বিবাহ-উৎসব
রবীন্দ্রনাথের
এবং অন্যান্যদের রচিত একটি গীতিনাটিকা।
১২৯০ খ্রিষ্টাব্দের [মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ] ফাল্গুন মাসের শেষ সপ্তাহে,
স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সাথে ফণিভূষণ মুখোপাধ্যায়ের
বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ বাসর ঘরের আমোদের জন্য একটি নাটিকা রচনা
করেন। এই নাটিকায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা
কন্যা সরোজাদেবী। এতে দুটি পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন সুশীলা দেবী (দিনেন্দ্রনাথ
ঠাকুরে মা) এবং শরৎকুমারী দেবীর দ্বিতীয়া কন্যা সুপ্রভাদেবী।
এই নাটিকাটিতে ৭টি দৃশ্যে
মোট ৪৫টি গান ছিল। এর ভিতরে ২৮টি গান ছিল রবীন্দ্রনাথের রচিত। অবশিষ্ট গানগুলো ছিল
জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয়চন্দ্র চৌধুরী ও স্বর্ণকুমারী দেবীর রচনা।
১ম দৃশ্য:
বর্লো, বর্লো ডালা (সখীদ্বয় ইন্দু ও উষা)। বেহাগ-কাওয়ালি [স্বর্ণকুমারী দেবী]
হোথায় একটি গাছের আড়ালে (সখীদ্বয় ইন্দু ও উষা)। ঝিঁঝিট-একতালা [স্বর্ণকুমারী দেবী]
যা, যা তুলগে লো তার (সখীদ্বয় ইন্দু ও উষা)। খাম্বাজ-একতালা [স্বর্ণকুমারী দেবী]
এই মল্লিকাটি পরাইব চুলে (ঐ)। কাফি-যৎ [স্বর্ণকুমারী দেবী]মানিনু মানিনু হার (উষা)। পিলু-কাওয়ালি [স্বর্ণকুমারী দেবী]
কেমন, সখি, আমার সাথে (ইন্দু)। দেশ-খেমটা [স্বর্ণকুমারী দেবী]
নাচ্ শ্যামা, তালে তালে [নাট্যগীতি-৭] [তথ্য] (সকলে মিলিয়া গান)। খাম্বাজ [রবীন্দ্রনাথ]
২য় দৃশ্য
ওই জানালার কাছে বসে আছে [নাট্যগীতি-২৭] [তথ্য]। (কবি) মিশ্র খাম্বাজ-একতালা [রবীন্দ্রনাথ]
সাধ ক'রে কেন, সখা [নাট্যগীতি-২৮] [তথ্য]। (সখা) ঝিঁঝিট-যৎ [রবীন্দ্রনাথ]
ধীরে ধীরে প্রাণে আমার [নাট্যগীতি-২৯] [তথ্য]। (কবি) বেহাগড়া-কাওয়ালি [রবীন্দ্রনাথ]
তুমি আছ কোন্ পাড়া? [নাট্যগীতি-৩০] [তথ্য]। (সখা) সিন্ধু-একতাল [রবীন্দ্রনাথ]
গেছ গেছ যাও মন এস না আমার কাছে (কবি)। সিন্ধু ভৈরবী-আড়াঠেকা
৩য় দৃশ্য
রিম ঝিম্ ঘন ঘন রে [বাল্মীকি প্রতিভা] [তথ্য] । (সখিগণ) মল্লার-কাওয়ালি [রবীন্দ্রনাথ]
তারে দেখাতে পারি নে [প্রেম-৩১৪] [তথ্য]। (কবি) জয়জয়ন্তী-ঝাঁপতাল [রবীন্দ্রনাথ]দেখ্ ওই কে এসেছে [নাট্যগীতি-৩১] [তথ্য]। (সখীগণ) সিন্ধু খাম্বাজ-খেমটা [রবীন্দ্রনাথ]
ভাল যদি বাস, সখী [নাট্যগীতি-৩২] [তথ্য]। (কবি) পিলু-ঝাঁপতাল [রবীন্দ্রনাথ]
ও কেন ভালোবাসা জানাতে আসে [নাট্যগীতি-৩৩] [তথ্য]। (নয়িকা) পিলু-খেমটা [রবীন্দ্রনাথ]
ভাল বাসিলে যদি সে ভালো না বাসে [নাট্যগীতি-৩৪] [তথ্য]। (কবি) কালেংড়া-খেমটা [রবীন্দ্রনাথ]
বনে এমন ফুল ফুটেছে [প্রেম-৩৭২] [তথ্য]। (সখীগণ) খাম্বাজ-আড়খেমটা [রবীন্দ্রনাথ]
কেন রে চাস ফিরে ফিরে [নাট্যগীতি-৩৬] [তথ্য]। (কবি) ভৈরবী-আড়খেমটা [রবীন্দ্রনাথ]
৪র্থ দৃশ্য
মনে রয়ে গেল মনের কথা [প্রেম-১৯৩] [তথ্য]। (নায়িকা) বেহাগড়া-কাওয়ালি [রবীন্দ্রনাথ]
এ সুখ বসন্তে সই কেন লো (প্রথম সখী)। বেহাগ মধ্যমান [অক্ষয়চন্দ্র চৌধুরী]প্রমোদে ঢালিয়া দিনু মন [নাট্যগীতি-৩৭] [তথ্য] (নায়িকা) বেহাগ-কাওয়ালি
ছি ছি আ ছি ও কি কথা (সখীগণ)। কাফি-যৎ [অক্ষয়চন্দ্র চৌধুরী]বুঝি বেলা বহে যায় [প্রেম-৩৭১] [তথ্য] (নায়িকা) মুলতান-আড়খেমটা
আর বুঝিতে বাকী নাইক (সখি)। ঝিঁঝিট খাম্বাজ-আড়খেমটা [অক্ষয়চন্দ্র চৌধুরী]কথা কোস্ নে লো রাই [নাট্যগীত-২৬] [তথ্য]। (সখী-নায়িকার প্রতি)। ভৈরবী-আড়খেমটা
ও কেন চুরি ক'রে চায় [প্রেম-৩৯১] [তথ্য]। (কবি)। বেহাগ-খেমটা
৫ম দৃশ্য
একা একা এত দিন কেটে গেল (কবি)। মোহিনী-খেমটা। [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
এত হাসি কেন আজ (সখা)। সিন্ধু ভৈরবী-খেমটা [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
তুমি কি বুঝি সখা (কবি)। গৌড়মল্লার-একতালা [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
কি কর সখা (কবি)। কুকব-ঢিমে তেতালা [অক্ষয়চন্দ্র চৌধুরী]
সখা, সাধিতে সাধাতে কত সুখ [নাট্যগীতি-৩৮] [তথ্য]
৬ষ্ঠ দৃশ্য
এত ফুল কে ফোটালে (সখিগণ) [নাট্যগীতি-৩৯] [তথ্য]
আমাদের সখীরে কে নিয়ে যাবে (প্রথম সখী) [নাট্যগীতি-৪০] [তথ্য]
সখী, সে গেল কোথায় (দ্বিতীয় সখী) [প্রেম-৩৮২] [তথ্য]
কোথা ছিলি সজনী লো (সখী) [নাট্যগীতি-৪১] [তথ্য]
সখি কাননে কুসুম ফুটিবে (নায়িকা) [পিলু বারোয়া-কাওয়ালি] [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
ও কী কথা বল সখী (সখী) [নাট্যগীতি-৪২] [তথ্য]
আজ তোমারে ধরব চাঁদ (সখীগণ) [সোহিনী-খেমটা] [অক্ষয়চন্দ্র চৌধুরী]
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি [নাট্যগীতি-৪৩] [তথ্য]
এ মধু যামিনী ও মধু যামিনী (সখি) [কীর্তন-আড়াখেমটা। [অক্ষয়চন্দ্র চৌধুরী]
দেখে যা, দেখে যা (কবি) [প্রেম-৩৭৭] [তথ্য]
৭ম দৃশ্য
মা, একবার দাঁড়া গো হেরি [সখীগণ ও নায়িকা] [নাট্যগীতি-৪৪] [তথ্য]
মা আমার, কেন তোরে ম্লান নেহারি (পিতা) [নাট্যগীতি-৪৫] [তথ্য]
এই নাটিকায় রবীন্দ্রনাথের মোট ২৮টি গান ছিল। এর ভিতরে টি গান ছিল পূর্বে রচিত। এই গানগুলো হলো-
১. নাচ্ শ্যামা, তালে তালে [ভগ্নহৃদয় (১২৮৮)] [তথ্য]
২. তারে দেখাতে পারি নে [মায়ারখেলা (১২৯৫)] [তথ্য]
৩. সখী, সে গেল কোথায় [মায়ারখেলা (১২৯৫)] [তথ্য]
৪. রিমঝিম ঘন ঘন রে ['ঝম ঝম ঘন ঘন রে' -এর পরিবর্তিত পাঠ। এই গানটি কালমৃগয়া'র (১২৮৯) জন্য লেখা হয়েছিল]
২. ওই জানালার কাছে বসে আছে [নাট্যগীতি-২৭] [তথ্য]
৩. সাধ ক'রে কেন, সখা [নাট্যগীতি-২৮] [তথ্য]।
৪. ধীরে ধীরে প্রাণে আমার [নাট্যগীতি-২৯] [তথ্য]
৫. তুমি আছ কোন্ পাড়া? [নাট্যগীতি-৩০] [তথ্য]
৬.
৭.৮. দেখো ওই কে এসেছে [নাট্যগীতি-৩১] [তথ্য]
৯. ভালো যদি বাস, সখী [নাট্যগীতি-৩২] [তথ্য]
১০. ও কেন ভালোবাসা জানাতে আসে [নাট্যগীতি-৩৩] [তথ্য]
১১. ভালোবাসিলে যদি সে ভালো না বাসে [নাট্যগীতি-৩৪] [তথ্য]
১২. বনে এমন ফুল ফুটেছে [প্রেম-৩৭২] [তথ্য]
১৩. কেন রে চাস ফিরে ফিরে [নাট্যগীতি-৩৬] [তথ্য]
১৪. মনে রয়ে গেল মনের কথা [প্রেম-১৯৩] [তথ্য]
১৫. প্রমোদে ঢালিয়া দিনু মন [নাট্যগীতি-৩৭] [তথ্য]
১৬. বুঝি বেলা বহে যায় [প্রেম-৩৭১] [তথ্য]
১৭. কথা কোস্ নে লো রাই [নাট্যগীত-২৬] [তথ্য]
১৮. ও কেন চুরি ক'রে চায় [প্রেম-৩৯১] [তথ্য]
১৯. সখা, সাধিতে সাধাতে কত সুখ [নাট্যগীতি-৩৮] [তথ্য]
২০. এত ফুল কে ফোটালে [নাট্যগীতি-৩৯] [তথ্য]
২১. আমাদের সখীরে কে নিয়ে যাবে [নাট্যগীতি-৪০] [তথ্য]
২২.
২৩. কোথা ছিলি সজনী লো [নাট্যগীতি-৪১] [তথ্য]
২৪. ও কী কথা বল সখী [নাট্যগীতি-৪২] [তথ্য]২৫. মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি [নাট্যগীতি-৪৩] [তথ্য]
২৬. দেখে যা, দেখে যা [প্রেম-৩৭৭] [তথ্য]
২৭. মা, একবার দাঁড়া গো হেরি [নাট্যগীতি-৪৪] [তথ্য]
২৮. মা আমার, কেন তোরে ম্লান নেহারি [নাট্যগীতি-৪৫] [তথ্য]