বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৮১
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই॥
পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হাহুতাশ―
চকিতে শুনিতে শুধু পাই। চ'লে যাই॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
মায়ার খেলা।
তৃতীয়
দৃশ্য। প্রমদার গান। বসন্ত বাহার। পৃষ্ঠা: ১৪২]
[নমুনা]
-
গান
প্রমদার গান।
বসন্তবাহার-কাওয়ালি। পৃষ্ঠা: ১১৪]
[নমুনা]
-
গীতবিতান
-এর প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৫২)
পর্যায়ের
৩৮১
সংখ্যক গান।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১
বঙ্গাব্দ)। গানের বহি। বসন্তবাহার। কাওয়ালি। পৃষ্ঠা: ৯৭০। [নমুনা:
৯৭০ ]
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
বাণী অংশ :
১২।
স্বরলিপি অংশ :
৫৩।
-
বীণাবাদিনী
(অগ্রহায়ণ ১৩০৫ বঙ্গাব্দ)।
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।পরজ
সোহিনী-কাওয়ালি।
- গানের
বহি (বিবিধ) ৭। বসন্ত বাহার-কাওয়ালি।
- বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ড (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)]
[স্বরলিপি]
-
স্বরলিপিকার
অনুল্লিখিত। [বীণাবাদিনী
(চৈত্র ১৩০৫ বঙ্গাব্দ)]
[স্বরলিপি]
- সুর
ও তাল: