মায়ার খেলা (গীতিনাট্য)
রবীন্দ্রনাথের রচিত গীতিনাট্য।


এই গীতিনাট্যটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন পূর্বে রচিত 'নলিনী' একটি নাটক অবলম্বনে। নাটকটির প্রথম সংস্করণের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ লিখেছিলেন-
'আমার পূর্বরচিত একটি অকিঞ্চিৎ কর গদ্যনাটিকার সহিত এই গ্রন্থের কিঞ্চিৎ সাদৃশ্য আছে। পাঠকেরা ইহাকে তাহারই সংশোধন-স্বরূপে গ্রহণ করিলে বাধিত হইব।'
রবীন্দ্রনাথের পূর্বে রচিত এই নাটকটি হলো- 'নলিনী'। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২৯১ বঙ্গাব্দে। এই নাটকের বিষয়বস্তু সম্পর্কে প্রথম সংস্করণের বিজ্ঞাপনে লিখেছিলেন-
'ইহার আখ্যানভাগ কোনো সমাজবিশেষে দেশবিশেষে বদ্ধ নহে। সংগীতের কল্পরাজ্যে সমাজনিয়মের প্রাচীর তুলিবার আবশ্যক বিবেচনা করি নাই। কেবল বিনীত ভাবে ভরসা করি, এই গ্রন্থে সাধারণ মানব-প্রকৃতিবিরুদ্ধ কিছু নাই।'
 মায়ার খেলা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল ১২৯৫ বঙ্গাব্দের ৮ পৌষ [শনিবার, ২২ ডিসেম্বর ১৮৮৮] মাসে। প্রথম সংস্করণের  বিজ্ঞাপন ও তার সাথে মুদ্রিত নাট্যের সংক্ষিপ্ত আখ্যায়িকা থেকে জানা যায়, রবীন্দ্রনাথ শ্রীমতী সরলা রায়ের অনুরোধে- সখীসমিতির মহিলা শিল্পমেলায় অভিনীত হওয়ার জন্য এই নাট্যকটি রচনা করেছিলেন। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন সরলা রায়ের অনুরোধে।

গ্রন্থটির প্রকাশ আখ্যায়িকা থেকে জানা যায়- আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে শ্রীকালিদাস চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। ৫৫ নম্বর আপার চিৎপুর রোড। অগ্রহায়ণ ১৮১০ শক। মূল্য আট আনা।

            [দেখুন : প্রথম সংস্করণের বিজ্ঞাপন ও সংক্ষিপ্ত আখ্যায়িকা]
             [দেখুন : প্রথম সংস্করণের বর্ণানুক্রমিক সূচি]

এই গীতিনাট্যের সমুদয় গানের স্বরলিপি মায়ার খেলা নামে মুদ্রিত হয়েছে। স্বরবিতান সংখ্যা ৪৮।