বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ৩৫৭
প্রেমের ফাঁদ পাতা ভুবনে।
কে কোথা ধরা পড়ে কে জানে―
গরব সব হায় কখন টুটে যায়,    
সলিল বহে যায় নয়নে।
এ সুখধরণীতে কেবলই চাহ নিতে,  জান না হবে 
আপনা―
সুখের ছায়া ফেলি কখন যাবে চলি,    
বরিবে সাধ করি বেদনা।
কখন বাজে বাঁশি  গরব যায় ভাসি,    
পরান পড়ে আসি বাঁধনে॥
 
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
	পাওয়া যায়নি।  
- 
	
	পাঠভেদ: 
	
	                                                
 
 
- 
	
	তথ্যানুসন্ধান 
- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
	bরবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
			
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
		- গ্রন্থ
		
			- 
	
				কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
		
					
					মায়ার খেলা।
					তৃতীয়
					দৃশ্য।   
				
	
				মায়াকুমারীগণের গান। জিলফ্। 
	পৃষ্ঠা: ১৪৩] [নমুনা]
- 
	
				
	
				
				গান
				মায়াকুমারীগণের গান। জিলফ্-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১১৩। 
		
		[নমুনা]
		পৃষ্ঠা: ১১৬ [নমুনা]
 
- 
	গীতবিতান
	
		- 
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
		 [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫ বঙ্গাব্দ)] থেকে গৃহীত হয়েছিল। 
	তৃতীয় দৃশ্য 	মায়াকুমারীগণের গান। জিলফ্ পৃষ্ঠা: ৫৪ 
			
	[নমুনা]
 পৃষ্ঠা: ৫৬। 
		[নমুনা-২]
 
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৩২৮) পর্যায়ের ৩৫৭ সংখ্যক গান। 
 
- 
	মায়ার খেলা
		(গীতিনাট্য)
- 
		প্রথম সংস্করণ [অগ্রহায়ণ 
		১২৯৫] তৃতীয় দৃশ্য।
				মায়াকুমারীগণের গান। জিলফ্ ।ঝাঁপতাল।  পৃষ্ঠা: ১৩। 
	[নমুনা] 
		পৃষ্ঠা ১৬। 
- রবীন্দ্ররচনাবলী 
			প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। তৃতীয় দৃশ্য। 
	
				মায়াকুমারীগণের গান। পৃষ্ঠা: ২৩৬, ২৩৮।
 
রবীন্দ্রগ্রন্থাবলী 
			(হিতবাদী ১৩১১ 
			বঙ্গাব্দ)। গানের বহি। জিলফ। রূপক। পৃষ্ঠা: ৯৭০। [নমুনা:
			৯৭০ ]
			
			
			স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) 
			খণ্ডের (আষাঢ় 
			১৪১৩
			
			বঙ্গাব্দ)
			
			বাণী অংশ : 
			১২। 
			স্বরলিপি অংশ : 
			৫০-৫১।
			
			
			স্বরলিপি-গীতিমালা 
			(১৩০৪ বঙ্গাব্দ)।
			
			গানের 
			বহি (বিবিধ) ৯। জিলফ-রূপক।
			
			বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।  
	
	
গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		- স্বরলিপি ও স্বরলিপিকার:  
		
		
			- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 
			[স্বরলিপি-গীতিমালা 
			(১৩০৪ বঙ্গাব্দ)]
 [ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 
			
			-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
 
- সুর 
		ও তাল: 
		
			- 
			
			স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) 
			খণ্ডের (আষাঢ় 
			১৪১৩
			
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির 
			স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। 
			গানটি ৩।২।২ মাত্রা ছন্দে 
			তেওরা 
			তালে নিবদ্ধ।
 [তেওরা 
			
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র  তিলক কামোদ।  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
- 
			
			রাগ: মিশ্র দেশ। তাল: 
			তেওরা।
			
			
			 [রবীন্দ্রসংগীত: 
	রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬]। পৃষ্ঠা: 
				৬৬।]
- রাগ: 
			জিলফ্ ?)। 
			তাল: 
			তেওরা।[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই 
				২০০১, পৃষ্ঠা: ১১৫।]
 
- 
			গ্রহস্বর: 
			রা।
			
- 
			লয়: মধ্য।