বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওই মধুর মুখ জাগে মনে
পাঠ ও পাঠভেদ:
ওই মধুর মুখ জাগে মনে।
ভুলিব না এ জীবনে, কী স্বপনে কী জাগরণে॥
তুমি জান বা না জান
মনে সদা যেন মধুর বাঁশরি বাজে―
হৃদয়ে সদা আছ ব'লে।
আমি প্রকাশিতে পারি নে, শুধু চাহি কাতরনয়নে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রাগ: ভৈরবী। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]