বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এ তো খেলা নয়, খেলা নয়
পাঠ ও পাঠভেদ:
এ তো    খেলা নয়, খেলা নয়― এ যে হৃদয়দহনজ্বালা সখী॥
এ যে    প্রাণভরা ব্যাকুলতা,  গোপন মর্মের ব্যথা,
        এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরন ঢালা॥
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে ―
যাই -যাই করে প্রাণ, যেতে পারি নে।
        যে কথা বলিতে চাহি  তা বুঝি বলিতে নাহি ―
        কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
        যতনে গাঁথিয়ে শেষে  পরাতে পারি নে মালা॥