বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার পরান যাহা চায় তুমি
পাঠ ও পাঠভেদ:
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো॥
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি পাওয়া যায় নি
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৪
বঙ্গাব্দে রবীন্দ্রনাথ 'মায়ারখেলা'র গানগুলো রচনা করা শুরু করেছিলেন। তবে কোন গানটি
কবে লিখেছিলেন, তা জানা যায় না। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা'
'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে গৃহীত
গানগুলোর তালিকা নিচে তুলে ধরা হল। প্রকাশের বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৭ বৎসর
বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। দ্বিতীয় দৃশ্য। শান্তার গান। কানাড়া। পৃষ্ঠা: ১৪০-১৪১] [নমুনা]
গান
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। গানের বহি অংশ। মিশ্র-কানাড়া কাওয়ালি। পৃষ্ঠা: ২-৩। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১১৫) পর্যায়ের ১৪২ সংখ্যক গান।
মায়ার খেলা (১২৯৫ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য, শান্তার গান। [রবীন্দ্ররচনাবলী প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬]
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
স্বরবিতান অষ্টচত্ত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩) গান। বাণী অংশ : ৯ পৃষ্ঠা। স্বরলিপি অংশ : ৪১-৪৩।
পত্রিকা:
সাধনা (মাঘ ১২৯৮)