বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: পথহারা তুমি পথিক যেন গো
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৬২
পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও, কোথা যাও।
সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে
ধাও―
কোন্ মায়াপুরী-পানে
ধাও॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
পথহারা তুমি পথিক যেন গো
কোথা গেছে তব উদাস হৃদয় : মায়ার খেলা
(অগ্রহায়ণ
১২৯৫)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
কোথা চলে গেছে উদাস হৃদয় : গানের বহি
ও বাল্মিকী প্রতিভা (১৩০০)
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি::
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
মায়ার খেলা দ্বিতীয় দৃশ্য। গৃহ। শান্তার গান। ইমন কল্যাণ। পৃষ্ঠা: ১৪০]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ, ১৯০৮ খ্রিষ্টাব্দ)
। মায়ার খেলা। দ্বিতীয় দৃশ্য। গৃহ। শান্তার গান। ইমন কল্যাণ-একতালা। পৃষ্ঠা: ১০৬
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ)] মিশ্র বাহার-কাওয়ালি।
পৃষ্ঠা ৭০[
নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। ইমন
কল্যাণ-একতালা। গান সংখ্যা ১২৪। পৃষ্ঠা: ১৩০-১৩১।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গীতবিতান
- বাঙালীর গান ( ১৩১২
বঙ্গাব্দ)। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত।
ইমন কল্যাণ -
একতালা।
পৃষ্ঠা: ৬২৩
-
মায়ার খেলা
(গীতিনাট্য)
-
প্রথম সংস্করণ।
[অগ্রহায়ণ ১২৯৫]
দ্বিতীয় দৃশ্য। শান্তার গান। ইমন কল্যাণ-একতালা। পৃষ্ঠা:
৪।
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] দ্বিতীয় দৃশ্য। শান্তার গান। পৃষ্ঠা: ২৩২।
-
স্বরবিতান
অষ্টচত্বারিংশ, (৪৮) মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : ৮। স্বরলিপি অংশ : ৩৬-৩৭।
[নমুনা]
- পত্রিকা:
- বীণাবাদিনী (চৈত্র ১৩০৫ বঙ্গাব্দ)। স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল, তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল। ইমন কল্যাণ-একতালা।
- সাধনা
(মাঘ ১২৯৮ বঙ্গাব্দ)।
- আলাপিনী (চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ)
।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইন্দিরাদেবী চৌধুরানী। [সাধনা (মাঘ ১২৯৮ বঙ্গাব্দ)]
- স্বরলিপিকার অনুল্লিখিত। [আলাপিনী (চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ)]
স
- স্বরলিপিকার অনুল্লিখিত। [বীণাবাদিনী (চৈত্র ১৩০৫ বঙ্গাব্দ)]
- সুর ও তাল:
-
স্বরবিতান
অষ্টচত্বারিংশ, (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে
একতাল তালে নিবদ্ধ।
- রাগ : ইমন কল্যাণ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
- রাগ: ইমন কল্যাণ। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৪
- রাগ: ইমনকল্যাণ। তাল: একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১০]
- গ্রহস্বর:
সর্সা।
- লয়: মধ্য