সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি আর ভালো লাগে।
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে॥
কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন―
মধুর হুতাশে মধুর দহন নিতি-নব অনুরাগে॥
তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি,
সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি।
উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশানিরাশায় পরান টুটিবে―
মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণরাগে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
সখী, বহে গেল বেলা
আকুল তিয়াষ প্রেমের পিয়াস :
মায়ার খেলা
(অগ্রহায়ণ ১২৯৫)
গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
আকুল তিয়াষা প্রেমের পিয়াসা : স্বরলিপি-গীতিমালা
(১৩০৪)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই
বিচারে গানটি রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। মিশ্র ভূপালী। একতালা। পৃষ্ঠা: ৯৬৯। [নমুনা: ৯৬৯ ]
স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)। কীর্তনাঙ্গিক, বেলাওল ভূপালি-একতালা।
প্রীতিগীতি (১৩০৫ বঙ্গাব্দ)।
সঙ্গীতসার সংগ্রহ দ্বিতীয় ভাগ (১৩০৬ বঙ্গাব্দ)।
বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
গানের বহি (বিবিধ) ৪। মিশ্র ভূপালী-একতালা।
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ১১। স্বরলিপি অংশ : ৪৬-৪৮।
পত্রিকা:
সাধনা (পৌষ ১২৯৯ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
[স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)]
[ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
ইন্দিরাদেবী
চৌধুরানী।
[সাধনা (পৌষ
১২৯৯ বঙ্গাব্দ)]
[
ইন্দিরাদেবী
চৌধুরানী
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
সুর ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) সুরভেদ/ছন্দভেদ অংশে 'স্বরলিপি-গীতিমালা'য় মুদ্রিত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত স্বরলিপিটির সুরভেদ দেখানো হয়েছে (পৃষ্ঠা ১৫১)।
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : কীর্তনাঙ্গ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
রাগ : বিলাবল-কীর্তন। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: কীর্তন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সসা।
লয়: মধ্য।