বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ তো খেলা নয়, খেলা নয়
পাঠ ও পাঠভেদ:
এ তো খেলা নয়, খেলা নয়―
এ যে
হৃদয়দহনজ্বালা সখী॥
এ যে প্রাণভরা ব্যাকুলতা,
গোপন মর্মের ব্যথা,
এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরন ঢালা॥
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে ―
যাই -যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি ―
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
এ তো খেলা নয়, খেলা নয়
কোথায় নামায়ে রাখি :
মায়ার খেলা
(অগ্রহায়ণ ১২৯৫)
গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
স্বরলিপি-গীতিমালা
(১৩০৪)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
কোথা
যে নামায়ে রাখি :
মায়ার খেলা
স্বরলিপি-গ্রন্থ
(আষাঢ় ১৩৩২)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬ বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৭ বৎসর বয়সের রচনা।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২৮৮) পর্যায়ের ৩১৫ সংখ্যক গান।
মায়ার খেলা