বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: না বুঝে কারে তুমি ভাসালে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৮৪
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানে―
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে
॥
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে―
কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥
- পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। ষষ্ঠ দৃশ্য। শান্তার গান। পৃষ্ঠা: ১৪৮-১৪৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫
বঙ্গাব্দ)] থেকে গৃহীত হয়েছিল। ষষ্ঠ দৃশ্য। শান্তার গান। ভূপালি-কাওয়ালি।
পৃষ্ঠা: ১৪৪
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয়
সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
-
প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৫৫) পর্যায়ের ৩৮৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪২০
- মায়ার খেলা। ষষ্ঠ দৃশ্য। শান্তার গান। পৃষ্ঠা: ৬৭৫।
- পরিশিষ্ট-১। ষষ্ঠ দৃশ্য। শান্তার গান। পৃষ্ঠা: ৯৩০
-
মায়ার খেলা
(গীতিনাট্য)
-
প্রথম সংস্করণ
[অগ্রহায়ণ ১২৯৫] ষষ্ঠ দৃশ্য।
ভূপালী-কাওয়ালি। শান্তার গান। পৃষ্ঠা: ৪৮-৪৯।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। ষষ্ঠ দৃশ্য।
শান্তার গান। পৃষ্ঠা: ২৫১।
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
বাণী অংশ :
২৬।
স্বরলিপি অংশ :
১১৩-১১৪।
- গানের
বহি (বিবিধ) ২৯। ভূপালী-কাওয়ালি।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুর
ও তাল:
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা
তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : ইমন বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
- ইমনভূপালি-কাহারবা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর
চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)]।
[ইমনভূপালি সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
গ্রহস্বর:
সা।
-
লয়: মধ্য।