বটে [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- পথহারা তুমি পথিক যেন গো [মায়ার খেলা, দ্বিতীয় দৃশ্য, শান্তার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- পিতার দুয়ারে দাড়াইয়া সবে ভুলে যাও অভিমান [ব্রহ্মসংগীত][নমুনা]
- পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় [নমুনা (গানের বহি)]
- পূর্ণ আনন্দ, পূর্ণ মঙ্গলরুপে হৃদয়ে এসো [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- পেয়েছি অভয়পদ, আর ভয় কারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- প্রমোদে ঢালিয়া দিনু মন [নমুনা (১, ২) (গানের বহি)]
- প্রভাত হইল নিশি, কানন ঘুরে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, সখীগণ ও প্রমদার গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- প্রভাতে বিমল আনন্দে, বিকশিত কুসুমগন্ধে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- প্রভু এলেম কোথায় [ব্রহ্মসংগীত][নমুনা]
- প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কি [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- প্রেমপাশে ধরা পড়েছে দুজনে [মায়ারখেলা, চতুর্থ দৃশ্য, মায়াকুমারীগণের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- প্রেমের ফাঁদ পাতা ভুবনে [প্রেম-৩৫৭][তথ্য][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ফিরায়ো না মুখখানি, রাণী ওগো রাণী [নমুনা (গানের বহি)]
- ফিরো না ফিরো না আজি, এসেছো দুয়ারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- ফুলটি ঝরে গেছে রে [নমুনা (গানের বহি)]
- ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায় [নমুনা (গানের বহি)]
- বজাও রে মোহন বাঁশি [নমুনা (গানের বহি)]
- বধূ তোমায় করব রাজা তরুতলে
[নমুনা (গানের বহি)]
- বধূয়া অসময়ে কেন হে প্রকাশ
[নমুনা (গানের বহি)]
- বনে এমন ফুল ফুটেছে [নমুনা
[প্রথমাংশ,
শেষাংশ]
- বরিষ ধরা মাঝে শান্তির বারি [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখি কবে [প্রেম-৩৯৪]
[তথ্য]
[নমুনা
- বলবো কি আর বলবো খুড়ো [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুর গান][নমুনা]
- বলি, ও আমার গোলাপ-বালা [প্রেম ও প্রকৃতি-৫]
[তথ্য]
[নমুনা (প্রথমাংশ,
শেষাংশ)
- বলি গো সজনি, যেয়োনা যেয়োনা[প্রেম ও প্রকৃতি ৪০]
[তথ্য]
[নমুনা]
- বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও [ব্রহ্মসংগীত][নমুনা]
- বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করিনি হায় [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- বসে আছি হে, কবে শুনিবো তোমার বাণী [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- বাজিবে, সখি, বাঁশি বাজিবে [নমুনা (গানের বহি)]
- বাণী বীণাপাণি, করুণাময়ী [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, বনদেবীগণের গান][নমুনা]
- বাঁশরি বাজাতে চাহি [প্রেম-৩০৫]
[তথ্য]
[নমুনা
(প্রথমাংশ,
শেষাংশ)
- ব্যাকুল হয়ে বনে বনে [বাল্মিকী প্রতিভা][তথ্য]
[নমুনা]
- বিদায় করেছ যারে নয়নজলে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা-১ (১, ২) (মায়ার খেলা)][নমুনা (গানের বহি)]
- বুঝি বেলা বহে যায় [প্রেম-৩৭১]
[তথ্য]
[নমুনা]
- বুঝি বেলা বহে যায় [নমুনা (গানের বহি)]
- বেঁধেছো প্রেমের পাশে, ওহে প্রেমময় [ব্রহ্মসংগীত][নমুনা]
- ভবকোলাহল ছাড়িয়ে বিরলে এসেছি হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- ভালবাসিলে যদি সে ভাল না বাসে [নমুনা-ক, নমুনা-খ (১, ২) (গানের বহি)]
- ভালবেসে দুখ সেও সুখ [মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, অশোক, কুমার, প্রমদা ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ভালোবেসে যদি সুখ নাহি [প্রেম-৩৫৫][তথ্য][মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, অমর, অশোক ও কুমারের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- ভুল করেছিনু, ভুল ভেঙেছে [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- মধুনিশি পূর্ণিমার, ফিরে আসে বারবার [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, মায়াকুমারীগণের গান][নমুনা]
- মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে [মায়ার খেলা, সপ্তম দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)]
[নমুনা-২ (গানের বহি)]
- মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি
[তথ্য]
[নমুনা
- মন জানে মনোমোহন আইল, মন জানে সখি [নমুনা (গানের বহি)]
- মনে যে আশা লয়ে এসেছি
[তথ্য]
[নমুনা]
- মনে রয়ে গেল মনের কথা
[প্রথমাংশ, ২), নমুনা-খ (গানের বহি)]
- মরণ রে, তুঁহু মম শ্যামসমান [কৈশোরক-৮]
[তথ্য]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায় [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, বনদেবীগণের গান]
[তথ্য][
নমুনা]
- মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে
[তথ্য]
[নমুনা]
- মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্ব-পিতঃ [ব্রহ্মসংগীত][নমুনা]
- মা আমি তোর কি করেছি [নমুনা (গানের বহি)]
- মা একবার দাড়া গো হেরি চন্দ্রানন [নমুনা (গানের বহি)]
- মাঝে মাঝে তব দেখা পাই [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- মিছে ঘুরি এ জগতে কিসের পাকে [মায়ারখেলা, চতুর্থ দৃশ্য, অমরের গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- মিটিল সব ক্ষুধা, তাহার প্রেমসুধা [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ)]
- মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে আয় আয়
[নমুনা]
- মোরা জলেস্থলে কত
[তথ্য]
মায়ার খেলা।
[নমুনা]
গানের বহি।
[নমুনা]
- যাই যাই ছেড়ে দাও, স্রোতের মুখে ভেসে যাই [নমুনা (গানের বহি)]
- যদি আসে তবে কেন যেতে চায় [নমুনা (গানের বহি)]
- যদি কেহ নাহি চায়, আমি লইব [মায়ারখেলা, সপ্তম দৃশ্য, শান্তার গান][নমুনা]
- যাওরে অনন্ত ধামে মোহমায়া পাসরি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- যাদের চাহিয়া তোমারে ভুলেছি, তারা তো চাহেনা আমারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- যাহা পাও তাই লও, হাসিমুখে ফিরে যাও [নমুনা (গানের বহি)]
- যেও না, যেও না ফিরে [প্রেম-৩৫৯][তথ্য][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, কুমারের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- যেতে হবে আর দেরি নাই [নমুনা (১, ২) (গানের বহি)]
- যে ফুল ঝরে, সেই তো ঝরে
[তথ্য]
[নমুনা
- যে ভালবাসুক, সে ভালবাসুক, সজনী লো আমরা কে [নমুনা (গানের বহি)]
- যোগী হে, কে তুমি হৃদি আসনে [নমুনা
[প্রথমাংশ,
শেষাংশ]
- রজনী পোহাইল, চলেছে যাত্রীদল [ব্রহ্মসংগীত][নমুনা]
- রাখ রাখ ফেল ধনু, ছাড়িসনে বাণ [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- রাঙা পদ পদ্মযুগে প্রণমি গো ভবদারা [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- রাজা মহারাজা কে জানে, আমিই রাজাধিরাজ [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- রিম ঝিম ঘন ঘনরে বরিষে [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, বনদেবীগণের গান][নমুনা-ক (গানের বহি)][নমুনা-খ (১, ২) (বাল্মিকী প্রতিভা)]
- লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- শান্তি সমুদ্র তুমি গভীর [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শ্যামা এবার ছেড়ে চলেছি মা [বাল্মিকী প্রতিভা, পঞ্চম দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা [নমুনা (গানের বহি)]
- শুন নলিনী, খোল গো আঁখি
[নমুনা]
- শূন্য প্রাণ কাঁদে সদা প্রাণেশ্বর [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শুনলো শুনলো বালিকা, রাখ কুসুম মালিকা
[তথ্য]
[নমুনা]
- শুনেছে তোমার নাম, অনাথ আতুর জন [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শুভদিনে এসেছে দোহে চরণে তোমার [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শুভদিনে শুভক্ষণে, পৃথিবী আনন্দমনে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শুভ্র আসনে বিরাজ অরুণ ছটামাঝে [ব্রহ্মসংগীত][নমুনা]
- শোন তার সুধা বাণী, শুভ মুহুর্তে শান্ত প্রাণে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- শোন তোরা তবে শোন [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- শোন তোরা শোন এ আদেশ [বাল্মিকী প্রতিভা, দ্বিতীয় দৃশ্য, বাল্মিকীর গান][নমুনা]
- শোন শোন আমাদের ব্যাথা [নমুনা-ক (১, ২) (গানের বহি)][নমুনা-খ (ব্রহ্মসংগীত)]
- শ্রান্ত কেন ওহে পান্থ পথপ্রান্তে বসে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- সকল হৃদয় দিয়ে ভালবেসেছি যারে [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- সকলি ফুরাল স্বপন প্রায় [নমুনা (গানের বহি)]
- সকলেরে কাছে ডাকি, আনন্দ আলয়ে থাকি [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা [ব্রহ্মসংগীত][নমুনা]
- সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি [প্রেম-৩৫৬][মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, কুমার ও অমরের গান][তথ্য][নমুনা-১ (১,২) (মায়ার খেলা)][নমুনা-২ (১,২) (গানের বহি)]
- সখা তুমি আছো কোথা [ব্রহ্মসংগীত][নমুনা]
- সখা, মোদের বেঁধে রাখ প্রেম-ডোরে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- সখা, সাধিতে সাধাতে কত সুখ [নমুনা (গানের বহি)]
- সখা হে, কি দিয়ে আমি তুষিব তোমায় [নমুনা (গানের বহি)]
- সখী, আমারি দুয়ারে কেন আসিল [নমুনা (গানের বহি)]
- সখী, আর কতদিন সুখহীন শান্তিহীন [নমুনা (গানের বহি)]
- সখী, বল দেখি লো, নির্দয় লাজ তোর টুটিবে কি লো [নমুনা (গানের বহি)]
- সখী, বহে গেল বেলা [প্রেম-৩১২][মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, তৃতীয়া সখীর গান][তথ্য][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২(গানের বহি)]
- সখী, ভাবনা কাহারে বলে [নমুনা (১, ২) (গানের বহি)]
- সখী, সাধ করে যাহা দেবে, তাই লইব [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, কুমার ও সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১, ২) (গানের বহি)]
- সখী, সে গেল কোথায় [মায়ার খেলা, তৃতীয় দৃশ্য, প্রমদার সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- সজনি সজনি রাধিকা লো, দেখ অবহু চাহিয়া [নমুনা (গানের বহি)]
- সত্য মঙ্গল প্রেমময় তুমি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- সর্দার মশায়, দেরী না সয় [বাল্মিকী প্রতিভা, চতুর্থ দৃশ্য, দস্যুগণের গান][নমুনা]
- সবে আনন্দ করো, প্রিয়তম নাথে লয়ে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- সবে মিলি গাওরে, মিলি মঙ্গলাচরো [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া [প্রেম-৩৭০]
[তথ্য]
[নমুনা]
- সহেনা যাতনা, দিবস গণিয়া গণিয়া বিরলে [নমুনা (গানের বহি)]
- সহেনা সহেনা কাঁদে পরাণ [বাল্মিকী প্রতিভা, প্রথম দৃশ্য, বনদেবীগণের গান][নমুনা]
- সংশয় তিমির মাঝে না হেরি গতি হে [ব্রহ্মসংগীত][নমুনা]
- সংসারেতে চারিধার করিয়াছে অন্ধকার [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে [নমুনা (গানের বহি)]
- সারা বরষ দেখিনে মা, মা তুই আমার কেমন ধারা [নমুনা (গানের বহি)]
- সুখে আছি, সুখে আছি [প্রেম-৩৫৪]
[তথ্য][মায়ার খেলা, চতুর্থ দৃশ্য, প্রমদা ও সখীগণের গান]
[নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- সুখে থাকো আর সুখী করো। ব্রহ্মসঙ্গীত [আনুষ্ঠানিক-৫]
[তথ্য]
[নমুনা]
- সুমধুর শুনি আজি প্রভু তোমার নাম [ব্রহ্মসংগীত][নমুনা]
- সেই শান্তিভবন ভুবন কোথা গেল [মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য, অমরের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (১, ২) (গানের বহি)]
- সে জন কে, সখী, বোঝা গেছে [মায়ার খেলা, পঞ্চম দৃশ্য, সখীগণের গান][নমুনা-১ (মায়ার খেলা)][নমুনা-২ (গানের বহি)]
- সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক [নমুনা (গানের বহি)]
- স্বামী তুমি এসো আজ, অন্ধকার হৃদয় মাঝ [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- হলোনা লো হলোনা সই [নমুনা (গানের বহি)]
- হা কী দশা হলো আমার [বাল্মিকী প্রতিভা, তৃতীয় দৃশ্য, বালিকার গান][নমুনা]
- হা কে বলে দেবে সে ভালবাসে কি মোরে [নমুনা (গানের বহি)]
- হাতে লয়ে দীপ অগণন, চরাচর কার সিংহাসন [ব্রহ্মসংগীত][নমুনা]
- হাʼ সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যাথা [নমুনা (গানের বহি)]
- হায় কে দিবে আর সান্ত্বনা [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- হায়রে সেই তো বসন্ত ফিরে এলো [নমুনা (গানের বহি)]
- হাসি কেন নাই ও নয়নে [নমুনা (১, ২) (গানের বহি)]
- হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখি [নমুনা (গানের বহি)]
- হেদে গো নন্দরাণী
[তথ্য]
[নমুনা]
- হে মন তারে দেখ আঁখি খুলিয়ে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- হেরি তব বিমল মুখভাতি [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- হেলা ফেলা সারা বেলা [প্রেম-৩০১]
[তথ্য][নমুনা]
- হৃদয় বেদনা বহিয়া প্রভু এসেছি তব দ্বারে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- হৃদয় মন্দিরে প্রাণাধীশ আছো গোপনে [ব্রহ্মসংগীত]
[তথ্য]
[নমুনা]
- হৃদয় মোর কোমল অতি [নমুনা (গানের বহি)]
- হৃদয় সমুদ্রতীরে কে তুমি দাড়ায়ে [ব্রহ্মসংগীত][নমুনা (১, ২)]
- হৃদয়ের মণি আদরিনী মোর, আয়লো কাছে আয় [নমুনা (গানের বহি)]
- হৃদয়ে রাখ গো দেবী চরণ তোমার [বাল্মিকী প্রতিভা, ষষ্ঠ দৃশ্য, বাল্মিকী ও সরস্বতীর গান][নমুনা (১, ২)]