বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সেই তো বসন্ত
ফিরে এল
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: প্রকৃতি
:
২৭৮
সেই তো বসন্ত
ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।
সব মরুময়, মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে॥
কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো―
পাখিগুলি দিকে দিকে চলে যায়।
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায় হায় রে॥
ফুরাইল সকলই।
প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর।
কিবা জোছনা
ফুটিত রে কিবা যামিনী
―
সকলই
হারালো, সকলই গেল রে চলিয়া, প্রাণ করে হায় হায় হায় রে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
স্বরবিতান দশম (১০)
খণ্ডের (পৌষ ১৪১৩ বঙ্গাব্দ) পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
সেই তো বসন্ত ফিরে এল
হায় রে সেই তো বসন্ত ফিরে এলো,
হৃদয়ের বসন্ত ফুরায় : গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়
হায় রে :
স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯১
বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ২৩ বৎসর বয়সের রচনা।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
বাহার-কাওয়ালি।
পৃষ্ঠা: ৪৩৯-৪৪০][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
- অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২),
পর্যায়:
প্রকৃতি
২৭৮,
উপবিভাগ:
বসন্ত
৯১,
পৃষ্ঠা: । [নমুনা]
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ
যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ। বিবিধ-৭। বাহার
কাওয়ালি। পৃষ্ঠা: ৫-৬।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরলিপি-গীতিমালা
(১৩০৪ বঙ্গাব্দ)।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি সহ মুদ্রিত।
-
স্বরবিতান দশম (১০) খণ্ডের (বিশ্বভারতী,
পৌষ ১৪১৩) ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৪-৭৫।
-
পত্রিকা:
-
সঙ্গীত-প্রকাশিকা (১৩১৫
বঙ্গাব্দ)। বাহার - কাওয়ালি।
-
রেকর্ডসূত্র:
-
প্রকাশের
কালানুক্রম:
-
গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
সুরকার:
জ্যোতিরিন্দ্রনাথ
ঠাকুর।
[স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড
সন্স, ১৩৪৮]। বাহার। কাওয়ালী। পৃষ্ঠা: ২৫-২৫ পৃষ্ঠা।
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
[স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড
সন্স, ১৩৪৮]। বাহার। কাওয়ালী।
পৃষ্ঠা: ২৪-২৬ পৃষ্ঠা।
-
সুর
ও
তাল:
-
রাগ :
বাহার।
তাল :
কাওয়ালী।
[স্বরলিপি-গীতি-মালা
প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]।
-
স্বরবিতান দশম (১০)
খণ্ডে
(বিশ্বভারতী,
পৌষ ১৪১৩)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম উল্লেখ রয়েছে যথাক্রমে
বাহার ও ত্রিতাল।
-
রাগ : বাহার। তাল :
ত্রিতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮২।
-
রাগ: বাহার। তাল:
ত্রিতাল। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৩।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
ধা।
-
লয়:
মধ্য।