― কেন মিছে করে ছল,ওকে বল্, সখী, বল্
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ১৩। স্বরলিপি অংশ : ৫৬-৫৭।স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)। গানের বহি (বিবিধ) ৯। বেহাগ-খেমটা। সঙ্গীতসার সংগ্রহ (১৩০৬ বঙ্গাব্দ)। বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ড (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)]
[স্বরলিপি]- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)]
[ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]- সুর ও তাল:
- স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে একতাল তালে নিবদ্ধ।
[একতাল তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]- রাগ : বেহাগড়া [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- রাগ: বেহাগ। অঙ্গ:কীর্তন। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪১।]
রাগ: বেহাগ। তাল: একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫]
- গ্রহস্বর: গা।
- লয়: মধ্য।