বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ওই মধুর মুখ জাগে মনে

পাঠ ও পাঠভেদ:

ওই মধুর মুখ জাগে মনে।

ভুলিব না এ জীবনে,    কী স্বপনে কী জাগরণে 

তুমি জান বা না জান

মনে সদা যেন মধুর বাঁশরি বাজে

হৃদয়ে সদা আছ ব'লে।

আমি   প্রকাশিতে পারি নে,  শুধু চাহি কাতরনয়নে

 

তথ্যানুসন্ধান