বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ভালোবেসে যদি সুখ নাহি
পাঠ ও পাঠভেদ:
ভালোবেসে যদি সুখ নাহি    তবে কেন
              তবে কেন মিছে ভালোবাসা।
          মন দিয়ে মন পেতে চাহি।   ওগো, কেন
               ওগো, কেন মিছে এ দুরাশা॥ 
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,   নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
           শুধু  ঘুরে মরি মরুভূমে। ওগো, কেন
                    ওগো, কেন মিছে এ পিপাসা॥ 
            আপনি যে আছে আপনার কাছে
            নিখিল জগতে কী অভাব আছে।
            আছে  মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
                     কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায় ― একি ঘোর প্রেম অন্ধরাহু -প্রায়
             জীবন যৌবন গ্রাসে। তবে কেন
                      তবে কেন মিছে এ কুয়াশা॥