সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে॥
অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে―
এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে॥
স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে―
যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও―
তোমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
স্বপন সম সব জানিয়ো মনে..
নাই এ ত্রিভুবনে...
ফিরিতেছে আপন আশে...
তাহার পাশে : মায়ার খেলা (অগ্রহায়ণ ১২৯৫)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
স্বপন সম সব জানিয়ো মনে..
নাই ত্রিভুবনে...
ফিরিতেছে নিজ আশে...
তার পাশে
: গানের
বহি ও বাল্মিকী-প্রতিভা (১৩০০)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। ভৈরবী। রূপক। পৃষ্ঠা: ৯৭০, ৯৭১। [নমুনা: ৯৭০, ৯৭১ ]
সঙ্গীত-প্রকাশিকা (কার্তিক ১৩১২ বঙ্গাব্দ)। ভৈরবী-তেওরা।
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ১৪। স্বরলিপি অংশ : ৬১-৬২।
পত্রিকা:
সঙ্গীত-প্রকাশিকা (অগ্রহায়ণ ১৩১৬ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: স্বরলিপিকার অনুল্লিখিত।
সুর ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।২।২ মাত্রা ছন্দে
তেওরা তালে নিবদ্ধ।
[তেওরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ : ভৈরবী। তাল : তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: ভৈরবী। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৫৩।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: ঋা।
লয়: মধ্য।