গীতবিতান প্রথম খণ্ড
১৩৩৮ বঙ্গাব্দ
কৈশোরক 
		(১৩০৩) অংশ
	
মূলত কৈশোরক কোনো পৃথক গ্রন্থ নয়। 	
		১৩০৩ বঙ্গাব্দের ১৫ আশ্বিন  [বুধবার ৩০ সেপ্টেম্বর ১৮৮৬ খ্রিষ্টাব্দ কাব্যগ্রন্থাবলী প্রকাশিত হয়েছিল। আদি ব্রাহ্মসমাজ প্রেস থেকে। এই গ্রন্থের প্রথমাংশে ১-১৮ পৃষ্ঠায়, কবির কিশোর বয়সের গান স্থান পেয়েছিল- কৈশোরক নামে। পরে ১৩৩৮ বঙ্গাব্দে গীতিবিতান প্রথম খণ্ডের প্রথম সংস্করণে গানগুলো স্থান পেয়েছিল- 'কৈশোরক' অংশে। এই বিভগের গানের সংখ্যা ১৮টি।
কাব্যগ্রন্থাবলীর 'কৈশোরক' অংশ
- আঁধার শাখা উজল করি [কৈশোরক-৩] 
	[তথ্য]
		[নমুনা]
- আজু সখি ,মুহু মুহু [কৈশোরক-৭] [তথ্য] 
[নমুনা:	
			
প্রথমাংশ,
শেষাংশ] 
- ও কেন চুরি ক'রে চায় [কৈশোরক-১৭] 
[তথ্য]  
[নমুনা]
- কেহ কারো মন বোঝে না [কৈশোরক-১৪] 
[তথ্য]
[নমুনা] 
- গহন কুসুমকুঞ্জ-মাঝে [কৈশোরক-৬]
[তথ্য]
				
				[নমুনা:
	প্রথমাংশ,
শেষাংশ] 
- গেল গো- ফিরিল না [কৈশোরক-১৫] [তথ্য] 
			
			[নমুনা]
- দুজনে দেখা হল [কৈশোরক-১৮] [তথ্য]  
[নমুনা]
					
- নীরব রজনী দেখো মগ্ন জোছনায় [কৈশোরক ১১]
	[তথ্য]
	[নমুনা]
- বল্, গোলাপ, মোরে বল [কৈশোরক ১২]
[তথ্য]
[নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
- বলি, ও আমার গোলাপ-বালা [কৈশোরক-২] 
		[তথ্য][নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
- মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি [কৈশোরক ১০] [তথ্য]
	[নমুনা]
- মরণ রে, তুঁহু মম শ্যামসমান [কৈশোরক-৮] [তথ্য] 
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ] 
- শুন নলিনী, খোলো গো আঁখি [কৈশোরক-১] 
	[তথ্য]
	[নমুনা] 
- শুন লো শুন লো বালিকা [কৈশোরক-৪] 
	[তথ্য] 
	[নমুনা]
- সখী, সে গেল কোথায় [কৈশোরক-৯]
	[তথ্য]
	[নমুনা]
- সজনি সজনি রাধিকা লো [কৈশোরক-৫] 
	[তথ্য] 
	[নমুনা: প্রথমাংশ, 
	শেষাংশ] 
- হল না লো, হল না, সই [কৈশোরক ১৪] 
	[তথ্য] 
	[নমুনা] 
- হায় রে সেই তো বসন্ত ফিরে এল  [কৈশোরক] 
	[তথ্য]
	[নমুনা]