বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ও কেন চুরি ক'রে চায়

পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৯১

ও কেন চুরি ক'রে চায়।
নুকোতে গিয়ে হাসি হেসে পালায়।
বনপথে ফুলের মেলা,     হেলে দুলে করে খেলা―
চকিতে সে চমকিয়ে       কোথা দিয়ে যায়॥
কী যেন গানের মতো      বেজেছে কানের কাছে,
যেন তার প্রাণের কথা     আধেকখানি শোনা গেছে।
পথেতে যেতে চ'লে        মালাটি গেছে ফেলে―
পরানের আশাগুলি         গাঁথা যেন তায়॥