বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ওকে বল্‌, সখী, বল্‌

পাঠ ও পাঠভেদ:

ওকে বল্‌, সখী, বল্‌ কেন মিছে করে ছল,

মিছে হাসি কেন সখী,  মিছে আঁখিজল 

জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা

কে জানে কোথায় সুধা  কোথা হলাহল 

কাঁদিতে জানে না এরা,  কাঁদাইতে জানে কল

মুখের বচন শুনে  মিছে কী হইবে ফল।

প্রেম নিয়ে শুধু খেলা  প্রাণ নিয়ে হেলাফেলা

ফিরে যাই এই বেলা, চল্ সখী চল্

 

তথ্যানুসন্ধান