তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথকে বিলাতে নিয়ে যাওয়া
উদ্যোগ নিলে- দেবেন্দ্রনাথ তাতে সম্মতি দেন। রবীন্দ্রনাথ বিলেতযাত্রার পূর্বে
সত্যেন্দ্রনাথের সাথে আহমেদাবাদে আসেন ১৮৭৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসের দিকে।
উল্লেখ্য ১৮৭৮ খ্রিষ্টাব্দের ১২ জুলাই তারিখে বেঙ্গল সরকারের সচিবের কাছে,
রবীন্দ্রনাথ আইসিএস পরীক্ষার জন্য বয়সের প্রমাণপত্র পাওয়ার আবেদন করেছিলেন। ২০
জুলাই তারিখে বেঙ্গল সরকার তাঁর সার্টিফিকেট (certificate of my age) মঞ্জুর করে।
প্রশান্তকুমার পালের রবিজীবনী দ্বিতীয় খণ্ডের ৩ পৃষ্ঠা (মে ২০০৬) থেকে জানা যায়
রবীন্দ্রনাথের আহমেবাদের উদ্দেশ্য যাত্রা করেছিলেন ১ জ্যৈষ্ঠ [মঙ্গলবার ১৪ মে]
তারিখে।
উল্লেখ্য সত্যেন্দ্রনাথ অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন ২৭
এপ্রিল ১৮৬৫ খ্রিষ্টাব্দে (১২৭২ বঙ্গাব্দ) আহমেদাবাদে। কর্মজীবনের সূত্রে তিনি
বিভিন্নস্থানে বদলি হয়ে ১৯ এপ্রিল ১৮৭৬ খ্রিষ্টাব্দে (৮ বৈশাখ ১২৮৩ বঙ্গাব্দ) আবার
আহমেদাবাদে আসেন। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস্ জজ (অস্থায়ী) হিসাবে ইনি বেশ কিছুদিন
এখানে কাটান। তাঁর সরকারী বাসস্থান ছিল শাহিবাগ নামক রাজপ্রাসাদে। রবীন্দ্রনাথ যখন
আহমেদাবাদে আসেন তখন তাঁর বৌঠাকরুন জ্ঞানদানন্দিনী তাঁর সন্তানদের (সুরেন্দ্রনাথ,
ইন্দিরাদেবী ও কবীন্দ্রকে) ইংল্যাণ্ডে ছিলেন। এই সময়ে তিনি কয়েকটি গান রচনা
করেছিলেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতি গ্রন্থে লিখেছেন- 'এ
শাহিবাগ-প্রাসাদের চূড়ার উপরকার একটি ছোটো ঘরে আমার আশ্রয় ছিল। কেবল একটি চাকভরা
বোলতার দল আমার এই ঘরের অংশী। রাত্রে আমি সেই নির্জন ঘরে শুইতাম- এক-একদিন অন্ধকারে
দুই-একটা বোলতা চাক হইতে আমার বিছানায় উপর আসিয়া পড়িত— যখন পাশ ফিরিতাম তখন তাহারাও
প্রীত হইত না এবং আমার পক্ষেও তাহা তীক্ষ্মভাবে অপ্রীতিকর হইত। শুক্লপক্ষের গভীর
রাত্রে সেই নদীর দিকের প্রকাণ্ড ছাদটাতে একলা ঘুরিয়া ঘুরিয়া বেড়ানো আমার আর-একটা
উপসর্গ ছিল। এই ছাদের উপর নিশাচর্য করিবার সময়ই আমার নিজের সুর দেওয়া সর্বপ্রথম
গানগুলি রচনা করিয়াছিলাম। তাহার মধ্যে 'বলি ও আমার গোলাপবালা' গানটি এখনো আমার
কাব্যগ্রন্থের মধ্যে আসন রাখিয়াছে। ' রবীন্দ্ররচনাবলী সপ্তদশ খণ্ডে
(বিশ্বভারতী, ভাদ্র ১৩১৯৩) গৃহীত জীবনস্মৃতি গ্রন্থে ৩৫৮ পৃষ্ঠা।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ১৭ বৎসর।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি: