বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-১৫৪)পর্যায়ের ১৮১ সংখ্যক গান।
	     
        মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।
		
				মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
				রক্তকমলকর, রক্ত-অধরপুট,
				তাপবিমোচন করুণ কোর তব
    
		    মৃত্যু-অমৃত করে দান॥
       
		           
		আকুল রাধা-রিঝ অতি জরজর,
		           
		ঝরই নয়নদউ অনুখন ঝরঝর-
		           
		তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর,
		                       
		তুঁহুঁ মম তাপ ঘুচাও।
		                       
		মরণ, তু আও রে আও।   
		
		ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
		আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
				কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি
    
		    
		নীদ 
ভরব সব দেহ।
    
		           
		তুঁহুঁ 
নহি বিসরবি তুঁহুঁ নহি ছোড়বি,
    
		           
		রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,
    
		           
		হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন-
		
		                   
		অতুলন তোঁহার লেহ।
		
		
		গগন সঘন অব, তিমিরমগন ভব,
				তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,
		শালতালতরু 
		সভয়ে-তভধ সব-
		       
		পান্থ বিজন অতি ঘোর।
		
		
		   
		একলি যাওব তুঝ অভিসারে,
		   
		তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে-
        
		   
		ভয়বাধা সব
		অভয় মূর্তি ধরি
            
		       
		পন্থ দেখায়ব মোর।
		
		
		ভানু ভণে, 
'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
    
		       
		চঞ্চল চিত্ত তোহারি।
		
		জীবনবল্লভ 
মরণ-অধিক সো,
    
		       
		অব তুঁহুঁ দেখ বিচারি।' 
	
- 
	পাণ্ডুলিপির পাঠ:
	পাওয়া যায়নি। 
- 
পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান
	- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
	গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ভারতী পত্রিকার 
	শ্রাবণ ১২৮৮ বঙ্গাব্দ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২০ বৎসর
	৩ মাস।
 
 
- 
	 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	- গ্রন্থ: 
	- 
	 		
	কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  
	
				কৈশোরক। 
	ভানুসিংহ ঠাকুরের পদাবলী। 
				শিরোনাম 'মরণ'। পৃষ্ঠা: ২৬-২৭] [নমুনা
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
	গীতবিতান
	
- 
	অখণ্ড সংস্করণ, 
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। 
 			প্রেম (প্রেম 
বৈচিত্র্য-১৫৪)পর্যায়ের ১৮১ সংখ্যক গান।
 
- ভানুসিংহ 
	ঠাকুরের পদাবলী 
	- 
	[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৯১]। 
	গান সংখ্যা ২১।  পূরবী।
	পৃষ্ঠা: ৫৮-৬০। 
	[নমুনা:
	প্রথমাংশ, 
	দ্বিতীয়াংশ, 
	শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড।  বিশ্বভারতী (শ্রাবণ ১৩৯১)। ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৪-২৬। 
 
- 
	
	রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৫১।  ভৈরবী-কাওয়ালি। 
	পৃষ্ঠা: ৪৬-৪৮] [নমুনা: 
	প্রথমাংশ, 
	দ্বিতীয়াংশ, 
	শেষাংশ]
- 
				
				রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। 
				ভৈরবী-একাতাল। গান সংখ্যা ৭৭। [নমুনা 
				প্রথমাংশ, 
			শেষাংশ]
- সঞ্চয়িতা। 
রবীন্দ্রনাথ যখন সঞ্চয়িতা  নামক 
কাব্য-সংকলন প্রকাশ করেন, তখন তার ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন  
	
	— 
'এই গ্রন্থের মাত্র দুইটি কবিতা ('মরণ রে তুঁহু মম শ্যামসমান' ও 'কোঁ তুঁহু বোলবি 
মোয়') স্বীকারযোগ্য।'
- 
	স্বরবিতান একবিংশ
খণ্ডের 
(২১, ভানুসিংহের পদাবলী, মুদ্রণ : মাঘ ১৪১৫)
 খণ্ডের নবম গান। পৃষ্ঠা: 
৩৩-৩৬।
[নমুনা]
 
- পত্রিকা:
	
	- 
	ভারতী
	
	(শ্রাবণ ১২৮৮ বঙ্গাব্দ)।
 
 
- 
	গ সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপিকার: 
- সুর 
		ও তাল:
			- রাগ : ভৈরবী।   গীতবিতানের 
দ্বিতীয় খণ্ডের ১৮১ -সংখ্যক গান। ভানুসিংহ ঠাকুরের পদাবলী (স্বরবিতান ২১)-ভুক্ত 
হওয়ার এই তালিকায় অন্তর্গত করা হয়েছে। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮১]
- রাগ : ভৈরবী।  
				অঙ্গ: কীর্তন। 
		
				তাল: কাহারবা।
			[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
- রাগ : ভৈরবী।  তাল: কাহারবা, 
				ঢালা
				
				[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: 
				১২৬।