বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
পাঠ ও পাঠভেদ:
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো।
বুঝাতে পারি নে হৃদয়বেদনা॥
কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরেও না চায়―
এত সাধ এত প্রেম করে অপমান॥
এত ব্যাথাভরা ভালোবাসা কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হ'ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান।
বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে, তবু তার সংশয় হ'ত অবসান॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯০ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, তৃতীয় দৃশ্য, কবি'-র গান, জয়জয়ন্তী-ঝাঁপতাল]
ইন্দিরাদেবী চৌধুরানী। [ স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ড (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)]
সরলা দেবী। [শতগান (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ]
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর [স্বরলিপি-গীতিমালা (১৩৪৯ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডে (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে ঝাঁপতাল তালে নিবদ্ধ।
রাগ: দেশ। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৪]।
গ্রহস্বর : মা।
লয় : মধ্য।