স্বরবিতান ৪৮
মায়ার খেলা

এই গ্রন্থের আষাঢ় ১৪১৩ মুদ্রণের ১৪৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

মায়ার খেলা স্বরলিপি-গ্রন্থ আষাঢ় ১৩৩২ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত। তাঁরই সম্পাদনায় মুদ্রিত পরবর্তী সংস্করণে (ভাদ্র ১৩৬০) ‘আজি আঁখি জুড়াল হেরিয়ে’ ও ‘একি স্বপ্ন, একি মায়া’ গান দুইটির স্বরলিপি গ্রন্থভুক্ত হয়। এই দুইটি গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর –কৃত ও যথাক্রমে ‘স্বরলিপি-গীতি-মালা’গ্রন্থ ও বিশ্বভারতী পত্রিকার ১৩৫৭, শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (জ্যৈষ্ঠ ১৩৭৬) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
|
ভাদ্র ১৩৮৩
সূচীপত্র
অলি বার বার ফিরে যায় [প্রেম-৩১৭] [তথ্য]
আজি আঁখি জুড়ালো হেরিয়ে [প্রেম-৩৫০] [তথ্য]
আমার পরান যাহা চায় [প্রেম-১৪২] [তথ্য] [নমুনা]
আমি জেনে শুনে বিষ করেছি [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল [প্রেম-৩৭৯] [তথ্য] [নমুনা]
এ তো খেলা নয় [প্রেম-৩১৫] [তথ্য] [নমুনা]
এস এস বসন্ত, ধরাতলে [প্রকৃতি-১৮৯] [তথ্য]
এসেছি গো এসেছি [প্রেম-৩৫৮] [তথ্য] [নমুনা]
ওই কে গো হেসে চায় [মায়ারখেলা] [তথ্য] [নমুনা]
ওই মধুর মুখ জাগে মনে [প্রেম-৩৫৩] [তথ্য] [নমুনা]
ওকে বল, সখী, বল [প্রেম-৩৮০] [তথ্য] [নমুনা]
ওকে বোঝা গেল না [মায়ারখেলা] [তথ্য] [নমুনা]
ওগো দেখি আঁখি মেলি চাও [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
ওলো রেখে দে সখী, রেখে দে [প্রেম-৩১৩] [তথ্য] [নমুনা]
ওগো সখী, দেখি দেখি [প্রেম-৩১১] [তথ্য] [নমুনা]
কাছে আছে দেখিতে না পাও [নাট্যগীতি ৩৬০] [তথ্য] [নমুনা]
কাছে ছিলে, দূরে গেলে [প্রেম ও প্রকৃতি ৫১] [তথ্য]
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই [প্রেম-৩৮১] [তথ্য] [নমুনা]
জীবনে আজ কি প্রথম এল বসন্ত [প্রেম-৩৬১] [তথ্য] [নমুনা]
জীবনে এ কি প্রথম বসন্ত এল [প্রেম ও প্রকৃতি ৫০] [তথ্য] [নমুনা]
তবে সুখে থাকো সুখে থাকো [মায়ার খেলা] [তথ্য][নমুনা]

তারে কেমনে ধরিবে, সখী [প্রেম-৩৫২] [তথ্য] [নমুনা]
তারে দেখাতে পারি নে [প্রেম-৩১৪] [তথ্য] [নমুনা]
তুমি কে গো সখী [মায়ারখেলা] [তথ্য] [নমুনা]
দিবস রজনী আমি যেন কার [প্রেম-৩১৬] [তথ্য] [নমুনা]
দূরে দাঁড়ায়ে আছে [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
দে লো সখি দে [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
দেখো চেয়ে দেখো ওই [মায়ারখেলা] [তথ্য] [নমুনা]
না বুঝে কারে তুমি ভাসালে [প্রেম-৩৮৪] [তথ্য]
নিমেষের তরে শরমে বাধিল [প্রেম-৩৭৮] [তথ্য] [নমুনা]
পথহারা তুমি পথিক যেন [মায়ার খেলা, প্রেম-৩৬২] [তথ্য] [নমুনা]
প্রেমপাশে ধরা পড়েছে [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
প্রেমের ফাঁদ পাতা ভুবনে [প্রেম-৩৫৭] [তথ্য] [নমুনা]
বিদায় করেছ যারে নয়নজলে [প্রেম-৩৮৩] [তথ্য]
ভালোবেসে দুখ সেও সুখ [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
ভালোবেসে যদি সুখ নাহি [প্রেম-৩৫৫] [তথ্য] [নমুনা]
ভুল করেছিনু, ভুল ভেঙেছে [প্রেম-২০৩, মায়ার খেলা] [তথ্য]
মধুর বসন্ত এসেছে [প্রকৃতি-২৭০] [তথ্য]
মিছে ঘুরি এ জগত (আমি মিছে ঘুরি এ জগতে) [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
মোরা জলেস্থলে কত [মায়ারখেলা] [তথ্য] [নমুনা]
যেয়ো না, যেয়ো না ফিরে [প্রেম-৩৫৯] [তথ্য] [নমুনা]
সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি [প্রেম-৩৫১] [তথ্য] [নমুনা]
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি [প্রেম-৩৫৬] [তথ্য] [নমুনা]
সখী, বহে গেল বেলা [প্রেম-৩১২] [তথ্য] [নমুনা]
সখী, সাধ করে যাহা দেবে [মায়ার খেলা] [তথ্য][নমুনা]
সখী, সে গেল কোথায় [প্রেম-৩৮২] [তথ্য][নমুনা]
সুখে আছি, সুখে আছি [মায়ার খেলা] [তথ্য] [নমুনা]
সে জন কে, সখী, বোঝা গেছে [মায়ার খেলা] [তথ্য][নমুনা]

এই গ্রন্থের আষাঢ় ১৪১৩ মুদ্রণের ১৪৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

মায়ার খেলা স্বরলিপি-গ্রন্থ আষাঢ় ১৩৩২ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত। তাঁরই সম্পাদনায় মুদ্রিত পরবর্তী সংস্করণে (ভাদ্র ১৩৬০) ‘আজি আঁখি জুড়াল হেরিয়ে’ ও ‘একি স্বপ্ন, একি মায়া’ গান দুইটির স্বরলিপি গ্রন্থভুক্ত হয়। এই দুইটি গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর –কৃত ও যথাক্রমে ‘স্বরলিপি-গীতি-মালা’গ্রন্থ ও বিশ্বভারতী পত্রিকার ১৩৫৭, শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (জ্যৈষ্ঠ ১৩৭৬) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮৩