বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
পথহারা তুমি পথিক যেন গো
পাঠ ও পাঠভেদ:
পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও, কোথা যাও।
সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও―
কোন্ মায়াপুরী-পানে ধাও॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
পথহারা তুমি পথিক যেন গো
কোথা গেছে তব উদাস হৃদয় :
মায়ার খেলা
(অগ্রহায়ণ
১২৯৫)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
কোথা চলে গেছে উদাস হৃদয় : গানের বহি
ও বাল্মিকী প্রতিভা (১৩০০)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]