বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
							দুজনে 
		দেখা হল   মধুযামিনী রে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
		প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৩২ সংখ্যক গান।
		
			
				
দুজনে 
		দেখা হল   মধুযামিনী রে―
		কেন কথা কহিল না,  চলিয়া গেল ধীরে॥
		নিকুঞ্জে দখিনাবায়  করিছে হায়-হায়,
		লতাপাতা দুলে দুলে  ডাকিছে ফিরে ফিরে॥
		দুজনের আঁখিবারি   গোপনে গেল বয়ে,
		দুজনের প্রাণের কথা  প্রাণেতে গেল রয়ে।
		আর তো হল না দেখা,  জগতে দোঁহে একা―
		চিরদিন ছাড়াছাড়ি  যমুনাতীরে॥
				
			
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
	 
- 
তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান:
 গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 	
	
	রবিচ্ছায়া
			 (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)-তে 
	প্রথম প্রকাশিত।  গানটি রবীন্দ্রনাথের ২৩ বৎসর বয়সের রচনা।
- 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	 
	
		- গ্রন্থ:  
	
		- 
		
		
কাব্যগ্রন্থ  
	
		- 
		অষ্টম খণ্ড। বিবিধ।  বেহাগ-আড়াখেমটা। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ 
বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩১-৩২ [নমুনা:
		৩১,
		৩২]
		
		
		 
- 
		
		দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: 
৯৯। [নমুনা:
		৯৯]
 
- 
			
				
কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
				
				
				গান।  
					বেহাগ-আড়াখেম্টা। 
			
		
				
		
				পৃষ্ঠা: ৪৪৩] 
		[নমুনা]
 
- 
			
				
				গান
					- 
					
					সিটি বুক সোসাইটি, ১৩১৫ 
		বঙ্গাব্দ।
					
					বেহাগ-আড়াখেম্টা। 
					পৃষ্ঠা: ২৯। 
					[নমুনা]
	
 
- 
		
		
		গীতবিতান
		
					
			- অখণ্ড তৃতীয় সংস্করণ 
				(বিশ্বভারতী ১৩৮০)। 
			
			প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৩২ সংখ্যক গান। 
 
-  প্রীতিগীতি (১৩০৫ বঙ্গাব্দ)।
-  ভারতীয় সঙ্গীতমুক্তাবলী, 
		দ্বিতীয় ভাগ (১৮৮৪ খ্রিষ্টাব্দ)
- 
		
		রবিচ্ছায়া
			 (সাধারণ 
			ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৮৪। 
		বেহাগ-আড়া খেমটা। 
		পৃষ্ঠা: ৭০।  [নমুনা:
		
		নমুনা]
- শতগান (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ)। সরলা দেবী- কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
- সঙ্গীতকোষ 
		(১৩০৫ বঙ্গাব্দ)।
		
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর- কৃত 
স্বরলিপিসহ মুদ্রিত।
- 
		স্বরবিতান 
দ্বাত্রিংশ (৩২)
		খণ্ডের (অগ্রহায়ণ 
		১৪১২ বঙ্গাব্দ)
		১৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৩০-৩২।
		 [নমুনা]
- ভারতী  
		(পৌষ 
১২৮৭ বঙ্গাব্দ)।
 
 
- 
		
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		- 
		
স্বরলিপিকার:
			- 
			
			সরলা 
	দেবী। [শতগান (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ)]
- 
			
			জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর [স্বরলিপি-গীতিমালা 
	(১৩৪৯ বঙ্গাব্দ)]
 
- 
		সুর ও তাল:
		
		
			- 
			
	
			স্বরবিতান 
দ্বাত্রিংশ 
			 (৩২)
		খণ্ডে (অগ্রহায়ণ 
		১৪১২ বঙ্গাব্দ)]
			গৃহীত স্বরলিপির সুরভেদ/ছন্দভেদ অংশে উল্লেখ করা হয়েছে যে ১৩০৪ বঙ্গাব্দে প্রকাশিত 
			স্বরলিপি-গীতিমালা য় 
রাগ ও তালের নাম বেহাগ-খাম্বাজ
ও দাদরার স্থলে বেহাগ-আড়খেমটার 
নাম উল্লেখ রয়েছে। উল্লেখ্য 
			
			স্বরবিতান 
দ্বাত্রিংশ
(৩২)
		খণ্ডে (অগ্রহায়ণ 
		১৪১২ বঙ্গাব্দ) এই গানটির রাগ ও তালের ক্ষেত্রে 
			যথাক্রমে 
			বেহাগ-খাম্বাজ
ও দাদরার নাম মুদ্রিত আছে।
- 
		রাগ: বেহাগ-খাম্বাজ। 
		অঙ্গ: কীর্তন। তাল:
		
		দাদরা। 
		
		
		[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
		পৃষ্ঠা: ৫৯। 
- 
		রাগ: বেহাগ-খাম্বাজ। তাল:
		
		দাদরা।  [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৩।
- 
			
			গ্রহস্বর :
			 র্সা।
			
- 
			
			লয় : মধ্য।