বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজু সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু
- পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১১।
আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহারে পানে চায়।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ।
মলয় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে, অঞ্চল লুটায়।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু-অনলে তাপয়ি খসয়ি পড়ু পায়।
ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল— ভানু মরি যায়॥
-
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাঠ পাওয়া যায় নি।
- সরলার্থ: আজকে কুঞ্জবনে কোকিলযুগল পরস্পরের দিকে চেয়ে অবিরত
কুহুকুহু রবে ডাকছে। যৌবনমদির আনন্দে হৃদয় পুলকে উল্লসিত, আবেশিত দেহ শিথিল
অঙ্গ
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী
পত্রিকার জ্যৈষ্ঠ ১২৯০ সংখ্যায়। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ প্রথম খণ্ড। ইন্ডিয়ান পাবলিশিং হাউজ (১৯১৫ খ্রিষ্টাব্দ, ১৩২২ বঙ্গাব্দ)। ভানুসিংহ ঠাকুরের
পদাবলী। পৃষ্ঠা ৩৪৬।
-
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড । (মজুমদার লাইব্রেরি ১৩১০)। বেহাগ। পৃষ্ঠা: ১১২-১১৩।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কৈশোরক।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী শিরোনাম 'রসাবেশ'। পৃষ্ঠা: ২৩]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০৩)। মিশ্র বেহাগ। গান ৭৪। পৃষ্ঠা: ৭৪-৭৬
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১১।
-
ছবি ও গান[আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১ বঙ্গাব্দ। দুঁহু (ব্রজভাষা) মিশ্র বেহাগ।
পৃষ্ঠা: ১-২ ]। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৯১। গান সংখ্যা ১১। পৃষ্ঠা: ২৫-২৭।
[নমুনা]
- বিশ্বভারতী গ্রন্থালয়। ফাল্গুন ১৩৩৫। গান সংখ্যা ১১। পৃষ্ঠা:
২০-২১।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড। বিশ্বভারতী (শ্রাবণ ১৩৯১)। পৃষ্ঠা:
২০-২১।
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৪১। মিশ্র বেহাগ-ঝাঁপতাল।
পৃষ্ঠা: ৩৬-৩৮।
[নমুনা:
প্রথামাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
স্বরবিতান
একবিংশ
খণ্ডের
(২১, ভানুসিংহের পদাবলী, মুদ্রণ : মাঘ ১৪১৫)
প্রথম গান। পৃষ্ঠা ১১-১৪। [নমুনা]
-
পত্রিকা:
-
ভারতী
(জ্যৈষ্ঠ ১২৯০ বঙ্গাব্দ)। ভানুসিংহের কবিতা
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
ভৈরবী। গীতবিতানের
দ্বিতীয় খণ্ডের ১৮১ -সংখ্যক গান। ভানুসিংহ ঠাকুরের পদাবলী (স্বরবিতান ২১)-ভুক্ত
হওয়ার এই তালিকায় অন্তর্গত করা হয়েছে।
-
রাগ ভৈরবী রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮১]
-
রাগ: বেহাগ।
অঙ্গ: কীর্তন। তাল: ঝাঁপতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
-
রাগ: বেহাগড়া।
তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫২]