বিষয়:  রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: তারে কেমনে ধরিবে
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৫২ 
	
	
		
তারে    কেমনে ধরিবে, সখী, যদি 
ধরা দিলে।
তারে    কেমনে কাঁদাবে যদি আপনি 
কাঁদিলে॥ 
         
যদি   মন পেতে চাও মন রাখো গোপনে।
         
কে তারে বাঁধিবে তুমি আপনায় বাঁধিলে॥ 
কাছে আসিলে তো কেহ কাছে রহে না।
কথা কহিলে তো কেহ কথা কহে না।
        
হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
        
হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়া সাধিলে॥
		
	
	- 
	পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।  
- 
	পাঠভেদ:                                                  
	
- 
	তথ্যানুসন্ধান
 
	- ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
			
 
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
 
	- গ্রন্থ
	- 
কাব্যগ্রন্থাবলী 
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। সখীগণের গান। ভৈরোঁ। পৃষ্ঠা: ১৪৭] 
[নমুনা]
- 
	গীতবিতান
- 
প্রথম খণ্ড, 
প্রথম সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫ 
বঙ্গাব্দ)] থেকে গৃহীত হয়েছিল।পঞ্চম দৃশ্য। সখীগণের গান। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা: ৬৭
[নমুনা]
- 
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০)। 
- প্রেম (প্রেম বৈচিত্র্য-৩২৩) পর্যায়ের ৩৫২ সংখ্যক গান।  পৃষ্ঠা: ৪০৯
- মায়ারখেলা।পঞ্চম দৃশ্য। সখীগণের গান। পৃষ্ঠা: ৬৭১।
- মায়ারখেলা। পঞ্চম দৃশ্য। সখীগণের গান। পৃষ্ঠা: ৯২৬
 
 
- 
	মায়ার খেলা
		(গীতিনাট্য)
			
			- 
			প্রথম সংস্করণ 
			[অগ্রহায়ণ ১২৯৫] পঞ্চম দৃশ্য।  মিশ্র ভৈরবী। একতাল।
সখীগণের গান। পৃষ্ঠা: ৩৭-৩৮। 
			[তথ্য] 
			[নমুনা:
			প্রথমাংশ,
			শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী
	প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। সখীগণের গান।
		পৃষ্ঠা: ২৪৬-২৪৭
 
- 
	স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) 
			খণ্ডের (আষাঢ় 
			১৪১৩
	
	বঙ্গাব্দ)
	
	বাণী অংশ : ২২। স্বরলিপি অংশ : ৯৮-৯৯।
- 
	
	বীণাবাদিনী
	
	(জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)।
			
	স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
			
	তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল। 
			মিশ্র ভৈরবী-একতালা।
- 
	প্রীতিগীতি (১৩০৫ 
			বঙ্গাব্দ)। 
- বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
- গানের 
			বহি (বিবিধ) ২২। মিশ্র ভৈরোঁ-কাওয়ালি।
	
 
    
- গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	- স্বরলিপি ও স্বরলিপিকার:  
		
	- স্বরলিপিকার
			অনুল্লিখিত। 
			[বীণাবাদিনী
	
	(জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)]
 [স্বরলিপি]
 
 
- সুর 
		ও তাল: 
	
		- 
		স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) 
			খণ্ডের (আষাঢ় 
			১৪১৩
		
		বঙ্গাব্দ)
		
		গৃহীত গানটির 
			স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি 
		৪।৪ মাত্রা ছন্দে 
			কাহারবা তালে নিবদ্ধ।
 [কাহারবা 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র  ভৈরব। 
			 [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
- 
		
		রাগ: মিশ্র রামকেলী। তাল: 
		কাহারবা
			
		 [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৫৪]।
- রাগ: যোগিয়া। তাল: কাহারবা।
		
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
			প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
			পৃষ্ঠা: ৯৫]
- গ্রহস্বর: 
		
		গা। 
- লয়: মধ্য।