সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে সখী!
সংসার বাহিরে থাকি, জানি নে কী ঘটে সংসারে॥
কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না পায় (― জানি নে (―
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয়দ্বারে॥
তোমার সকলই ভালোবাসি― ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধু হাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।
কোথায় তোমার সীমা ভুবনমাঝারে॥
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ২২। স্বরলিপি অংশ : ৯৯-১০১।
রেকর্ডসূত্র:
			প্রকাশের 
			কালানুক্রম: 
 
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
			
			স্বরলিপিকার:
			জ্যোতিরিন্দ্রনাথ 
			ঠাকুর। [স্বরলিপি-গীতিমালা 
			(১৩০৪ বঙ্গাব্দ)]
                   
			[ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 
			-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
                     
			
			[স্বরলিপি]
			
				রাগ : 
				
				
				সাহানা। 
		তাল : 
				
				কাহারবা। [রবীন্দ্রসংগীত: 
		রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
				
				
				পৃষ্ঠা: ৭৯।
				
				               
		[সাহানা সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা] 
				
				রাগ: 
				গৌড়মল্লার(জ্ঞ)। 
		তাল: 
				
				কাহারবা।
				[রাগরাগিণীর এলাকায় 
		রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
		আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: ১৩৮।
				
				
				
          
				
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।