বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যেয়ো না, যেয়ো না ফিরে
পাঠ ও পাঠভেদ:
যেয়ো না, যেয়ো না ফিরে।
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥
চঞ্চল সমীরসম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে―
এসো হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়ে রাখি যতনে॥
প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব―
প্রাণের দিবসনিশি রহিবে মিশি কোমল প্রেমশয়নে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms.021 ৫৫ সংখ্যক পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৩০) পর্যায়ের ৩৫৯ সংখ্যক গান।
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ১২। স্বরলিপি অংশ : ৫১-৫২।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
স্বরলিপিকার:
স্বরলিপিকার
অনুল্লিখিত। [বীণাবাদিনী
(অগ্রহায়ণ
১৩০৫ বঙ্গাব্দ)]
[স্বরলিপি]
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সধা।
লয়: মধ্য।